Posted by jinson on 08:00
আপনি কবে ফাইলটি সেভ করেছেন তা মনে আছে বা কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে ফাইলটি সেভ করা হয়েছে তা মনে থাকলেও উইন্ডোজ ৯৮-এ ফাইলটি খুঁজে বের করা সম্ভব। এজন্য উইন্ডোজ এক্সপ্লোরারে এসে Tools-এ ক্লিক করুন। এরপর Find-এ ক্লিক করে Folders-এ ক্লিক করুন। এরপর Date Method-এ যান। এরপর Between-এ ক্লিক করুন অথবা (Alt+B) চাপুন। এবার প্রথম তারিখটি লিখে দিন, এরপর And-এর পাশের বক্সে এসে শেষ তারিখটি টাইপ করুন। এবার Find Now-এ ক্লিক করুন। এবার নির্দিষ্ট সময়ের মধ্যে সেভ করা সব ফাইলের তালিকা দেখাবে।
Categories: