Posted by jinson on 21:51
অফিস ২০০৭ দিয়ে খুব সহজে .doc ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করা যায়।
.doc ফাইলকে পিডিএফ ফাইলে রূপান্তর করার জন্য প্রথমে Acrobat Writer সেটআপ দিতে হবে।
তারপর যে .doc ফাইলটি পিডিএফ ফাইলে রূপান্তর করতে চান, সেটি অফিস ২০০৭ দিয়ে খুলে File-এ ক্লিক করে print-এ ক্লিক করুন।
এখন ওপরে Name-এ Acrobat Distiller নির্বাচন করে ok-তে ক্লিক করুন। এখন পিডিএফ ফাইলটি কোথায় সেভ করতে চান, সেটি নির্বাচন করে দিন। দেখবেন পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে।