Posted by jinson on 16:55
আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আজ কোন টিপস শেয়ার করবো না আমি ।আজ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো।এই ছবিগুলো আমি ইন্টারেটে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় সংগ্রহ করেছি।আল্লাহ তাদের মঙ্গল করুক যারা প্রথম এই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে  দিয়েছিলেন।আমি একজন মুসলমান হিসেবে নিজেকে  ভাগ্যবান মনে করছি এই ছবিগুলো দেখতে পেরেছি বলে ।আমার মতো পাপী মানুষকে আল্লাহ ইসলামের এই পবিত্র নির্দশনগুলোর ছবি দেখার সুযোগ দিয়েছেন এজন্য মহান আল্লাহর দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)  এই বাড়ীতেই জন্মগ্রহন করেছিলেন।


আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) এর জুতা মোবারক ।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) এর পাগড়ী মোবারক ।



আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) এর পায়ের ছাপ ।

এটি হযরত হালিমা (রা:) এর বাড়ী ।


এই সেই হেরা গুহা ।




এটি ঐতিহাসিক উহুদ যুদ্ধের ময়দান।এখানেই শাহাদাত বরন করেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) এর  ৭০ জন সাথী এবং হামজা (রা:) ।

হযরত (আ:) এর পবিত্র পায়ের ছাপ ।

এই পাহাড়ের চূড়াতেই হযরত আদম (আ:) এর পদচিহ্ন পাওয়া গিয়েছে ।এটি  পাহাড়টি শ্রীলংকায় অবস্থিত ।


জর্ডানে  অবস্থিত এই কবরটিই পৃথিবীর প্রথম কবর।কারন এটি হযরত আদম (আ:) এর পুত্র আবিলের কবর।


এখানেই খুন হয়েছিলেন হযরত আদম (আ:) এর পুত্র ।


মা হাওয়ার কবর এটি।মা হাওয়ার কবরটি জেদ্দায় অবস্থিত ।


এটি হযরত মুসা  (আ:) এর কবর ।

ইসরাইলে অবস্থিত হযরত দাউদ (আ:) এর কবর ।


এটি বিবি আমিনা  (রা:) এর কবর ।


হযরত আদম (আ:) এর পর প্রথম যিনি নবী হয়ে এসেছিলেন তার নাম হযরত ইউসি।এটি তার কবর।এটি জর্ডানে অবস্থিত ।


এই সেই ঐতিহাসিক স্থান  যেখানে তুফান ই নূহ  শুরু হয়েছিলো।ঐ তুফানে কাফিররা ধ্বংস হয়ে যায়।আল্লাহর অশেষ কুদরতে নূহ (আ:) সেই ঐতিহাসিক নৌকার মাধমে বেচে যান।


ঐতিহাসিকদের মতে, এটিই নূহ (আ:) এর সেই নৌকার অংশ ।


দেখুন ইসলামের কিছু আশ্চর্য মহিমা-



মার কাছে আরো কিছু ছবি রয়েছে।পরবর্তীতে সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ।

আজকে আর বেশী কিছু বলবো না।কমেন্ট করবেন কি করবেন না সেটি আপনার ইচ্ছে।শুধু এইটুকুই বলবো ,পিসি হেলপলাইনে এ পর্যন্ত যত পোস্ট দিয়েছি আমি তার মধ্যে এটিই সবচেয়ে প্রিয় হয়ে থাকবে আমার কাছে ।



আল্লাহ হাফেজ।
Categories: