Posted by jinson on 08:00
পিডিএফ [পোর্টেবল ডকুমেন্ট ফরমেট] ফাইল পড়তে অ্যাডোবি পিডিএফ সফটওয়্যারটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সফটওয়্যারটি ইনস্টলের পর এটি হার্ডডিস্কের প্রায় ১০০ মেগাবাইট জায়গা দখল করে। আর পিডিএফ ফাইল খুলতে অনেক সময় লাগে। এতে এমন সব ফাংশন যুক্ত রয়েছে যার বেশিরভাগই অপ্রয়োজনীয়। শুধু পিডিএফ ফাইল পড়ার জন্য কম্পিউটারে অ্যাডোবি পিডিএফ ইনস্টল না করে বিকল্প সফটওয়্যার ফক্সিট রিডারটি ব্যবহার করা যায়। এটি অনেক হালকা একটি সফটওয়্যার এবং খুব দ্রুত ফাইল খুলতে পারে। ফক্সিট পিডিএফ রিডার সফটওয়্যারটির ফাইল ডাউনলোড সাইজ মাত্র ৪ মেগাবাইট। এটি ইন্সটল করার পর হার্ডডিস্কে মাত্র ৭ মেগাবাইট জায়গা দখল করে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এটি একেবারেই বিনামূল্যে ব্যবহার করতে পারেন। এর প্রিভিউ ইন্টারফেসটাও অনেক সুন্দর যা যে কোনো ব্যবহারকারীরই পছন্দ হবে। এটির মাধ্যমে ট্যাবভিত্তিক পিডিএফ ফাইল পড়া, স্বয়ংক্রিয়ভাবে স্ক্রলিং করা এবং টেক্সট-অনলি হিসেবে পিডিএফ পড়াসহ বিভিন্ন সুবিধা পাওয়া যায়। http://bit.ly/foxitpdfsoft ঠিকানার সাইট থেকে সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে।
Categories: