‘সুপার ফাস্ট’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিউটার বন্ধ করা যায়।
মাত্র ৩৫১ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/super-fast-shutdown-software.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। এরপর থেকে ডেস্কটপে Super Fast Shutdown আইকনে ক্লিক করলে কম্পিউটার দ্রুত বন্ধ হবে এবং Super Fast Reboot-এ ক্লিক করলে দ্রুত রিস্টার্ট হবে।
http://prothom-alo.com/detail/date/2010-08-17/news/87095
Categories: Software