তবে চাইলে এই প্রোগ্রামগুলোর ব্যাকআপ রেখে দিতে পারেন। এ জন্য আপনার ‘ফেবে’ নামের একটি বাড়তি প্রোগ্রাম (অ্যাডঅন) লাগবে।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2109 ঠিকানার ওয়েবসাইট থেকে অ্যাডঅনটি নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার Tools মেনু থেকে Febe/febe option/directory-তে যান। এখান থেকে Browse করে ঠিক করে নিন কোথায় ব্যাকআপগুলো সেইভ করে রাখবেন। Tools মেনু থেকে Febe/perform backup-এ ক্লিক করলেই নির্ধারিত স্থানে ব্যাকআপগুলো সেইভ হয়ে যাবে।
Categories: Firefox