Posted by jinson on 19:53
অনেক সময় পেনড্রাইভে ভাইরাস থাকলেও আমরা তা শনাক্ত করতে পারি না।ইচ্ছে করলে আপনি সহজেই পেনড্রাইভের ভাইরাস শনাক্ত করতে পারেন।এজন্য আপনার ইউএসবি পোর্টে পেনড্রাইভটি সংযোগ করান। এখন Start/run- এ গিয়ে cmd লিখে কমান্ড অপশন খুলুন।এখন মাই কম্পিউটারে ঢুকে দেখে আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার কোনটি তা জেনে নিন।যেমন,ড্রাইভ লেটার যদি L হয় তাহলে কমান্ড অপশনে L: লিখে ইন্টার চাপুন।এরপর dir/w/o/a/p এই কমান্ডটি হুবহু লিখে ইন্টার চাপুন।এখন আপনি পেনড্রাইভে থাকা ফাইলের তালিকা দেখতে পারবেন।ফাইলের তালিকায় Bha.vbs , Iexplore.vbs, RVHost.exe, Ravmon.exe, New_Folder.exe, Autorun.inf ইত্যাদি নামের কোন ফাইল অথবা .exe এক্সটেনসনের কোন ফাইল আছে কি না দেখুন।যদি এরকম কোন ফাইল দেখতে পান তাহলে attrib -h -r -s -a *.* কমান্ডটি লিখে ইন্টার চাপুন।এখন del filename কমান্ড লিখে ইন্টার চাপুন।এখানে filename এর জায়গায় উক্ত ফাইলের নাম হুবহু লিখতে হবে।যেমন আপনি যদি Autorun.inf ফাইলটি মুছতে চান তাহলে del Autorun.inf কমান্ড লিখে ইন্টার চাপুন।এভাবে আপনি পেনড্রাইভের সন্দেহজনক ফাইলগুলো মুছে ফেলতে পারেন।এছাড়া সম্ভব হলে সবোর্চ্চ সুরক্ষার জন্য নিয়মিত হালনাগাদ এ্যান্টিভাইরাস দিয়ে পেনড্রাইভ সম্পূর্ন স্ক্যান করুন।
Categories: