Posted by jinson on 07:09
তথ্যপ্রযুক্তির এই যুগে ধীরে ধীরে ইন্টারনেট থেকে বিনামূল্যে পাওয়া বিভিন্ন প্রোগ্রামিং কোড এবং নানারকমের রিসোর্স জনপ্রিয় হয়ে উঠেছে। এই জনপ্রিয়তাকে মাথায় রেখে বিনামূল্যে বিভিন্ন রিসোর্স সরবরাহ করার জন্য তৈরি হচ্ছে দারুণসব ওয়েবসাইট। এমনই একটি ওয়েবসাইট হচ্ছে_ হট স্ক্রিপ্টস ডটকম। এটি একটি ইন্টারনেট ডিরেক্টরি, যাতে ওয়েব প্রোগ্রামিং-সংশ্লিষ্ট নানান তথ্য ও উপাত্ত পাওয়া যায়। এটি মূলত সেসব ওয়েব মাস্টার এবং প্রোগ্রামারদের কাজে লাগে যারা নিজেদের ওয়েবসাইটগুলোকে সৃজনশীল এবং ডায়নামিক করতে আগ্রহী। ওয়েবসাইটকে ডায়নামিক করার জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট, বই এবং অন্যান্য রিসোর্স এখানে পাওয়া যায়। যদিও ইন্টারনেট-জুড়ে এরকম বহুবিধ উপকরণ পাওয়া যায়, তারপরও এ সাইটের ব্যাপক জনপ্রিয়তার কারণ- আপনার প্রয়োজনীয় উপকরণটি খুব সহজেই সরাসরি এ সাইট থেকে পাওয়া যায়। হটস্ক্রিপ্টস ডটকম ২০০২ সালে আইনেট ইন্টারঅ্যাকটিভ একটি ওয়েব পোর্টাল হিসেবে উন্মুক্ত করে। ওয়েবসাইট তৈরির সফটওয়্যার, একটি হোস্টিংয়ের নানান তথ্য এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার ইনফরমেশন হটস্ক্রিপ্টস ডটকম-এ পাওয়া যায়। সাইটটি প্রথম তৈরি করেন ওন ইউন ১৯৯৮ সালের ১৩ সেপ্টেম্বর। কিন্তু ওই সময় এটি তেমন কার্যকরী ভূমিকা রাখতে না পারায় পরবর্তীতে তিনি তা আইনেটের কাছে বিক্রি করে দেন। হটস্ক্রিপ্টস ডটকম-এ এজাক্স, সি++, ফ্ল্যাশ, পিএইচপি, এক্সএমএল, জাভা, পাইথন, এএসপিডটনেট, সিজিআই ইত্যাদি ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তথ্যাদি ব্যবহারকারীরা সাইটটির হোম পেজেই পাবেন। এ সাইটের মেম্বার যে কেউ হতে পারেন এবং অংশগ্রহণ করতে পারেন প্রোগ্রামারদের নানামুখী আলোচনায়। অসাধারণ গ্রাফিক্স এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সাইটটি ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে। ফলে সাধারণ এবং নতুন প্রোগ্রামাররাও আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করতে পারবেন এ সাইট থেকে প্রাপ্ত নানা উপকরণ দিয়ে। হটস্ক্রিপ্টস ডটকম এর মূল মেনুগুলো হলো_ হোম, সফটওয়্যার বান্ডেল, সাইনআপ ইত্যাদি। মূলত বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তথ্য প্রদানের লিংকগুলোর সাইটে হোমপেজ জুড়ে রয়েছে। ফলে খুব সহজে যে কেউ প্রয়োজনীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিংক ধরে কার্যকরী সমাধানটি পেতে পারেন। এখানে এ ওয়েব পোর্টালের উপকরণ ব্যবহার করে তৈরি হওয়া কিছু সাইটের তালিকাও রয়েছে।

সাইটটির ইউআরএল হলো-www.hotscripts.com
Categories: