ব্রাশ নিন এবং ছবির যে অংশটুকু কালার করতে চান সেটুকু সতর্কতার সাথে পেইন্ট করুন,সবার আগে ত্বকের অংশ দিয়ে
শুরু করুন।বা্রশের কাজ শেষ হলে Q চেপে নরমাল মুডে ফিরে আসুন।খেয়াল করুন ছবিটিতে সিলেকশন তৈরী হয়েছে।এখন Select /Inverse এ ক্লীক Ki“b(Ctrl+Shift+I) ।এবার Layer থেকে New Adjustment Layer এ যান । Colourize এ টিক চিহ্ন দিন এবং এখানে Shadows, Midtones ও Highlights এর স্লাইডার মুভ করতে থাকুন যতক্ষণ না মনের মতো রং পাচ্ছেণ।আর একটু নিখুত করার জন্য Layer /New Adjustment Layer/ Curves এ যান ।এখানে যে চেক বক্স আসবে তাতে একট নাম দেয়ার জন্য ওকে করুন।এবার File/Save as এ গিয়ে ছবিটি jpg ফরম্যাটে সেভ করে ফেলুন।
Categories: Software