Posted by jinson on 16:47
পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
অনেক তো কাজের টিপস দেখেছেন ।নিশ্চই একঘেয়েমি লাগে মাঝে মাঝে ।আসুন আজ তাহলে আজ একটু মজার টিপস শিখি ।এগুলো অনেকেই জানেন ,তবে যারা এখনো জানেন না তারা নিশ্চই মজা পাবে আমার বিশ্বাস J
উইন্ডোজের কিছু লুকানো মজা আছে যা হয়তো অনেকেই জানেন না।সেরকমই কিছু টিপস এখানে দেয়া হলো।

প্রথমে control panel-এ যান এবং এখান থেকে speech”  open করুন ।এখন ”preview voice” -এ যা লেখা আছে সেটি মুছুন এবং সেখানে লিখুন SOY এবং “preview voice”-প্রেস করুন !!!

ছি : ছি: কম্পিউটার তো আপনাকে শু…বলে গালি দিলো! :roll: মন খারাপ করবেন না প্লীজ ।এখন  pc helpline khoob vaalo,i like it  লিখুন “preview voice”-প্রেস করুন !এই কথাটি নিশ্চই ভালো লাগবে :D :lol:
আপনার উইন্ডোজে যে একটি মুভি লুকিয়ে আছে তা কি আপনি জানেন ? বিশ্বাস না হলে
Start /Run এ গিয়ে টাইপ করুন telnet towel.blinkenlights.nl
এখান থেকে Star Wars মুভি ASCII কোডে দেখা যাবে।তবে এটি দেখার জন্য উন্নত ইন্টারনেট সংযোগ লাগবে
এবার আসুন ms word নিয়ে মজা করি :P MS Word খুলে টাইপ করুন =rand (2, 9) এবং enter চাপুন !
দেখি কি মজা !
ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
আল্লাহ হাফেজ
Categories: