Posted by jinson on 09:00
ইন্টারনেটে চ্যাটিং করার সময় মনের ¯^Zù~Z© ভাব বোঝাতে আমরা বিভিন্ন প্রতীক (ইমোশনস) ব্যবহার করি।কিন্তু ফেসবুকে চ্যাটিং করার সময় এরকম কোন সুবিধা পাওয়া যায় না।তবে মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে ইচ্ছে করলে আপনি ফেসবুকে চ্যাটিং করার সময় অনুভূতি প্রকাশের বিভিন্ন প্রতীক ব্যবহার করতে পারেন।এজন্য ব্রাউজারে আলাদা প্রোগ্রাম যোগ করে নিতে হবে।গুগল ক্রোমের জন্য এক্সনেসনটি https://chrome.google.com/extensions/detail/fadhfaodlifdejmlhpokpajfndpcoaeh ঠিকানা থেকে নামিয়ে নিন।মজিলা ব্রাউজারের জন্য ” ফেসবুক চ্যাটবার ” নামের এ্যাডঅনটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/14013 ঠিকানা থেকে নামিয়ে নিন।এরপর ব্রাউজার রিস্টার্ট করতে হবে।এখন ফেসবুকে লগইন করে চ্যাটবারে যার সাথে চ্যাট ক্লীক করলেই অনুভূতি বিভিন্ন প্রতীক (ইমোশনস) দেখতে পাবেন, এখান থেকে পছন্দসই প্রতীক চ্যাটিংয়ের সময় ব্যবহার করতে পারবেন।
Categories: ,