এজন্য প্রথমে উইন্ডোজে লগইন করে C:\WINDOWS\system32, যদি C: এ উইন্ডোজ ইনস্টল করা থাকে) ফোল্ডারে যান। এখানে sethc.exe ফাইলটিকে ব্যাপআপ করুন। অন্য নামে রিনেম করে বা অন্যকোন ফোল্ডারে কপি করে রাখতে পারেন। এখন cmd.exe ফাইলটিকে ডেক্সটপে বা অন্যকোথাও কপি করে sethc.exe নামে রিনেম করুন এবং সিস্টেম৩২ ফোল্ডারে পেস্ট (ওভাররাইট) করুন এবং উইন্ডোজ লগআউট করুন।
এরপর Shift কী পরপর ৫বার চাপুন তাহলে command চালু হবে। কমান্ড প্রোম্পটে regedit.exe লিখে enter করুন তাহলে রেজিস্ট্রি এডিটর খুলবে
রেজিস্ট্রি এডিটরে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\ShellNoRoam\MUICache -এ যান। এখানে C:\Windows\help\services.exe নামের স্ট্রিং ভ্যালুটি মুছে দিন।
এরপরে HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon- এ যান। এখানে Shell নামের স্ট্রিং ভ্যালুর উপরে মাউস দিয়ে দুইবার ক্লিক করুন। এখানে Value Data অংশে Explorer.exe রেখে ডানের বাকী তথ্য মুছুন।রেজিস্ট্রি এডিটর ক্লোজ করুন।
এবার উইন্ডোজ লগইন করলেই কীবোর্ড ঠিকমত কাজ করবে।সবশেষে ব্যাকআপ রাখা sethc.exe ফাইলটি সিস্টেম৩২ ফোল্ডারে পেস্ট (ওভাররাইট) করুন।
Categories: Virus Romoval, windows