Posted by jinson on 16:53
দেশ-বিদেশের বিভিন্ন সংবাদপত্রের লিংক,অনলাইনে ভাইরাস স্ক্যান,অনলাইন টিভি,অনলাইন রেডিও এবং স্বয়ক্রীয়ভাবে ফেসবুক,টুইটার ব্যবহার করার জন্য bd webportal টুলবারটি আপনার ব্রাউজার ইনস্টল করে রেখে দিন।এই টুলবাররে উল্লেখ্যযোগ্য কিছু সেবা-
এখান থেকে অনলাইনে radio শোনা যাবে।
এই টুলবার থেক আপনি স্বয়ংক্রীয়ভাব facebook ব্যবহার করতে পারবেন ।যার ফলে ইন্টারনটে আপনি যে সাইটেই ভিজিট করুন না কেন ফেসবুকে আপনার কোন নোটফিকিশেন বা ম্যাসজে এলে তা টুলবার আপনাকে স্বয়ংক্রীয়ভাবে জানাবে।একইভাবে টুইটার ব্যবহার করত পারবেন।
একইভাব এই টুলবার থেকে আপনি yahoo messenger,msn messenger সফটওয়্যার ছাড়াই ব্যবহার করতে পারবেন।
অনলাইনে টিভি দেখার জন্য এই টুলবারে নানা রকম সুবিধা রয়েছে।এখান থেক বিশ্বের প্রায় সকল দেশের টিভি চ্যানেল দেখা যাবে।
এই টুলবার থেকে youtube এর ভিডিও software ছাড়াই download করতে পারবেন।এর জন্য টুলবারের ইউটিউব অপশনে নিয়মাবলী অনুসরন করুন।
international cricket match এর liv score card আপনি এই টুলবারেই পাবেন।
এছাড়া এই টুলবারে পাবেন আরো অনেক সুবিধা।টুলবারে নিয়মিত নতুন সাভির্স যোগ করা হচ্ছে।নতুন সেবাগুলো অটোমেটিক টুলবারে যোগ হবে এবং নোটিফিকশেনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।নতুন সেবাগুলো পেতে অসুবিধা হলে bd webportal মেনু থেকে refresh toolbar চাপুণ।
টুলবার সম্পর্ক আপনার মতামত জানাতে পারেন টুলবারের messege অপশনে।এছাড়া সরাসরি আপনার মতামত লিখে পাঠাতে পারেন bdwebportal@gmail.com ইমেইল ঠিকানায়।

DOWNLOAD BD WEBPORTAL