Posted by jinson on 08:00
নিজের ছবির মধ্যেই যদি অসংখ্য বন্ধুর ছবি থাকে তাহলে কেমন হয়? অর্থাৎ মোজাইক নকশার ছবির ভেতরে থাকবে অনলাইন বন্ধুদের ছবি। এমনই ছবি বানানো যাবে ফ্রিন্টআর ওয়েবসাইট থেকে।
www.frintr.com-এ গিয়ে ফেসবুক, মাইস্পেস বা টুইটার দিয়ে লগ-ইন করে create বাটনে ক্লিক করে সহজেই তৈরি করা যাবে বন্ধুদের ছবি দিয়ে নিজের ছবির মোজাইক।
যে সামাজিক সাইট দিয়ে লগ-ইন করবেন, সেই সামাজিক সাইটের বন্ধুদের ছবি দিয়ে ওই সামাজিক সাইটের প্রফাইলে থাকা ছবিটির মোজাইক হবে। আর যদি ফেসবুক, মাইস্পেস ও টুইটার—এ তিনটি দিয়েই লগ-ইন করেন, তাহলে তিনটি সাইটের সব বন্ধুর ছবি দিয়ে ছবির মোজাইক তৈরি হবে।
তবে Use different big picture-এ যদি কোনো ছবি রাখেন ওই ছবিটি বন্ধুদের ছবি দিয়ে মোজাইক ছবি তৈরি হবে।
তথ্যসূত্র:প্রথম আলো
Categories: