নিয়মিত কম্পিউটার ব্যবহার করলে এবং কয়েক বছর হয়ে গেলে কম্পিউটারে নানা সমস্যা দেখা দেয়। কিছু সহজ জিনিসের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন।
পিসির জন্য অ্যান্টিভাইরাস খুবই জরুরি। তবে অ্যান্টিভাইরাসের জন্য ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ছাড়া অ্যান্টিভাইরাস থেকে কোনো লাভ নেই। কারণ, এটির ডেটা বেস প্রতিদিন আপডেট করতে হয় অর্থাৎ আপ টু ডেট করতে হয়। অ্যান্টিভাইরাস ছাড়া কম্পিউটারে ভাইরাসের আক্রমণ বাড়তে থাকে।
অনেকে আছেন, যাঁরা কম্পিউটারের পার্টস বেশি খোলাখুলি করেন। এটি করবেন না, কারণ এটি কম্পিউটারের জন্য খুব ক্ষতিকর। তা ছাড়া এতে বিভিন্ন জিনিসও নষ্ট হয়ে যেতে পারে।