Posted by jinson on 11:00
আপনি আপনার জিমেইল একাউন্ট যখন ব্যবহার করেন, তখন পিছনের ব্যাকগ্রাউন্ডটি সাদা থাকে। আপনি ইচ্ছা করলে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে খুব সহজেই অনেক সুন্দর সুন্দর থিম ব্যবহার করতে পারেন। এজন্য জিমেইলে লগইন করে উপরের ডান কোনায় Mail settings এ ক্লিক করলে একটি পেজ আসবে। এতে থিম নামে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করুন। সেখানে অনেক ধরনের থিম পাবেন সেখান হতে আপনি আপনার পসন্দের থিম নির্বাচন করুন এবং সেভ করুন। দেখবেন পাল্টে গেছে আপনার জিমেইল ব্যাকগ্রাউন্ড।
Categories: