Posted by jinson on 09:06
সম্প্রতি ফেসবুক ব্যবহারকারীরা লুকানো এক ভাইরাসের সমস্যায় পড়ছেন। এই ভাইরাসটি ফেসবুক ওয়ালে একটি নারীর ছদ্মবেশে আসে। ফেসবুকে তার ছবি প্রকাশিত হওয়ার কারণে আত্মহত্যা করেছে সে এমন টেক্সটসহ একজন নারীর ছবিতে ক্লিক করলেই ভাইরাসটি চুপিসারে কম্পিউটারে চলে আসে। এই ভাইরাসটিতে টেক্সট হিসেবে লেখা থাকে ‘শকিং! দিস গার্ল কিলড হারসেলফ আফটার হার ড্যাড পোস্টেড দিস ফটো’। এই লিঙ্কটিতে আগ্রহভরে ক্লিক করলেই ভাইরাস আক্রমণ করে। জানা গেছে, লিঙ্কে ক্লিক করা ছাড়াও ‘আই লাইক’ বাটনটিতে ক্লিক করলেও এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। আর ভাইরাসটি ছড়িয়ে পড়লে ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা সব বন্ধুরে কাছে ফরোয়ার্ড হয়ে যায়। এই ভাইরাসটি পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য হাতিয়ে নেয়ার মতো শক্তিশালী নয়।