Posted by jinson on 08:00
চ্যাটিংয়ের লেখাকে বোল্ড করা যায়। লেখাকে নড়ষফ করার জন্য ** symbol দুটি ব্যাবহার করতে হবে। মাঝে শুধু লেখাটা বসিয়ে দিলেই bold হয়ে যাবে। অর্থাত্ আপনি যদি কাউকে লেখেন যর তাহলে যর লেখাটি বোল্ড করার জন্য লিখতে হবে *hi* দেখবেন লেখাটি bold হয়ে গেছে।
একইভাবে লেখাতে underline দেয়া যায়। তবে এই সময় _ _ দুটি symbol ব্যবহার করতে হয়। অর্থাত্ তখন লিখতে হবে থযরথ. তাহলে লেখাতে ঁnderline চলে আসবে।
আর বোল্ড এবং আন্ডারলাইন একসঙ্গে দিতে চাইলে লেখার system হবে এইরকম— *_hi_*.
Categories: