Posted by jinson on 09:23
অনেক সময় হার্ডডিস্ক ড্রাইভের কিছু তথ্য নষ্ট বা করাপ্টেড হলে সাধারণভাবে ফাইল/ফোল্ডার কপি হয় না। ফলে ফাইল/ফোল্ডার কপি করতে গেলে করাপ্টেড ফাইল পেলেই কপি বন্ধ হয়ে যায়। এমন সমস্যার সমাধান হলো ‘আনস্টপেবল কপিয়ার’। সফটওয়্যারটি চালু করে Source ও Target ফোল্ডার নির্বাচন করে Copy-তে ক্লিক করলে ফাইল কপি শুরু হবে, আর করাপ্টেড ফাইলগুলো কপি হবে না। ফাইল সরিয়ে রাখতে (মুভ) চাইলে Settings থেকে Move Files নির্বাচন করতে হবে। মাত্র ৫০০ কিলোবাইটের মতো ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি www.roadkil.net থেকে ডাউনলোড করা যাবে।
Categories: