Posted by jinson on 09:00
রকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
অনেক সময় ভাইরাসের কারনে মাউস অচল হয়ে যায় বা নানা কারনে মাউস নষ্ট হয়ে যায়।বিশেষ করে ইন্টারনেটে জরুরী কাজ করা সময় এরকম হলে খুবই বিরক্ত লাগে ।কেমন হতো যদি মাউস ছাড়াই ব্রাউজারে কাজ করা যেতো ? এই প্রশ্নের উত্তর দিতে পারে মজিলা ফায়ারফক্সের একটি এডঅন ।মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ইচ্ছে করলে মাউস ছাড়াই ইন্টারনেটে কাজ করতে পারেন।এজন্য    মাউসলেস নামের একটি এডঅন প্রোগ্রাম লাগবে।প্রোগ্রামটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/879  ঠিকানা থেকে নামিয়ে নিন।এখন ফায়ারফক্স পুনরায় চালু করুন।খেয়াল করে দেখুন ইন্টারনেটে প্রদর্শিত প্রতিটি লিংকের ডান পাশে সংখ্যা এসেছে।একই উইন্ডো দিয়ে ঐ লিংকে ঢুকতে Ctrl কী চেপে উক্ত সংখ্যা চাপুন,নতুন ট্যাবে ঢুকতে Alt কী চেপে উক্ত সংখ্যা চাপুন,
নতুন উইন্ডোজে লিংকটি খুলতে Ctrl+ Alt  কী একসাথে চেপে উক্ত সংখ্যা চাপুন।আপনি ইচ্ছে করলে মাউসলেস ব্রাউজিং অপশন (Ctrl+Shift+Alt+M একসাথে †P‡c) থেকে নিজের ইচ্ছামতো কী সেট করে নিতে পারেন।


ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
আল্লাহ হাফেজ