তথ্যপ্রযুক্তির এই যুগে ধীরে ধীরে ইন্টারনেট থেকে বিনামূল্যে পাওয়া বিভিন্ন প্রোগ্রামিং কোড এবং নানারকমের রিসোর্স জনপ্রিয় হয়ে উঠেছে। এই জনপ্রিয়তাকে মাথায় রেখে বিনামূল্যে বিভিন্ন রিসোর্স সরবরাহ করার জন্য তৈরি হচ্ছে দারুণসব ওয়েবসাইট। এমনই একটি ওয়েবসাইট হচ্ছে_ হট স্ক্রিপ্টস ডটকম। এটি একটি ইন্টারনেট ডিরেক্টরি, যাতে ওয়েব প্রোগ্রামিং-সংশ্লিষ্ট নানান তথ্য ও উপাত্ত পাওয়া যায়। এটি মূলত সেসব ওয়েব মাস্টার এবং প্রোগ্রামারদের কাজে লাগে যারা নিজেদের ওয়েবসাইটগুলোকে সৃজনশীল এবং ডায়নামিক করতে আগ্রহী। ওয়েবসাইটকে ডায়নামিক করার জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট, বই এবং অন্যান্য রিসোর্স এখানে পাওয়া যায়। যদিও ইন্টারনেট-জুড়ে এরকম বহুবিধ উপকরণ পাওয়া যায়, তারপরও এ সাইটের ব্যাপক জনপ্রিয়তার কারণ- আপনার প্রয়োজনীয় উপকরণটি খুব সহজেই সরাসরি এ সাইট থেকে পাওয়া যায়। হটস্ক্রিপ্টস ডটকম ২০০২ সালে আইনেট ইন্টারঅ্যাকটিভ একটি ওয়েব পোর্টাল হিসেবে উন্মুক্ত করে। ওয়েবসাইট তৈরির সফটওয়্যার, একটি হোস্টিংয়ের নানান তথ্য এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার ইনফরমেশন হটস্ক্রিপ্টস ডটকম-এ পাওয়া যায়। সাইটটি প্রথম তৈরি করেন ওন ইউন ১৯৯৮ সালের ১৩ সেপ্টেম্বর। কিন্তু ওই সময় এটি তেমন কার্যকরী ভূমিকা রাখতে না পারায় পরবর্তীতে তিনি তা আইনেটের কাছে বিক্রি করে দেন। হটস্ক্রিপ্টস ডটকম-এ এজাক্স, সি++, ফ্ল্যাশ, পিএইচপি, এক্সএমএল, জাভা, পাইথন, এএসপিডটনেট, সিজিআই ইত্যাদি ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তথ্যাদি ব্যবহারকারীরা সাইটটির হোম পেজেই পাবেন। এ সাইটের মেম্বার যে কেউ হতে পারেন এবং অংশগ্রহণ করতে পারেন প্রোগ্রামারদের নানামুখী আলোচনায়। অসাধারণ গ্রাফিক্স এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সাইটটি ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে। ফলে সাধারণ এবং নতুন প্রোগ্রামাররাও আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করতে পারবেন এ সাইট থেকে প্রাপ্ত নানা উপকরণ দিয়ে। হটস্ক্রিপ্টস ডটকম এর মূল মেনুগুলো হলো_ হোম, সফটওয়্যার বান্ডেল, সাইনআপ ইত্যাদি। মূলত বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তথ্য প্রদানের লিংকগুলোর সাইটে হোমপেজ জুড়ে রয়েছে। ফলে খুব সহজে যে কেউ প্রয়োজনীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিংক ধরে কার্যকরী সমাধানটি পেতে পারেন। এখানে এ ওয়েব পোর্টালের উপকরণ ব্যবহার করে তৈরি হওয়া কিছু সাইটের তালিকাও রয়েছে।

সাইটটির ইউআরএল হলো-www.hotscripts.com
07:09 Unknown
তথ্যপ্রযুক্তির এই যুগে ধীরে ধীরে ইন্টারনেট থেকে বিনামূল্যে পাওয়া বিভিন্ন প্রোগ্রামিং কোড এবং নানারকমের রিসোর্স জনপ্রিয় হয়ে উঠেছে। এই জনপ্রিয়তাকে মাথায় রেখে বিনামূল্যে বিভিন্ন রিসোর্স সরবরাহ করার জন্য তৈরি হচ্ছে দারুণসব ওয়েবসাইট। এমনই একটি ওয়েবসাইট হচ্ছে_ হট স্ক্রিপ্টস ডটকম। এটি একটি ইন্টারনেট ডিরেক্টরি, যাতে ওয়েব প্রোগ্রামিং-সংশ্লিষ্ট নানান তথ্য ও উপাত্ত পাওয়া যায়। এটি মূলত সেসব ওয়েব মাস্টার এবং প্রোগ্রামারদের কাজে লাগে যারা নিজেদের ওয়েবসাইটগুলোকে সৃজনশীল এবং ডায়নামিক করতে আগ্রহী। ওয়েবসাইটকে ডায়নামিক করার জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট, বই এবং অন্যান্য রিসোর্স এখানে পাওয়া যায়। যদিও ইন্টারনেট-জুড়ে এরকম বহুবিধ উপকরণ পাওয়া যায়, তারপরও এ সাইটের ব্যাপক জনপ্রিয়তার কারণ- আপনার প্রয়োজনীয় উপকরণটি খুব সহজেই সরাসরি এ সাইট থেকে পাওয়া যায়। হটস্ক্রিপ্টস ডটকম ২০০২ সালে আইনেট ইন্টারঅ্যাকটিভ একটি ওয়েব পোর্টাল হিসেবে উন্মুক্ত করে। ওয়েবসাইট তৈরির সফটওয়্যার, একটি হোস্টিংয়ের নানান তথ্য এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার ইনফরমেশন হটস্ক্রিপ্টস ডটকম-এ পাওয়া যায়। সাইটটি প্রথম তৈরি করেন ওন ইউন ১৯৯৮ সালের ১৩ সেপ্টেম্বর। কিন্তু ওই সময় এটি তেমন কার্যকরী ভূমিকা রাখতে না পারায় পরবর্তীতে তিনি তা আইনেটের কাছে বিক্রি করে দেন। হটস্ক্রিপ্টস ডটকম-এ এজাক্স, সি++, ফ্ল্যাশ, পিএইচপি, এক্সএমএল, জাভা, পাইথন, এএসপিডটনেট, সিজিআই ইত্যাদি ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তথ্যাদি ব্যবহারকারীরা সাইটটির হোম পেজেই পাবেন। এ সাইটের মেম্বার যে কেউ হতে পারেন এবং অংশগ্রহণ করতে পারেন প্রোগ্রামারদের নানামুখী আলোচনায়। অসাধারণ গ্রাফিক্স এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সাইটটি ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে। ফলে সাধারণ এবং নতুন প্রোগ্রামাররাও আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করতে পারবেন এ সাইট থেকে প্রাপ্ত নানা উপকরণ দিয়ে। হটস্ক্রিপ্টস ডটকম এর মূল মেনুগুলো হলো_ হোম, সফটওয়্যার বান্ডেল, সাইনআপ ইত্যাদি। মূলত বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তথ্য প্রদানের লিংকগুলোর সাইটে হোমপেজ জুড়ে রয়েছে। ফলে খুব সহজে যে কেউ প্রয়োজনীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিংক ধরে কার্যকরী সমাধানটি পেতে পারেন। এখানে এ ওয়েব পোর্টালের উপকরণ ব্যবহার করে তৈরি হওয়া কিছু সাইটের তালিকাও রয়েছে।

সাইটটির ইউআরএল হলো-www.hotscripts.com
গুগলের ওয়েবমেইল সেবা জিমেইলে অনেকেরই একাধিক অ্যাকাউন্ট রয়েছে। জিমেইলে কোনো ঠিকানা আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হলে সেটি মুছে ফেলতে পারেন। এ জন্য প্রথমে www.gmail.com-এ ঢুকে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। এরপর ওপরে ডান দিকে Settings-এ ক্লিক করুন। এবার Accounts and Import-এ ক্লিক করার পর google Account settings-এ ক্লিক করুন। এরপর গু products-Gi Edit লিংকে ক্লিক করুন। সবশেষে Remove gmail permanently-তে ক্লিক করে আপনার মসধরষ অ্যাকাউন্টটি মুছে ফেলুন।
08:58 Unknown
গুগলের ওয়েবমেইল সেবা জিমেইলে অনেকেরই একাধিক অ্যাকাউন্ট রয়েছে। জিমেইলে কোনো ঠিকানা আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হলে সেটি মুছে ফেলতে পারেন। এ জন্য প্রথমে www.gmail.com-এ ঢুকে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। এরপর ওপরে ডান দিকে Settings-এ ক্লিক করুন। এবার Accounts and Import-এ ক্লিক করার পর google Account settings-এ ক্লিক করুন। এরপর গু products-Gi Edit লিংকে ক্লিক করুন। সবশেষে Remove gmail permanently-তে ক্লিক করে আপনার মসধরষ অ্যাকাউন্টটি মুছে ফেলুন।
নিজের ছবির স্ক্রিন সেভার তৈরি করতে প্রথমে ডেস্কটপের যেকোনো ফাঁকা জায়গায় মাউসের ডানে ক্লিক করে Properties>Screen Sever Tab---এ ক্লিক করুন। এবার স্ক্রিন সেভার লিস্ট থেকে ¸ Picture Slidesho-িতে ক্লিক করুন। Settings-এ ক্লিক করুন, তারপর Browse ক্লিক করে আপনার পছন্দনীয় ছবির ফোল্ডারটি সিলেক্ট করুন। এবার OK-তে দুইবার ক্লিক করুন। তৈরি হয়ে গেল আপনার ছবির স্ক্রিন সেভার।
11:53 Unknown
নিজের ছবির স্ক্রিন সেভার তৈরি করতে প্রথমে ডেস্কটপের যেকোনো ফাঁকা জায়গায় মাউসের ডানে ক্লিক করে Properties>Screen Sever Tab---এ ক্লিক করুন। এবার স্ক্রিন সেভার লিস্ট থেকে ¸ Picture Slidesho-িতে ক্লিক করুন। Settings-এ ক্লিক করুন, তারপর Browse ক্লিক করে আপনার পছন্দনীয় ছবির ফোল্ডারটি সিলেক্ট করুন। এবার OK-তে দুইবার ক্লিক করুন। তৈরি হয়ে গেল আপনার ছবির স্ক্রিন সেভার।
লুকানো ফাইল দ্রুত খুঁজে বের করতে প্রথমে http://www.brachrd.org/rarfile/hidden-remove.rar থেকে হিডেন রিমোভ সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এবার সফটওয়্যারের ফাইলটি আনজিপ করুন এবং যে ড্রাইভে ফাইল লুকানো রয়েছে, সে ড্রাইভটিতে সফটওয়্যারটি রান করুন। এবার ড্রাইভের সব লুকানো ফাইল দেখা যাবে।
08:00 Unknown
লুকানো ফাইল দ্রুত খুঁজে বের করতে প্রথমে http://www.brachrd.org/rarfile/hidden-remove.rar থেকে হিডেন রিমোভ সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এবার সফটওয়্যারের ফাইলটি আনজিপ করুন এবং যে ড্রাইভে ফাইল লুকানো রয়েছে, সে ড্রাইভটিতে সফটওয়্যারটি রান করুন। এবার ড্রাইভের সব লুকানো ফাইল দেখা যাবে।
ব্যবহারকারীদের নিরাপত্তা আরো বাড়ানোর জন্য 'ওয়ান টাইম পাসওয়ার্ড' সুবিধা চালু করেছে ফেইসবুক। ফেইসবুক জানিয়েছে, ফেইসবুক ব্যবহারকারীদের অনেকেই অন্যের কম্পিউটার ব্যবহার করে ফেইসবুকে লগ-ইন করেন। অনেক কম্পিউটারেই বিভিন্ন ধরনের 'কি লগার' সফটওয়্যার ইনস্টল করা থাকে, যেগুলো ব্যবহারকারীর পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করে রাখে। অনেক সময় ব্রাউজারও পাসওয়ার্ড সংরক্ষণ করে। ফলে পরবর্তী সময়ে অন্য ব্যবহারকারী এসব পাসওয়ার্ড দেখার সুযোগ পায়। এ ঝুঁকি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে 'ওয়ান টাইম পাসওয়ার্ড' ফিচার চালু করা হয়েছে।
ওয়ান টাইম পাসওয়ার্ড কেবল ২০ মিনিটের জন্য কার্যকর থাকবে। ফলে অন্য কেউ পরবর্তী সময়ে এই পাসওয়ার্ড পেয়ে গেলেও ফেইসবুকে লগ-ইন করতে পারবে না। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা নিজের ফেইসবুক প্রোফাইলে যুক্ত ফোন নম্বর থেকে ফেইসবুকের অফিশিয়াল নম্বর ৩২৬৬৫ (FBook) G OTP লিখে এসএমএস পাঠালেই ফিরতি এসএমএসে একটি টেমপোরারি পাসওয়ার্ড পাবেন। এ পাসওয়ার্ডটি দিয়ে যেকোনো কম্পিউটার থেকেই নিশ্চিন্তে লগ-ইন করতে পারবেন। ব্যবহারকারীদের এ টেমপোরারি পাসওয়ার্ড ২০ মিনিটের জন্য কার্যকর থাকবে।
বাংলাদেশ থেকে বর্তমানে কেবল বাংলালিংক ব্যবহারকারীরাই সুবিধাটি পাচ্ছেন।
আল-আমিন কবির, সূত্র : ইন্টারনেট
08:56 Unknown
ব্যবহারকারীদের নিরাপত্তা আরো বাড়ানোর জন্য 'ওয়ান টাইম পাসওয়ার্ড' সুবিধা চালু করেছে ফেইসবুক। ফেইসবুক জানিয়েছে, ফেইসবুক ব্যবহারকারীদের অনেকেই অন্যের কম্পিউটার ব্যবহার করে ফেইসবুকে লগ-ইন করেন। অনেক কম্পিউটারেই বিভিন্ন ধরনের 'কি লগার' সফটওয়্যার ইনস্টল করা থাকে, যেগুলো ব্যবহারকারীর পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করে রাখে। অনেক সময় ব্রাউজারও পাসওয়ার্ড সংরক্ষণ করে। ফলে পরবর্তী সময়ে অন্য ব্যবহারকারী এসব পাসওয়ার্ড দেখার সুযোগ পায়। এ ঝুঁকি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে 'ওয়ান টাইম পাসওয়ার্ড' ফিচার চালু করা হয়েছে।
ওয়ান টাইম পাসওয়ার্ড কেবল ২০ মিনিটের জন্য কার্যকর থাকবে। ফলে অন্য কেউ পরবর্তী সময়ে এই পাসওয়ার্ড পেয়ে গেলেও ফেইসবুকে লগ-ইন করতে পারবে না। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা নিজের ফেইসবুক প্রোফাইলে যুক্ত ফোন নম্বর থেকে ফেইসবুকের অফিশিয়াল নম্বর ৩২৬৬৫ (FBook) G OTP লিখে এসএমএস পাঠালেই ফিরতি এসএমএসে একটি টেমপোরারি পাসওয়ার্ড পাবেন। এ পাসওয়ার্ডটি দিয়ে যেকোনো কম্পিউটার থেকেই নিশ্চিন্তে লগ-ইন করতে পারবেন। ব্যবহারকারীদের এ টেমপোরারি পাসওয়ার্ড ২০ মিনিটের জন্য কার্যকর থাকবে।
বাংলাদেশ থেকে বর্তমানে কেবল বাংলালিংক ব্যবহারকারীরাই সুবিধাটি পাচ্ছেন।
আল-আমিন কবির, সূত্র : ইন্টারনেট
ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনে ভিডিও কলিং সুবিধা চালু করতে যাচ্ছে স্কাইপ। তবে প্রাথমিকভাবে স্কাইপের নতুন এ সেবা শুধু আইফোন ব্যবহারকারীরাই পাবেন। ধারণা করা হচ্ছে, আগামী মাসে আনুষ্ঠানিকভাবে নতুন এ সেবা চালুর ঘোষণা দেবে স্কাইপ। এত দিন স্কাইপের মাধ্যমে কম্পিউটার থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইল ফোনে বিশ্বের বিভিন্ন দেশে কথা বলতে পারতেন ব্যবহারকারীরা।
11:55 Unknown
ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনে ভিডিও কলিং সুবিধা চালু করতে যাচ্ছে স্কাইপ। তবে প্রাথমিকভাবে স্কাইপের নতুন এ সেবা শুধু আইফোন ব্যবহারকারীরাই পাবেন। ধারণা করা হচ্ছে, আগামী মাসে আনুষ্ঠানিকভাবে নতুন এ সেবা চালুর ঘোষণা দেবে স্কাইপ। এত দিন স্কাইপের মাধ্যমে কম্পিউটার থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে মোবাইল ফোনে বিশ্বের বিভিন্ন দেশে কথা বলতে পারতেন ব্যবহারকারীরা।
ফেইসবুকে ফাইল শেয়ার করতে হলে প্রথমে কোনো হোস্টিং সাইটে ফাইল আপলোড করে লিংক শেয়ার করতে হয়। তবে হোস্টিং ফাইলের সাহায্য ছাড়াও একটি অ্যাপলিকেশন দিয়ে সহজেই ফেইসবুকে বন্ধুদের সঙ্গে যেকোনো ফাইল সরাসরি শেয়ার করতে পারেন। এ জন্য প্রথমে http://apps.facebook.com/sendfiles ঠিকানার সাইট থেকে sendfile অ্যাপলিকেশন চালু করুন। এবার আপনার বন্ধু নির্বাচন করে ফাইল সেন্ড করতে হবে।
07:46 Unknown
ফেইসবুকে ফাইল শেয়ার করতে হলে প্রথমে কোনো হোস্টিং সাইটে ফাইল আপলোড করে লিংক শেয়ার করতে হয়। তবে হোস্টিং ফাইলের সাহায্য ছাড়াও একটি অ্যাপলিকেশন দিয়ে সহজেই ফেইসবুকে বন্ধুদের সঙ্গে যেকোনো ফাইল সরাসরি শেয়ার করতে পারেন। এ জন্য প্রথমে http://apps.facebook.com/sendfiles ঠিকানার সাইট থেকে sendfile অ্যাপলিকেশন চালু করুন। এবার আপনার বন্ধু নির্বাচন করে ফাইল সেন্ড করতে হবে।
সাধারণত অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপিতে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলের ডিফল্ট লোকেশন হিসেবে C:Program Files ডরক্টরি ব্যবহার করেন। অর্থাৎ আপনি যদি নতুন কোনো সফটওয়ার ইনস্টল করেন তবে তা C:Program Files লোকেশনে ইনস্টল হবে। সি ড্রাইভের পরিবর্তে অন্য ড্রাইভে ফাইল ডাউনলোডের জন্য ইনস্টলার ডিফল্ট লোকেশন পরিবর্তন করতে সি ড্রাইভে থাকা ডাউনলোড ফোল্ডারটি কাট করে অন্য ড্রাইভে পেস্ট করুন।
08:00 Unknown
সাধারণত অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপিতে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টলের ডিফল্ট লোকেশন হিসেবে C:Program Files ডরক্টরি ব্যবহার করেন। অর্থাৎ আপনি যদি নতুন কোনো সফটওয়ার ইনস্টল করেন তবে তা C:Program Files লোকেশনে ইনস্টল হবে। সি ড্রাইভের পরিবর্তে অন্য ড্রাইভে ফাইল ডাউনলোডের জন্য ইনস্টলার ডিফল্ট লোকেশন পরিবর্তন করতে সি ড্রাইভে থাকা ডাউনলোড ফোল্ডারটি কাট করে অন্য ড্রাইভে পেস্ট করুন।
উইন্ডোজ এক্সপিতে Not Responding লেখা বার্তা এলে Close বাটনে ক্লিক করতে হয়। ফলে সব কাজ বন্ধ হয়ে যায়। এ সমস্যাটি এড়ানোর জন্য Start থেকে Run-এ গিয়ে regedit লিখে Enter চাপুন। এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop-এ যান। এবার ডান পাশের AutoEndTask অপশনে দুবার ক্লিক করুন এবং এখানে Value data হিসেবে ০-এর পরিবর্তে ১ লিখে  বের হয়ে আসুন।
08:27 Unknown
উইন্ডোজ এক্সপিতে Not Responding লেখা বার্তা এলে Close বাটনে ক্লিক করতে হয়। ফলে সব কাজ বন্ধ হয়ে যায়। এ সমস্যাটি এড়ানোর জন্য Start থেকে Run-এ গিয়ে regedit লিখে Enter চাপুন। এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop-এ যান। এবার ডান পাশের AutoEndTask অপশনে দুবার ক্লিক করুন এবং এখানে Value data হিসেবে ০-এর পরিবর্তে ১ লিখে  বের হয়ে আসুন।
মজিলা ফায়ারফক্সে ভাইরাস স্ক্যান বন্ধ করে কোনো ফাইল ডাউনলোড করলে অল্প সময়ে ডাউনলোড করা সম্ভব। মজিলার অ্যাড্রেস বার-এ about:config লিখে এন্টার চাপতে হবে। এবার "I'll be carefull, I promise!" লেখা বাটনটি ক্লিক করতে হবে। এবার খালি বক্সে browser.download.manager .scanWhenDone লিখলে নিচে একই লেখার একটি একটি অপশন আসবে। সেখানে ডাবল ক্লিক করলে ডিফল্ট True থেকে False হয়ে যাবে এবং ফাইলের ভাইরাস স্ক্যান বন্ধ হবে।
08:30 Unknown
মজিলা ফায়ারফক্সে ভাইরাস স্ক্যান বন্ধ করে কোনো ফাইল ডাউনলোড করলে অল্প সময়ে ডাউনলোড করা সম্ভব। মজিলার অ্যাড্রেস বার-এ about:config লিখে এন্টার চাপতে হবে। এবার "I'll be carefull, I promise!" লেখা বাটনটি ক্লিক করতে হবে। এবার খালি বক্সে browser.download.manager .scanWhenDone লিখলে নিচে একই লেখার একটি একটি অপশন আসবে। সেখানে ডাবল ক্লিক করলে ডিফল্ট True থেকে False হয়ে যাবে এবং ফাইলের ভাইরাস স্ক্যান বন্ধ হবে।
বিভিন্ন প্রয়োজনের কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার আনইনস্টল করতে অনেকেই উইন্ডোজের অ্যাড অর রিমুভ প্রোগ্রাম ব্যবহার করেন। উইন্ডোজের ডিফল্ট আনইনস্টলারের মাধ্যমে প্রোগ্রাম মুছে ফেলা গেলেও সফটওয়্যারের সব তথ্য ও রেজিস্ট্রি মুছে ফেলা যায় না। এ জন্য সফটওয়্যার আনইনস্টল করতে রেভো আনইনস্টলার ব্যবহার করতে পারেন। http://www.revouninstaller.com/revo-uninstaller-free-download.html ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটির বিনা মূল্যের সংস্করণ ডাউনলোড করা যাবে।
08:35 Unknown
বিভিন্ন প্রয়োজনের কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার আনইনস্টল করতে অনেকেই উইন্ডোজের অ্যাড অর রিমুভ প্রোগ্রাম ব্যবহার করেন। উইন্ডোজের ডিফল্ট আনইনস্টলারের মাধ্যমে প্রোগ্রাম মুছে ফেলা গেলেও সফটওয়্যারের সব তথ্য ও রেজিস্ট্রি মুছে ফেলা যায় না। এ জন্য সফটওয়্যার আনইনস্টল করতে রেভো আনইনস্টলার ব্যবহার করতে পারেন। http://www.revouninstaller.com/revo-uninstaller-free-download.html ঠিকানার ওয়েবসাইট থেকে সফটওয়্যারটির বিনা মূল্যের সংস্করণ ডাউনলোড করা যাবে।
লুকানো ফাইল দেখতে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে Control Panel থেকে Folder options-এ যান। View ট্যাবের অধীনে দেখুন Advanced Settings-এর নিচে Hidden files and folder অপশনটি রয়েছে। এখানে Show hidden files and folders-এর পাশে ক্লিক করে OK ক্লিক করুন। এখন থেকে আপনার কম্পিউটারের লুকোনো ফাইলগুলো দেখা যাবে। সেই সঙ্গে সংরক্ষিত সিস্টেম ফাইলও দেখতে চাইলে Hide protected operating system files লেখাটির পাশ থেকে টিক চিহ্ন তুলে দিন।

Avira Antivirus Premium 1 Year
10:03 Unknown
লুকানো ফাইল দেখতে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমে Control Panel থেকে Folder options-এ যান। View ট্যাবের অধীনে দেখুন Advanced Settings-এর নিচে Hidden files and folder অপশনটি রয়েছে। এখানে Show hidden files and folders-এর পাশে ক্লিক করে OK ক্লিক করুন। এখন থেকে আপনার কম্পিউটারের লুকোনো ফাইলগুলো দেখা যাবে। সেই সঙ্গে সংরক্ষিত সিস্টেম ফাইলও দেখতে চাইলে Hide protected operating system files লেখাটির পাশ থেকে টিক চিহ্ন তুলে দিন।

Avira Antivirus Premium 1 Year
চ্যাটিংয়ের লেখাকে বোল্ড করা যায়। লেখাকে নড়ষফ করার জন্য ** symbol দুটি ব্যাবহার করতে হবে। মাঝে শুধু লেখাটা বসিয়ে দিলেই bold হয়ে যাবে। অর্থাত্ আপনি যদি কাউকে লেখেন যর তাহলে যর লেখাটি বোল্ড করার জন্য লিখতে হবে *hi* দেখবেন লেখাটি bold হয়ে গেছে।
একইভাবে লেখাতে underline দেয়া যায়। তবে এই সময় _ _ দুটি symbol ব্যবহার করতে হয়। অর্থাত্ তখন লিখতে হবে থযরথ. তাহলে লেখাতে ঁnderline চলে আসবে।
আর বোল্ড এবং আন্ডারলাইন একসঙ্গে দিতে চাইলে লেখার system হবে এইরকম— *_hi_*.
08:00 Unknown
চ্যাটিংয়ের লেখাকে বোল্ড করা যায়। লেখাকে নড়ষফ করার জন্য ** symbol দুটি ব্যাবহার করতে হবে। মাঝে শুধু লেখাটা বসিয়ে দিলেই bold হয়ে যাবে। অর্থাত্ আপনি যদি কাউকে লেখেন যর তাহলে যর লেখাটি বোল্ড করার জন্য লিখতে হবে *hi* দেখবেন লেখাটি bold হয়ে গেছে।
একইভাবে লেখাতে underline দেয়া যায়। তবে এই সময় _ _ দুটি symbol ব্যবহার করতে হয়। অর্থাত্ তখন লিখতে হবে থযরথ. তাহলে লেখাতে ঁnderline চলে আসবে।
আর বোল্ড এবং আন্ডারলাইন একসঙ্গে দিতে চাইলে লেখার system হবে এইরকম— *_hi_*.
অনেকেই অনেক দিন ধরে ই-মেইল আদান-প্রদান করেন কিন্তু To, Cc, Bcc, Send, Reply, Reply to All, Forward ইত্যাদি শব্দগুলোর ব্যবহার ভালো করে জানেন না।
 To : এক সঙ্গে অনেককে মেইল পাঠাতে To ফিল্ডে কমা দিয়ে মেইল অ্যাড্রেসগুলো লিখতে হয়। To ফিল্ডের সবাই সবাইকে দেখতে পারবে এবং রিপ্লাই দিতে পারবে।
 Cc (Carbon copy): To-এর মতো সবাই সবাইকে দেখতে পারবে এবং রিপ্লাই দিতে পারবে। To-তে একজনের মেইল আইডি লিখে বাকিগুলো Cc-তে লেখা হয়।
 Bcc (Blind carbon copy): Bcc আইডিগুলো To এবং Cc আইডিগুলোকে দেখতে পারবে এবং রিপ্লাই দিতে পারবে। কিন্তু To ও Cc আইডিগুলো Bcc আইডিগুলোকে দেখতে পারবে না এবং রিপ্লাইও দিতে পারবে না। একাধিক Bcc আইডি একে অপরকে দেখতে পারবে না, রিপ্লাইও দিতে পারবে না।
 Send: Send-এ ক্লিক করলে To, Cc ও Bcc-তে যতগুলো আইডি আছে সবগুলো আইডিতে একসঙ্গে একই মেইল যাবে।
 Reply: যে আইডি থেকে মেইলটি এসেছে অর্থাৎ From-এ যে আইডিটি আছে, সেই আইডিকে রিপ্লাই দিতে Reply-এ ক্লিক করতে হয়।
 Reply to All: From, To ও Cc-তে যতগুলো আইডি আছে, সবগুলো আইডিকে একসঙ্গে রিপ্লাই দিতে Reply to All-এ ক্লিক করতে হয়।
 Forward: যে আইডি থেকে মেইলটি এসেছে অর্থাৎ From-এ যে আইডিটি আছে বা To ও Cc তে যে আইডিগুলো আছে, তাদের কাউকে রিপ্লাই না দিয়ে অন্য কাউকে Inbox-এর মেইলটি পাঠাতে Forward-এ ক্লিক করতে হয়। অথবা Sent Mail থেকে কোনো মেইল অন্য কাউকে পাঠাতে Forward-এ ক্লিক করতে হয়

Microsoft Windows 7 Ultimate
10:01 Unknown
অনেকেই অনেক দিন ধরে ই-মেইল আদান-প্রদান করেন কিন্তু To, Cc, Bcc, Send, Reply, Reply to All, Forward ইত্যাদি শব্দগুলোর ব্যবহার ভালো করে জানেন না।
 To : এক সঙ্গে অনেককে মেইল পাঠাতে To ফিল্ডে কমা দিয়ে মেইল অ্যাড্রেসগুলো লিখতে হয়। To ফিল্ডের সবাই সবাইকে দেখতে পারবে এবং রিপ্লাই দিতে পারবে।
 Cc (Carbon copy): To-এর মতো সবাই সবাইকে দেখতে পারবে এবং রিপ্লাই দিতে পারবে। To-তে একজনের মেইল আইডি লিখে বাকিগুলো Cc-তে লেখা হয়।
 Bcc (Blind carbon copy): Bcc আইডিগুলো To এবং Cc আইডিগুলোকে দেখতে পারবে এবং রিপ্লাই দিতে পারবে। কিন্তু To ও Cc আইডিগুলো Bcc আইডিগুলোকে দেখতে পারবে না এবং রিপ্লাইও দিতে পারবে না। একাধিক Bcc আইডি একে অপরকে দেখতে পারবে না, রিপ্লাইও দিতে পারবে না।
 Send: Send-এ ক্লিক করলে To, Cc ও Bcc-তে যতগুলো আইডি আছে সবগুলো আইডিতে একসঙ্গে একই মেইল যাবে।
 Reply: যে আইডি থেকে মেইলটি এসেছে অর্থাৎ From-এ যে আইডিটি আছে, সেই আইডিকে রিপ্লাই দিতে Reply-এ ক্লিক করতে হয়।
 Reply to All: From, To ও Cc-তে যতগুলো আইডি আছে, সবগুলো আইডিকে একসঙ্গে রিপ্লাই দিতে Reply to All-এ ক্লিক করতে হয়।
 Forward: যে আইডি থেকে মেইলটি এসেছে অর্থাৎ From-এ যে আইডিটি আছে বা To ও Cc তে যে আইডিগুলো আছে, তাদের কাউকে রিপ্লাই না দিয়ে অন্য কাউকে Inbox-এর মেইলটি পাঠাতে Forward-এ ক্লিক করতে হয়। অথবা Sent Mail থেকে কোনো মেইল অন্য কাউকে পাঠাতে Forward-এ ক্লিক করতে হয়

Microsoft Windows 7 Ultimate
আপনার সিডি/ডিভিডিটা রি-রাইট্যাবল না হলেও সেটিতে পরে আরও ডাটা যোগ করতে পারবেন। এর জন্য Nero সফটওয়্যার দিয়ে সিডি/ডিভিডি রাইট করার সময় সিডি/ডিভিডিতে Data Add করার পর Finished বাটনে ক্লিক করে Next বাটনে ক্লিক করুন। তারপর Allow files to be added later বক্সে টিক চিহ্ন দিয়ে Burn-এ ক্লিক করুন। সিডি/ডিভিডিটা রাইট হবে। পরে আরও ডাটা যোগ করতে চাইলে সিডি/ডিভিডিতে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ফাঁকা জায়গাতে একই পদ্ধতিতে আরও ডাটা যোগ করতে পারবেন।Microsoft Windows 7 Home Premium Upgrade Family Pack (3-User)Top 40 Bollywood Classic Bar Grooves Plus Free Continuous DJ MixI Love You
08:05 Unknown
আপনার সিডি/ডিভিডিটা রি-রাইট্যাবল না হলেও সেটিতে পরে আরও ডাটা যোগ করতে পারবেন। এর জন্য Nero সফটওয়্যার দিয়ে সিডি/ডিভিডি রাইট করার সময় সিডি/ডিভিডিতে Data Add করার পর Finished বাটনে ক্লিক করে Next বাটনে ক্লিক করুন। তারপর Allow files to be added later বক্সে টিক চিহ্ন দিয়ে Burn-এ ক্লিক করুন। সিডি/ডিভিডিটা রাইট হবে। পরে আরও ডাটা যোগ করতে চাইলে সিডি/ডিভিডিতে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ফাঁকা জায়গাতে একই পদ্ধতিতে আরও ডাটা যোগ করতে পারবেন।Microsoft Windows 7 Home Premium Upgrade Family Pack (3-User)Top 40 Bollywood Classic Bar Grooves Plus Free Continuous DJ MixI Love You
ফেসবুক ব্যবহারকারীদের নতুনত্বের স্বাদ দিতে ফেসবুক নিয়ে এলো নতুন ফেসবুক প্রোফাইলস। ব্যবহারকারীরা এখন নতুনরূপে নিজেদের প্রোফাইল বন্ধুুদের কাছে উপস্থাপন করতে পারবে। ‘৬০ মিনিট’ নামক এক অনুষ্ঠানে ফেসবুক প্রতিষ্ঠাতা সম্প্রতি এই নতুন ফিচারের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন। নতুন ফেসবুক প্রোফাইলটি আকর্ষণীয়ই বটে, অনেকেরই কাছে অবশ্য খুব একটা ভালো লাগছে না বলে জানা গেছে। তবে নতুন এই প্রোফাইলে শিক্ষা, পেশা, পছন্দ, বন্ধু, বন্ধুদের মাঝে কমন শেয়ার ইত্যাদি তথ্য খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে । বন্ধুুদের সঙ্গে সম্পর্কটাও ভালোভাবে তুলে ধরা হয়েছে । ট্যাব প্রোফাইলের মাঝখান থেকে সরিয়ে প্রোফাইল পিকচারের নিচে দেয়া হয়েছে। যাতে পুরনো কোনো তথ্য হারিয়ে না যায় সে ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। যদিও ফেসবুক ব্যবহারকারীদের এক বড় উদ্বেগ নিরাপত্তা বা তথ্যের সুরক্ষা নিয়ে। এই সাইট থেকে অনেকের একান্* ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়? অনেককেই এজন্য বিব্রত হতে হয়েছে? তারপরও সতর্কতা খুব একটা দেখা যায় না? বরং শুধু ফেসবুকের নিরাপত্তা সেটিংস সম্পর্কে সচেতন না হওয়ায় এখনও অনেকের একান্* ব্যক্তিগত ছবি সবাই দেখতে পারছে? ফেসবুক তার নিরাপত্তা সেটিংস সাইটটি ব্যবহারকারীদের সার্বক্ষণিক আয়ত্তে রাখার চে*া করছে? আগে শুধুই কম্পিউটারে ফেসবুক প্রাইভেসি সেটিংস পরিবর্তনের সুযোগ থাকত। ফলে যখন তখন এর ছবি বদলানোটা সীমাবদ্ধ ছিল? এই সপ্ট*াহে ফেসবুক সেটিংসের গুরুত্বপূর্ণ কিছু অংশ যোগ করা হয়েছে মুঠোফোন সংস্করণে? এখন থেকে আপনি চাইলে মুঠোফোনেই বদলে নিতে পারেন ফেসবুকের সেটিংস? এজন্য মুঠোফোনে সাইটটিতে প্রবেশের পর নিচের দিকে থাকা সেটিংস বোতামে চাপ দিন। এরপর আপনার ফেসবুকের ছবি সাজিয়ে দিন নিজের মতো করে।
19:01 Unknown
ফেসবুক ব্যবহারকারীদের নতুনত্বের স্বাদ দিতে ফেসবুক নিয়ে এলো নতুন ফেসবুক প্রোফাইলস। ব্যবহারকারীরা এখন নতুনরূপে নিজেদের প্রোফাইল বন্ধুুদের কাছে উপস্থাপন করতে পারবে। ‘৬০ মিনিট’ নামক এক অনুষ্ঠানে ফেসবুক প্রতিষ্ঠাতা সম্প্রতি এই নতুন ফিচারের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন। নতুন ফেসবুক প্রোফাইলটি আকর্ষণীয়ই বটে, অনেকেরই কাছে অবশ্য খুব একটা ভালো লাগছে না বলে জানা গেছে। তবে নতুন এই প্রোফাইলে শিক্ষা, পেশা, পছন্দ, বন্ধু, বন্ধুদের মাঝে কমন শেয়ার ইত্যাদি তথ্য খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে । বন্ধুুদের সঙ্গে সম্পর্কটাও ভালোভাবে তুলে ধরা হয়েছে । ট্যাব প্রোফাইলের মাঝখান থেকে সরিয়ে প্রোফাইল পিকচারের নিচে দেয়া হয়েছে। যাতে পুরনো কোনো তথ্য হারিয়ে না যায় সে ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। যদিও ফেসবুক ব্যবহারকারীদের এক বড় উদ্বেগ নিরাপত্তা বা তথ্যের সুরক্ষা নিয়ে। এই সাইট থেকে অনেকের একান্* ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়? অনেককেই এজন্য বিব্রত হতে হয়েছে? তারপরও সতর্কতা খুব একটা দেখা যায় না? বরং শুধু ফেসবুকের নিরাপত্তা সেটিংস সম্পর্কে সচেতন না হওয়ায় এখনও অনেকের একান্* ব্যক্তিগত ছবি সবাই দেখতে পারছে? ফেসবুক তার নিরাপত্তা সেটিংস সাইটটি ব্যবহারকারীদের সার্বক্ষণিক আয়ত্তে রাখার চে*া করছে? আগে শুধুই কম্পিউটারে ফেসবুক প্রাইভেসি সেটিংস পরিবর্তনের সুযোগ থাকত। ফলে যখন তখন এর ছবি বদলানোটা সীমাবদ্ধ ছিল? এই সপ্ট*াহে ফেসবুক সেটিংসের গুরুত্বপূর্ণ কিছু অংশ যোগ করা হয়েছে মুঠোফোন সংস্করণে? এখন থেকে আপনি চাইলে মুঠোফোনেই বদলে নিতে পারেন ফেসবুকের সেটিংস? এজন্য মুঠোফোনে সাইটটিতে প্রবেশের পর নিচের দিকে থাকা সেটিংস বোতামে চাপ দিন। এরপর আপনার ফেসবুকের ছবি সাজিয়ে দিন নিজের মতো করে।
অনলাইনে বিনা মূল্যে ছবি প্রকাশ বা আদান-প্রদান (শেয়ার) করার অনেক ওয়েবসাইট আছে। এগুলোর মধ্যে বেশ কিছু ওয়েবসাইট আপলোডকৃত ছবির লিংক জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে স্ট্যাটাস হিসেবে আপডেট করার সুবিধা দিয়ে থাকে। তবে টুইটপিকে ছবি প্রকাশের সঙ্গে স্ট্যাটাসও হালনাগাদ করা যায়। এ জন্য www.twitpic.com সাইটে ঢুকে Sign in with Twitter বাটনে ক্লিক করে টুইটারের ইউজার পাসওয়ার্ড লগইন করে Allow বাটনে ক্লিক করুন। টুইটারের অ্যাকাউন্টের সঙ্গে অথেনটিকেশন হলে Okay! Lets get started বাটনে ক্লিক করুন। এবার ছবি আপলোড করতে (GIF, JPG এবং PNG ফরম্যাটের ১০ মেগাবাইট পর্যন্ত) ব্রাউজ বাটনে ক্লিক করে ছবি নির্বাচন করে স্ট্যাটাস (সর্বোচ্চ ১১৪ ক্যারেক্টার) লিখে Upload বাটনে ক্লিক করুন। তাহলে টুইটারে স্ট্যাটাসের শেষে ছবিটির লিংকসহ আপডেট হবে। এ ছাড়া টুইটপিকে একটি ই-মেইল ঠিকানা তৈরি হবে সেই ঠিকানাতে ছবি অ্যাটাচ করে মেইল করলেও টুইটপিকে আপলোড হবে এবং টুইটারে ছবির লিংকসহ স্ট্যাটাস আপডেট হবে। কোনো কারণে ই-মেইল ঠিকানা পরিবর্তন করতে চাইলে Settings-এ ক্লিক করে পরিবর্তন করতে পারবেন।
08:00 Unknown
অনলাইনে বিনা মূল্যে ছবি প্রকাশ বা আদান-প্রদান (শেয়ার) করার অনেক ওয়েবসাইট আছে। এগুলোর মধ্যে বেশ কিছু ওয়েবসাইট আপলোডকৃত ছবির লিংক জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে স্ট্যাটাস হিসেবে আপডেট করার সুবিধা দিয়ে থাকে। তবে টুইটপিকে ছবি প্রকাশের সঙ্গে স্ট্যাটাসও হালনাগাদ করা যায়। এ জন্য www.twitpic.com সাইটে ঢুকে Sign in with Twitter বাটনে ক্লিক করে টুইটারের ইউজার পাসওয়ার্ড লগইন করে Allow বাটনে ক্লিক করুন। টুইটারের অ্যাকাউন্টের সঙ্গে অথেনটিকেশন হলে Okay! Lets get started বাটনে ক্লিক করুন। এবার ছবি আপলোড করতে (GIF, JPG এবং PNG ফরম্যাটের ১০ মেগাবাইট পর্যন্ত) ব্রাউজ বাটনে ক্লিক করে ছবি নির্বাচন করে স্ট্যাটাস (সর্বোচ্চ ১১৪ ক্যারেক্টার) লিখে Upload বাটনে ক্লিক করুন। তাহলে টুইটারে স্ট্যাটাসের শেষে ছবিটির লিংকসহ আপডেট হবে। এ ছাড়া টুইটপিকে একটি ই-মেইল ঠিকানা তৈরি হবে সেই ঠিকানাতে ছবি অ্যাটাচ করে মেইল করলেও টুইটপিকে আপলোড হবে এবং টুইটারে ছবির লিংকসহ স্ট্যাটাস আপডেট হবে। কোনো কারণে ই-মেইল ঠিকানা পরিবর্তন করতে চাইলে Settings-এ ক্লিক করে পরিবর্তন করতে পারবেন।
অনলাইনে ভিডিও শেয়ারিং জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ইউটিউব। অনলাইনে ইউটিউবের ভিডিও নির্দিষ্ট সময়ে দেখতে হলে প্রথম থেকেই ভিডিও দেখতে হয়। তবে ইউটিউব বর্তমানে নির্দিষ্ট সময় থেকে ভিডিও দেখার সুবিধা দিয়েছে। ফলে এজন্য ইউটিউবের ভিডিও লিঙ্কের শেষে #t=1m2s লিখে ব্রাউজ করলে ১ মিনিট ২ সেকেন্ড থেকে ভিডিওটি দেখা যাবে। এভাবে নির্দিষ্ট সময়ে ভিডিও দেখা যাবে। এছাড়াও চলতি ভিডিও এর ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Copy Video URL at Current Time-এ ক্লিক করলে চলতি সময়সহ ভিডিওটির লিঙ্কটি ক্লিপ বোর্ডে কপি হবে।
08:31 Unknown
অনলাইনে ভিডিও শেয়ারিং জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ইউটিউব। অনলাইনে ইউটিউবের ভিডিও নির্দিষ্ট সময়ে দেখতে হলে প্রথম থেকেই ভিডিও দেখতে হয়। তবে ইউটিউব বর্তমানে নির্দিষ্ট সময় থেকে ভিডিও দেখার সুবিধা দিয়েছে। ফলে এজন্য ইউটিউবের ভিডিও লিঙ্কের শেষে #t=1m2s লিখে ব্রাউজ করলে ১ মিনিট ২ সেকেন্ড থেকে ভিডিওটি দেখা যাবে। এভাবে নির্দিষ্ট সময়ে ভিডিও দেখা যাবে। এছাড়াও চলতি ভিডিও এর ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Copy Video URL at Current Time-এ ক্লিক করলে চলতি সময়সহ ভিডিওটির লিঙ্কটি ক্লিপ বোর্ডে কপি হবে।
নিয়মিত কম্পিউটার ব্যবহার করলে এবং কয়েক বছর হয়ে গেলে কম্পিউটারে নানা সমস্যা দেখা দেয়। কিছু সহজ জিনিসের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন।
 পিসির জন্য অ্যান্টিভাইরাস খুবই জরুরি। তবে অ্যান্টিভাইরাসের জন্য ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ছাড়া অ্যান্টিভাইরাস থেকে কোনো লাভ নেই। কারণ, এটির ডেটা বেস প্রতিদিন আপডেট করতে হয় অর্থাৎ আপ টু ডেট করতে হয়। অ্যান্টিভাইরাস ছাড়া কম্পিউটারে ভাইরাসের আক্রমণ বাড়তে থাকে।
 অনেকে আছেন, যাঁরা কম্পিউটারের পার্টস বেশি খোলাখুলি করেন। এটি করবেন না, কারণ এটি কম্পিউটারের জন্য খুব ক্ষতিকর। তা ছাড়া এতে বিভিন্ন জিনিসও নষ্ট হয়ে যেতে পারে।
08:35 Unknown
নিয়মিত কম্পিউটার ব্যবহার করলে এবং কয়েক বছর হয়ে গেলে কম্পিউটারে নানা সমস্যা দেখা দেয়। কিছু সহজ জিনিসের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন।
 পিসির জন্য অ্যান্টিভাইরাস খুবই জরুরি। তবে অ্যান্টিভাইরাসের জন্য ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ছাড়া অ্যান্টিভাইরাস থেকে কোনো লাভ নেই। কারণ, এটির ডেটা বেস প্রতিদিন আপডেট করতে হয় অর্থাৎ আপ টু ডেট করতে হয়। অ্যান্টিভাইরাস ছাড়া কম্পিউটারে ভাইরাসের আক্রমণ বাড়তে থাকে।
 অনেকে আছেন, যাঁরা কম্পিউটারের পার্টস বেশি খোলাখুলি করেন। এটি করবেন না, কারণ এটি কম্পিউটারের জন্য খুব ক্ষতিকর। তা ছাড়া এতে বিভিন্ন জিনিসও নষ্ট হয়ে যেতে পারে।
আপনার হাতের মোবাইল সেটটি আসল না নকল কিংবা কোথায় তৈরি হয়েছে, বিষয়টি জেনে নিন শুধু একটি কোড টাইপের মাধ্যমে। আপনার হ্যান্ডসেটে *#06# চাপুন, সঙ্গে সঙ্গে 15 সংখ্যার একটি আন্তর্জাতিক মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি নম্বর চলে আসবে। এখন ৭ম এবং ৮ম নম্বরের দিকে খেয়াল করুন। যদি ৭ম এবং ৮ম নম্বর 02 বা 20 হয়, সেক্ষেত্রে হ্যান্ডসেটটির কোয়ালিটি খুব খারাপ, 08 বা 80 হয়ে থাকলে হ্যান্ডসেটটির কোয়ালিটি মানসম্মত, 01 বা 10 হলে খুব ভালো, 00 হলে হ্যান্ডসেটটি প্রধান কারখানার তৈরি এবং 13 হলে সেটের কোয়ালিটি খুবই খারাপ এবং এটি আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।
08:00 Unknown
আপনার হাতের মোবাইল সেটটি আসল না নকল কিংবা কোথায় তৈরি হয়েছে, বিষয়টি জেনে নিন শুধু একটি কোড টাইপের মাধ্যমে। আপনার হ্যান্ডসেটে *#06# চাপুন, সঙ্গে সঙ্গে 15 সংখ্যার একটি আন্তর্জাতিক মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি নম্বর চলে আসবে। এখন ৭ম এবং ৮ম নম্বরের দিকে খেয়াল করুন। যদি ৭ম এবং ৮ম নম্বর 02 বা 20 হয়, সেক্ষেত্রে হ্যান্ডসেটটির কোয়ালিটি খুব খারাপ, 08 বা 80 হয়ে থাকলে হ্যান্ডসেটটির কোয়ালিটি মানসম্মত, 01 বা 10 হলে খুব ভালো, 00 হলে হ্যান্ডসেটটি প্রধান কারখানার তৈরি এবং 13 হলে সেটের কোয়ালিটি খুবই খারাপ এবং এটি আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।
একটি ওয়েবসাইটের লিংক থেকে একাধিক ওয়েবসাইট দেখার সুযোগ পাওয়া যাবে স্লাইড শোর মাধ্যমে। ওয়েবসাইট স্লাইড শোর মতো দেখার নতুন এমনই এই সেবা দিচ্ছে www.bridgeurl.com। সাইটটিতে গিয়ে Give a Title-এ শিরোনাম দিন। আপনি যদি শিরোনাম হিসেবে ur name দেন, তাহলে আপনার লিংক হবে www.bridgeurl.com/ur name; যদি লিংকটি খালি থাকে। আর খালি না থাকলে সংখ্যা যুক্ত হবে। যেমন, www.bridgeurl.com/ur name-1।
এবার List URLs (One per line) এই ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা (http://সহ) লিখুন। একটি ঠিকানা লেখার পর এন্টার দিয়ে আরেকটি ঠিকানা লিখতে হবে। এভাবে যত ইচ্ছা ওয়েবসাইট লেখা যাবে।
সবশেষে Create Link বাটনে ক্লিক করলে লিংক তৈরি হয়ে যাবে। এখন ওই তৈরি করা ওয়েব লিংকে প্রবেশ করলে যুক্ত করা ওয়েবসাইটগুলোর স্লাইড দেখা যাবে এবং বাঁ Previous ও ডানে Next বাটন থাকবে এবং মোট লিংকের (ওয়েবপেজের) সংখ্যা উল্লেখ থাকবে।
রেজিস্ট্রেশনের সুবিধা বা ঝামেলা না থাকায় পরবর্তী সময়ে তৈরি করা স্লাইড লিংকে কোনো সাইট যোগ বা বাদ দেওয়া যাবে না।
08:00 Unknown
একটি ওয়েবসাইটের লিংক থেকে একাধিক ওয়েবসাইট দেখার সুযোগ পাওয়া যাবে স্লাইড শোর মাধ্যমে। ওয়েবসাইট স্লাইড শোর মতো দেখার নতুন এমনই এই সেবা দিচ্ছে www.bridgeurl.com। সাইটটিতে গিয়ে Give a Title-এ শিরোনাম দিন। আপনি যদি শিরোনাম হিসেবে ur name দেন, তাহলে আপনার লিংক হবে www.bridgeurl.com/ur name; যদি লিংকটি খালি থাকে। আর খালি না থাকলে সংখ্যা যুক্ত হবে। যেমন, www.bridgeurl.com/ur name-1।
এবার List URLs (One per line) এই ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা (http://সহ) লিখুন। একটি ঠিকানা লেখার পর এন্টার দিয়ে আরেকটি ঠিকানা লিখতে হবে। এভাবে যত ইচ্ছা ওয়েবসাইট লেখা যাবে।
সবশেষে Create Link বাটনে ক্লিক করলে লিংক তৈরি হয়ে যাবে। এখন ওই তৈরি করা ওয়েব লিংকে প্রবেশ করলে যুক্ত করা ওয়েবসাইটগুলোর স্লাইড দেখা যাবে এবং বাঁ Previous ও ডানে Next বাটন থাকবে এবং মোট লিংকের (ওয়েবপেজের) সংখ্যা উল্লেখ থাকবে।
রেজিস্ট্রেশনের সুবিধা বা ঝামেলা না থাকায় পরবর্তী সময়ে তৈরি করা স্লাইড লিংকে কোনো সাইট যোগ বা বাদ দেওয়া যাবে না।
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে দ্রুত ছবি দেখতে চাইলে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের ফেসবুক ফটো জুম নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) ইনস্টল করতে হবে। https://addons.mozilla.org/enUS/firefox/addon/125440/ ঠিকানার ওয়েবসাইট থেকে প্রোগ্রামটি নামিয়ে নিন। প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স পুনরায় চালু করুন। এবার ফেসবুকে ঢুকে আপনার বা আপনার কোনো বন্ধুর প্রোফাইল ছবি বা অ্যালবামে রাখা ছবিগুলো আপনি যে ছবিটি দেখতে চান, ওই ছবিটির ওপরে শুধু মাউসের কারসরটি রাখুন।
দেখবেন সঙ্গে সঙ্গে আরেকটি ফ্লাইং উইন্ডোতে ছবিটি প্রদর্শিত হচ্ছে। এতে সহজে বন্ধুদের ছবি দেখতে পারবেন।
08:00 Unknown
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে দ্রুত ছবি দেখতে চাইলে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের ফেসবুক ফটো জুম নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) ইনস্টল করতে হবে। https://addons.mozilla.org/enUS/firefox/addon/125440/ ঠিকানার ওয়েবসাইট থেকে প্রোগ্রামটি নামিয়ে নিন। প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স পুনরায় চালু করুন। এবার ফেসবুকে ঢুকে আপনার বা আপনার কোনো বন্ধুর প্রোফাইল ছবি বা অ্যালবামে রাখা ছবিগুলো আপনি যে ছবিটি দেখতে চান, ওই ছবিটির ওপরে শুধু মাউসের কারসরটি রাখুন।
দেখবেন সঙ্গে সঙ্গে আরেকটি ফ্লাইং উইন্ডোতে ছবিটি প্রদর্শিত হচ্ছে। এতে সহজে বন্ধুদের ছবি দেখতে পারবেন।