Posted by jinson on 08:00
ভিডিও করে রাখতে পারেন ভিডিও গেইমে ব্যবহৃত দৃশ্যগুলো। ভিডিও গেইম রেকর্ড করার জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে টাকসি। এ সফটওয়্যার দিয়ে ভিডিও গেইম ভিডিও ধারণ করার পাশাপাশি অডিও হিসেবে মাইক্রোফোনের কথাও ভিডিওর সঙ্গে রেকর্ড করা যাবে। মাত্র ২১০ কিলোবাইটের ফ্রিওয়্যার, ওপেন সোর্স এই সফটওয়্যারটি http://sourceforge.net/projects/taksi/ ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
ব্রাউজের আগে ওয়েবসাইট স্ক্যান
বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার আগেই জেনে নিতে পারেন সেই সাইটটিতে কোনো ভাইরাস অথবা মেলওয়্যার রয়েছে কি না। এ জন্য প্রথমে www.urlvoid.com সাইটে প্রবেশ করে Scan Website বক্সে ক্লিক করে পেইজের ওপরের ইনসার্ট ডোমেইন বক্সে ওয়েবসাইটের ঠিকানা লিখুন। এবার Scan Now বাটনে ক্লিক করুন। তাহলে ওয়েবসাইটের আইপি, সার্ভারের নাম ইত্যাদি আসবে এবং স্ক্যানের ফলাফল দেখা যাবে।
Categories: