.doc ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করার জন্য প্রথমে Acrobat Writer সেটআপ দিতে হবে।
তারপর যে .doc ফাইলটি পিডিএফ ফাইলে রূপান্তর করতে চান, সেটি অফিস ২০০৭ দিয়ে খুলে File-এ ক্লিক করে print-এ ক্লিক করুন।
এখন ওপরে Name-এ Acrobat Distiller নির্বাচন করে ok-তে ক্লিক করুন। এখন পিডিএফ ফাইলটি কোথায় সেভ করতে চান, সেটি নির্বাচন করে দিন। দেখবেন পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে।