Posted by jinson on 18:22
কিবোর্ডে নানা সমস্যার কারনে অথবা অন্য ভাষা টাইপ করার জন্য ভার্চুয়াল কিবোর্ডের প্রয়োজন হয়।মজিলা ফায়ারফক্স ব্রাউজারে ভার্চুয়াল কিবোর্ড ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।এজন্য http://addons.mozilla.org/en-US/firefox/addon/748 ঠিকানা থেকে Greasemonkey নামের অ্যাডঅন প্রোগ্রামটি নামিয়ে নিন।এরপর ফায়ারফক্স রির্স্টাট দিন।
http://www.download.com.vn/Data/Image/giaoduc/072007/22Virtual-Keyboard400.jpg
এখন http://userscripts.org/scripts/show/10974 ঠিকানা থেকে ভার্চুয়াল কিবোর্ডটি ইনস্টল করুন।এরপর থেকে যেকোন টেক্সটবক্সের উপর দুই ক্লীক ভার্চুয়াল কিবোর্ড প্রদর্শিত হবে।বাংলা ও ইংরেজিসহ ৩৪টি ভাষা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে এই কিবোর্ডে।
Categories: