Posted by jinson on 08:00
ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার জন্য বেশির ভাগ মানুষই ব্যবহার করে থাকেন ডাউনলোড ম্যানেজার। তবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা আইডিএম বিনা মূল্যে ব্যবহার করা যায় না। বিকল্প ডাউনলোড ম্যানেজার হিসেবে ফ্লাশগেট ডাউনলোড ম্যানেজার ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে কোনো ফাইল ডাউনলোড করার পর এটি ফাইল ডাউনলোড হয়ে স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে ইনস্টল থাকা অ্যান্টিভাইরাসের মাধ্যমে ফাইল স্ক্যান করে নেবে। www.flashget.com/en/download.htm ঠিকানার ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করা যাবে।