ফেসবুকের নোটিফিকেশনসসহ সবকিছুর খবর বিনামূল্যে মুঠোফোনেই জানা যায়। এ জন্য প্রথমে ফেসবুকে ঢুকে (লগ-ইন) ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ গিয়ে ওপরে Mobile-এ ক্লিক করুন অথবা www.facebook.com/mobile/?settings ঠিকানায় যান। এখন Register for Facebook Text Messages -এ ংকে ক্লিক করুন। Mobile Carrier-এ বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল বা রবি নির্বাচন করে Next-এ ক্লিক করুন। আপনার মুঠোফোন থেকে F লিখে 32665-এ বার্তা (এসএমএস) পাঠান। ফিরতি বার্তায় আপনার কাছে একটি কোড নম্বর আসবে, সেটি কোড বক্সে লিখুন। মুঠোফোনের নম্বরটি আপনার ফেসবুক প্রোফাইলে যোগ করতে না চাইলে Add this phone number to my profile বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Next-এ ক্লিক করুন। আর গ্রামীণফোন ব্যবহারকারীরা গ্রামীণফোন থেকে Fb লিখে 2555 নম্বরে মেসেজ পাঠান। ফিরতি মেসেজে আপনার কাছে একটি কোড নম্বর আসবে।
এখন www.facebook.com/mobile/?settings ঠিকানা থেকে Already received a confirmation code? লিংকে ক্লিক করে কোড নম্বরটি কোড বক্সে লিখে Confirm-এ ক্লিক করুন (গ্রামীণফোনের ক্ষেত্রে আপনার মুঠোফোনের নম্বরটি আপনার ফেসবুক প্রোফাইলে যোগ হয়ে যেতে পারে, বাদ দিতে চাইলে ফেসবুক প্রোফাইল থেকে ইনফোয় গিয়ে এডিটে ক্লিক করে বাদ দিতে পারবেন)।
এখন কোন কোন নোটিফিকেশন মুঠোফোনে পেতে চান, সেগুলো নির্বাচন করুন। আরও বিস্তারিতভাবে দেখে নির্বাচন করতে চাইলে Which text notifications should go to my phone?-এর নিচে Click here-এ ক্লিক করুন। এখন Whose status updates should go to my phone?-এর নিচের বক্সে আপনার ফেসবুক বন্ধুদের নাম লিখুন। যাদের নাম লিখবেন, তারা যখন ফেসবুকে নতুন স্ট্যাটাস দেবে, তখন সেই স্ট্যাটাসটি মেসেজ হয়ে আপনার মুঠোফোনে আসবে এবং এর জন্য কোনো টাকা লাগবে না।
তথ্যসূত্র : প্রথম আলো
22:21 Unknown
ফেসবুকের নোটিফিকেশনসসহ সবকিছুর খবর বিনামূল্যে মুঠোফোনেই জানা যায়। এ জন্য প্রথমে ফেসবুকে ঢুকে (লগ-ইন) ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ গিয়ে ওপরে Mobile-এ ক্লিক করুন অথবা www.facebook.com/mobile/?settings ঠিকানায় যান। এখন Register for Facebook Text Messages -এ ংকে ক্লিক করুন। Mobile Carrier-এ বাংলালিংক, সিটিসেল, এয়ারটেল বা রবি নির্বাচন করে Next-এ ক্লিক করুন। আপনার মুঠোফোন থেকে F লিখে 32665-এ বার্তা (এসএমএস) পাঠান। ফিরতি বার্তায় আপনার কাছে একটি কোড নম্বর আসবে, সেটি কোড বক্সে লিখুন। মুঠোফোনের নম্বরটি আপনার ফেসবুক প্রোফাইলে যোগ করতে না চাইলে Add this phone number to my profile বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Next-এ ক্লিক করুন। আর গ্রামীণফোন ব্যবহারকারীরা গ্রামীণফোন থেকে Fb লিখে 2555 নম্বরে মেসেজ পাঠান। ফিরতি মেসেজে আপনার কাছে একটি কোড নম্বর আসবে।
এখন www.facebook.com/mobile/?settings ঠিকানা থেকে Already received a confirmation code? লিংকে ক্লিক করে কোড নম্বরটি কোড বক্সে লিখে Confirm-এ ক্লিক করুন (গ্রামীণফোনের ক্ষেত্রে আপনার মুঠোফোনের নম্বরটি আপনার ফেসবুক প্রোফাইলে যোগ হয়ে যেতে পারে, বাদ দিতে চাইলে ফেসবুক প্রোফাইল থেকে ইনফোয় গিয়ে এডিটে ক্লিক করে বাদ দিতে পারবেন)।
