Posted by jinson on 14:00
ওয়েব পেইজের নির্দিষ্ট অংশ প্রিন্ট করা সম্ভব। এ জন্য www.printwhatyoulike.com ওয়েবসাইটে প্রবেশ করে Enter এ URL টেক্সট বক্সে আপনার প্রয়োজনীয় ওয়েবসাইটটির ঠিকানা লিখে Start বাটনে ক্লিক করুন। বাম পাশে একটি প্যানেলসহ আপনার দেওয়া ওয়েব পেইজটি দেখা যাবে। এবার আপনি ওয়েব পেইজের যে অংশটুক প্রিন্ট করতে চান তা মাউস দিয়ে নির্দিষ্ট করে ক্লিক করুন (উপরে মাউস রাখলে লাল বর্ডার আসবে) নির্বাচিত হবে। এবার প্রিন্ট কমান্ড দিলে আপনার নির্বাচিত অংশ প্রিন্ট হবে।
Categories: , ,