Posted by jinson on 08:00
পেনড্রাইভকে সাধারণত ফ্যাট ৩২ ফাইল ব্যবস্থায় ফরম্যাট করা হয়। তবে ফ্যাট ৩২ ফরম্যাট করতে সমস্যা হলে আপনি পেনড্রাইভকে এনটিএফএস ফরম্যাট করতে পারেন। এজন্য মাই কম্পিউটার থেকে পেনড্রাইভের ওপর ডান ক্লিক করে Properties->Hardware-এ গিয়ে পেনড্রাইভ নির্বাচন করতে হবে। এর পর Properties->Policies থেকে Optimize for Performance নির্বাচন করে ঙশ করতে হবে।
Categories: