Categories: Website
Posted by jinson on 09:29
রেডিও-র জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইন্টারনেট রেডিও বা অনলাইন রেডিও। ইন্টারনেট থাকলে অনলাইন থেকে প্লেয়ারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রেডিও শোনা যায়। কিন্তু বেশীরভাগ অনলাইন রেডিও মোবাইল ইন্টারনেট থেকে শোনার ব্যবস্থা নেই। এসব বাধা পেরিয়ে রেডিও ঢাকা মোবাইলের জন্য প্লেয়ার (ডেমো সংস্করণ) অবমুক্ত করেছে। ফলে প্লেয়ারটি মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে খুব সহজে শোনা যাবে। ঠিকানা: www.radiodhaka.net।