Posted by jinson on 07:58
যেকোনো কম্পিউটারে ইনস্টটল করা ছাড়াই ব্যবহার করতে পারেন গুগল ক্রোম ব্রাউজার। এ জন্য প্রয়োজন হবে ব্রাউজারটির পোর্টেবল সংস্করণ। এই সংস্করণ পেনড্রাইভে করে যেকোনো জায়গায় বহন করে যেকোনো কম্পিউটারে ব্যবহার করা সম্ভব। http://portableapps.com/apps/internet/google-chrome-portable ঠিকানা থেকে গুগল ক্রোমের পোর্টেবল সংস্করণটি ডাউনলোড করা যাবে।
Categories: , ,