Posted by jinson on 10:00
পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।আমরা অনেকেই পিসিতে টাইপিংয়ের কাজ করে থাকি ।বিশেষ করে যাদের অফিসিয়াল জব তাদের তো হরহামেশাই টাইপ করতে হয় ।আজ আপনাদের একটি টাইপিং সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেবো ।ইতিপূর্বে সফটওয়্যারটি সমন্ধে আমি দৈনিক প্রথম আলোয় লিখেছি ।সেখানে ব্যাপক সাড়া পাওয়ায় আজ পিসি হেলপলাইনের পাঠকদের সাথে শেয়ার করছি । লেট মি টাইপ নামের একটি সফটওয়্যারের সাহায্যে ইচ্ছে করলে আপনি টাইপিংয়ের কাজটি আরো সহজ করে নিতে পারবেন।টাইপিংয়ের সময় আমাদের অনেক সময় অনেক শব্দ মনে থাকে না,আবার অনেক সময় আগে লেখা শব্দ কষ্ট করে লিখতে হয় ।এই সফটওয়্যারটি টাইপিংয়ের সময় লেখা সকল শব্দ ¯^qµxqfv‡e  মনে রাখবে।এর ফলে পরবর্তীতে পূর্বে লেখা কোন শব্দ সহজেই লেখা যাবে।মাত্র ৫৯১ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/07/letmetype-download-link-1-donload-link.html ঠিকানা থেকে নামিয়ে নিন।সফটওয়্যারটি ইনস্টল করুন।এরপর থেকে পূর্বে লেখা কোন শব্দ টাইপ করলে মাউস পয়েন্টারের সাথে  b¤^i অনুসারেতার তালিকা দেখা যাবে এবং উপযুক্ত শব্দ বেছে নিতে ঐ b¤^iwU চাপতে হবে। সবার নিচে ডানে টাস্কবারে কিবোর্ডের আইকন আসবে,এখান থেকে সফটওয়্যারটির বিভিন্ন সেটিংস পাল্টানো যাবে।
ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
আল্লাহ হাফেজ