Posted by jinson on 07:56
ওয়েবভিত্তিক ই-মেইল সেবা গুগলের নিজস্ব প্রোফাইল নতুন রূপে সাজানো হয়েছে।
গুগল তার সব ব্যবহারকারীর সামাজিক ও ব্যবসায়িক সমৃদ্ধির কথা মাথায় রেখে গুগল প্রোফাইলে নতুনত্ব এনেছে বলে জানা গেছে। নতুন প্রোফাইল ফিচারটির মাধ্যমে ব্যবহারকরীরা তাদের ছবিসহ যাবতীয় তথ্য শেয়ার করতে পারবেন। অনেকটা ফেসবুক প্রোফাইলের আদলে তৈরি করা হয়েছে এটি। গুগল ব্যবহারকারী যদি তার প্রোফাইল সবার জন্য উন্মুক্ত করেন তবে এটি গুগল সার্চ ইঞ্জিনে প্রাধান্য পাবে। এর ফলে যে কেউ নাম সার্চ করে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে নিতে পারবে, যা ব্যক্তিগত পরিচিতিতে সহায়ক হবে। গুগল প্রোফাইলের প্রথম পেজে যোগ করা যাবে শোকেস, ফেভারিট ছবিসহ প্রয়োজনীয় তিনটি বিষয়ে বিস্তারিত বিবরণ। এখানে রয়েছে মূল পেজ বা ভিউ পেজের লিংক। যদিও আগেই গুগল প্রোফাইল পেজ ছিল, তবে এটি আগের থেকে অনেক আকর্ষণীয় করা হয়েছে। ভিউ প্রোফাইল পেজের বাম পাশে ঠাঁই পাবে সৃদৃশ্য ছবি, ডানে আছে বিস্তারিত বিবরণ। আগামীতে পেজটির আরও উন্নয়ন করবে গুগল।
Categories: , ,