ধাপ ১. প্রথমে Create an account now এ ক্লিক করে ফরম পূরণ করে একাউন্ট তৈরী শেষ করতে হবে। একটি একাউন্ট থেকে ২টি ফ্রি ডোমেইন রেজিষ্ট্রেশন করা যাবে।
ধাপ ২. এরপরে ডোমেইন রেজিষ্ট্রেশনের জন্য লগইন থেকে Getting A New Domain এ ক্লিক করে সার্চ বক্সে ডোমেইনের নাম লিখে Check availability বাটনে ক্লিক করম্নন। ডোমেইনটি যদি খালি থাকে এবং মূল্য যদি 0 ডলার হয় তাহলে Continue to registration বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন সমাপ্ত করুন। অন্যথায় আবারো নতুন নামে ডোমেইন সার্চ করতে হবে। এবার ডোমেইনটি ৪৮ ঘন্টার মধ্যে সেটআপ সমাপ্ত (নেম সার্ভার / ডিএনএস রেকর্ড / ইউআরএল ফাওয়ার্ড) করুন।
ধাপ ৩. এবার Referrals এ ক্লিক করে নিচের Join our Referral Bonus Program! এ নাম, ইমেইল, পাওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরী করতে হবে। এবার রেফারেলে লগইন করে Your personalized referral link এর নিচে (www.co.cc/?id=144410 এ রকমের) একটি রেফারেল লিংক পাওয়া যাবে। এছাড়াও উক্ত রেফারেল লিংক দ্বারা নিচে কয়েকটি বিজ্ঞাপনের কোডও পাওয়া যাবে। এবার উক্ত লিংক বা কোড ওয়েবসাইটে বা মেইলের মাধ্যমে প্রচার করলে উক্ত রেফারেল লিংকে ক্লিক করে কেউ ফ্রি ডোমেইন রেজিষ্ট্রেশন করলে আপনার একাউন্টে .১ ইউএসডি ডলার (১০ সেন্ট) জমা হবে আর ডোমেইন ক্রয় করলে পরিশোধকৃত মূল্যের ৪০% জমা হবে। এই ডলার (১ ডলার হলেই) পে-পালের মাধ্যমে উত্তোলন করা যাবে। তবে কেউ নিজের রেফারেলে ক্লিক করে নিজেই ডোমেইন রেজিষ্ট্রেশন করে চিটিং হিসাবে ধরা পড়লে একাউন্টের অর্থ বাজেয়াপ্ত হবে।
Categories: Website