Posted by jinson on 18:36
আমরা বর্তমানে অনেকেই উইন্ডোজ ৭ ব্যবহার করছি, কিন্তু একঘেয়ে ডেস্কটপ দেখতে কার ভাল লাগে বলুন? আসুন জেনে নেই কিভাবে উইন্ডোজ ৭ এর ব্যাকগ্রাউন্ড হিসেবে নির্দিষ্ট সময় পর পর নিজের পছন্দমত ছবি দেবেন:
- এরজন্য প্রথমেই আপনার পছন্দের ছবিগুলো একটি নির্দিষ্ট ফোল্ডার এ রাখুন। এবার ডেস্কটপ এ মাউসে রাইট বাটন ক্লিক করে Personalize এ ঢুকুন।
- এরপর Desktop Background (Slide Show) এ ক্লিক করুন।
- পিকচার লোকেশন এ Browse করে আপনার ছবির ফোল্ডারটি দেখিয়ে দিন।
- এবার select all অপশন এ ক্লিক করে, change picture every তে ৫ সরহ বা ৩ সরহ দিন। Save changes দিয়ে বের হয়ে আসুন। ব্যাস, এবার ডেস্কটপ এ কিছুক্ষন পর পর আপনার দেয়া ছবির স্লাইড শো চলবে।
Categories: