Posted by jinson on 08:01
অনেকে সেলফোনে কথোপকথন রেকর্ড করতে চান। তবে সব সেটে রেকর্ডিং সুবিধা থাকে না। আবার থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে না। এজন্য মোবাইল কল রেকর্ডার দারুণ একটি সফটওয়্যার। সফটওয়্যারটির মাধ্যমে সেলফোনে কথা বলার সময় কলার এবং রিসিপিয়েন্ট এন্ডে উভয়ের কথা একই সঙ্গে রেকর্ড করা যায়। এছাড়া সফটওয়্যারটির মাধ্যমে যে কোনো একজনের কথাও রেকর্ড করা সম্ভব। এটি সেলফোনে ইনস্টল করা থাকলে কথা বলার অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ভয়েস রেকর্ড হতে থাকে। কেউ কল করলে স্বয়ংক্রিয়ভাবে কল রিসিভ এবং কলারকে কল রিসিভে অপারগতা বার্তা পেঁৗছে দেওয়া সম্ভব। কত সময় পর্যন্ত ভয়েস রেকর্ড হবে তা নির্ভর করে সেটের মেমোরির ওপরে। কথা শেষে ফোনের মেন্যু বাটন কিছু সময় চাপ দিয়ে ধরে রেখে রেকর্ডকৃত ভয়েস শোনা যায়। এটি নকিয়া ৬৬০০, ৬৬৩০, ৬৬৮০, ৭৬১০, এন৭০, এন৯০ সহ নকিয়ার মাল্টিমিডিয়া সেটে কাজ করে। http://bit.ly/hP1IHz ঠিকানা থেকে এটি ডাউনলোড করা যাবে।
Categories: ,