এখন www.facebook.com/mobile/?settings ঠিকানা থেকে Already received a confirmation code? লিংকে ক্লিক করে কোড নম্বরটি কোড বক্সে লিখে Confirm-এ ক্লিক করুন (গ্রামীণফোনের ক্ষেত্রে আপনার মুঠোফোনের নম্বরটি আপনার ফেসবুক প্রোফাইলে যোগ হয়ে যেতে পারে, বাদ দিতে চাইলে ফেসবুক প্রোফাইল থেকে ইনফোয় গিয়ে এডিটে ক্লিক করে বাদ দিতে পারবেন)।
এখন কোন কোন নোটিফিকেশন মুঠোফোনে পেতে চান, সেগুলো নির্বাচন করুন। আরও বিস্তারিতভাবে দেখে নির্বাচন করতে চাইলে Which text notifications should go to my phone?-এর নিচে Click here-এ ক্লিক করুন। এখন Whose status updates should go to my phone?-এর নিচের বক্সে আপনার ফেসবুক বন্ধুদের নাম লিখুন। যাদের নাম লিখবেন, তারা যখন ফেসবুকে নতুন স্ট্যাটাস দেবে, তখন সেই স্ট্যাটাসটি মেসেজ হয়ে আপনার মুঠোফোনে আসবে এবং এর জন্য কোনো টাকা লাগবে না।
তথ্যসূত্র : প্রথম আলো
Categories: Facebook