Posted by jinson on 10:00
ব্লুটুথ বা ইনফ্রারেডের মাধ্যমে নকিয়া ফোনে কোনো ফাইল প্রবেশ করানো হলে বেশিরভাগ ফাইলই মেসেজের ইনবক্সে গিয়ে জমা হয়। আর এসব ফাইল পরে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইলের মাল্টিমিডিয়া মেমোরি কার্ডে মুভ করানো যায় না। আবার অনেক সফটওয়্যার বা ফাইল আনইনস্টল বা রিমুভ করার সময় ঝামেলা করে বা রিমুভ হতে চায় না। এ সমস্যা সমাধানে কাজ করে ফাইলম্যান সফটওয়্যার। ফাইলের এ ধরনের অ্যাকসেস ফাইল ম্যান সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজে করা যায়। সিস ফাইল থেকে শুরু করে নকিয়া ফোনের প্রায় সব ধরনের ফাইল অ্যাকসেস এবং পছন্দমতো সাজিয়ে রাখার জন্য ফাইলম্যান একটি চমৎকার সফটওয়্যার। এটি মূলত সিমবিয়ান অপারেটিং সিস্টেমে চলে। ফলে সিমবিয়ান অপারেটিং সিস্টেম সমর্থনকারী সব সেটেই কার্যকরী সফটওয়্যারটি। নকিয়া সেটের মধ্যে নকিয়া-৬, ৭ এবং ৮ ছাড়াও এন সিরিজের বেশ কিছু মাল্টিমিডিয়া সেলফোনে সফটওয়্যারটি চলে। http://www.symbian-freeware.com/download-smart-fileman ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে এটি।
Categories: ,