Posted by jinson on 10:46
পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমাদের অনেকেরই ব্যক্তিগত ব্রগ/সাইট রয়েছে ।নিজেদের ব্লগ/সাইট সাজানোর জন্য আমরা অনেক গ্যাজেট/মেনু ব্যবহার করি ।বিশেষ করে যারা ব্লগার ব্যবহার করেন তাদের কাছে গ্যাজেটের প্রয়োজন অনেক বেশী ।অনেক সময় অন্য ব্লগ/সাইটের গ্যাজেট/মেনু আমাদের পছন্দ হয় ।ইচ্ছে করে আকর্ষনীয় গ্যাজেটগুল নিজের ব্লগে ব্যবহার করি ।কিন্তু কোথায় পাব কোড ? কে দেবে জাভাস্ক্রীপ্ট কোড ? কেউ দিতে হবে না ! আপনি নিজেই নিয়ে নিতে পারবেন………হ্যা, আমি আজ আপনাদের দেখাব কি করে অন্য ব্লগ বা সাইট থেকে কি করে পছন্দের গ্যাজেটের জাভাস্ক্রীপ্ট কোড সংগ্রহ।এটা খুব সহজ একটা প্রক্রিয়া ।আপনি এক ক্লীকেই পুরো কোডটি কপি পেস্ট করে নিয়ে যেতে পারেন ইচ্ছে করলে J
এটাকে এক রকম চুরিই বলা যায় J
তবে কপি করলে নিজ দায়িত্বেই করবেন ।কারন কিছু মেনু/গ্যাজেট থাকে যা কপিরাইট আইনের অর্ন্তভুক্ত ।
এই কাজটি ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্য ।এর জন্য আপনার লাগবে ফায়ারবাগ এডঅন প্রোগাম।এই ঠিকানা থেকে এটি নামিয়ে নিন -
https://addons.mozilla.org/en-US/firefox/addon/firebug/
ব্রাউজার রিস্টার্ট করুন।
মনে করুন আপনি একটি সাইটের রেডিওর জাভাস্ক্রীপ্ট সংগ্রহ করবেন ।তাহলে ব্রাউজারেরর নিজে ছবিতে দেখানো অংশে ক্লীক করুন -
1.
2.

এখন রেডিওতে মাউস রাখুন এবং হালকা করে এক ক্লীক করুন-
undefined
তাহলে আপনি ছবিতে দেখানো চিহ্নিত অংশে পাবেন রেডিওর কোড,যা ব্লগারে জাভা হিসাবে ব্যবহার করতে পারবেন ।কোডটি কপি করে নিয়ে যান রাইট ক্লীক করুন এবং ইচ্ছেমত ব্যবহার করুন ।
কি বললেন আপনার ব্রাউজারে এই addonটি সাপোর্ট করছে না ?
চিন্তার কোন কারন নেই ! আমার এই পোস্টটি দেখুন -

ফায়ারফক্সের যেকোন ভার্সনে যেকোন addon যেভাবে ইনস্টল করবেন


তাহলে মনের মত গ্যাজেট দিয়ে আপনি ব্লগ সাজাতে থাকুন আমি আজকের মত বিদায় নিলাম ।


ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
আল্লাহ হাফেজ
Categories: ,