এখন কোন কোন নোটিফিকেশন মুঠোফোনে পেতে চান, সেগুলো নির্বাচন করুন। আরও বিস্তারিতভাবে দেখে নির্বাচন করতে চাইলে Which text notifications should go to my phone?-এর নিচে Click here-এ ক্লিক করুন। এখন Whose status updates should go to my phone?-এর নিচের বক্সে আপনার ফেসবুক বন্ধুদের নাম লিখুন। যাদের নাম লিখবেন, তারা যখন ফেসবুকে নতুন স্ট্যাটাস দেবে, তখন সেই স্ট্যাটাসটি মেসেজ হয়ে আপনার মুঠোফোনে আসবে এবং এর জন্য কোনো টাকা লাগবে না।
তথ্যসূত্র : প্রথম আলো
ফেসবুকে দ্রুত ছবি দেখতে চাইলে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের ফেসবুক ফটো জুম নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) ইনস্টল করতে হবে। https://addons.mozilla.org/enUS/firefox/addon/125440/ ঠিকানার ওয়েবসাইট থেকে প্রোগ্রামটি নামিয়ে নিন। প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স পুনরায় চালু করুন। এবার ফেসবুকে ঢুকে যে ছবিটি দেখতে চান, ওই ছবিটির ওপরে শুধু মাউসের কারসরটি রাখুন। দেখবেন সঙ্গে সঙ্গে আরেকটি ফ্লাইং উইন্ডোতে ছবিটি প্রদর্শিত হচ্ছে।
তথ্যসূত্র: প্রথম আলো
08:33 Unknown
ফেসবুকে দ্রুত ছবি দেখতে চাইলে ওয়েবসাইট দেখার সফটওয়্যার ফায়ারফক্সের ফেসবুক ফটো জুম নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) ইনস্টল করতে হবে। https://addons.mozilla.org/enUS/firefox/addon/125440/ ঠিকানার ওয়েবসাইট থেকে প্রোগ্রামটি নামিয়ে নিন। প্রোগ্রামটি ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স পুনরায় চালু করুন। এবার ফেসবুকে ঢুকে যে ছবিটি দেখতে চান, ওই ছবিটির ওপরে শুধু মাউসের কারসরটি রাখুন। দেখবেন সঙ্গে সঙ্গে আরেকটি ফ্লাইং উইন্ডোতে ছবিটি প্রদর্শিত হচ্ছে।
তথ্যসূত্র: প্রথম আলো
আজকাল ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড চুরি বা হ্যাকড হওয়ার কথা প্রায়ই শোনা যায়। যাঁরা হ্যাকিংয়ের শিকার হয়েছেন তাঁদের ভালোই জানা আছে তখন কী দুর্ভোগ পোহাতে হয়। তবে স্বস্তির কথা হলো ই-মেইল ঠিকানা চুরি হয়ে গেলে সেটা উদ্ধার করা যায়।
ইয়াহুর ক্ষেত্রে: ইয়াহুতে ঢোকার সময় যখন ‘লগ-ইন’ করতে পারবেন না, তখন লগইনের নিচে I can’t access my account-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My password doesn’t work নির্বাচন করে Next-এ ক্লিক করুন। এরপর My Yahoo! ID-এ আপনার ই-মেইল ঠিকানা (আইডি) লিখে Enter the code shown বক্সে নিচের সংকেতগুলো লিখে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My alternate email-এ আপনার বিকল্প ই-মেইল ঠিকানাটি লিখে Next-এ ক্লিক করুন। আপনার বিকল্প ঠিকানায় একটি ই-মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল অ্যাকাউন্টে যদি বিকল্প ই-মেইল না দেওয়া থাকে বা আপনার alternate ই-মেইল আইডিও যদি হ্যাকিং হয়ে যায়, তাহলে My alternate email-এর নিচের অপশনটি I can’t access any of the above নির্বাচন করে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে দুটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নগুলো ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা পুনরুদ্ধার করতে পারবেন।
জিমেইলের ক্ষেত্রে: জিমেইলে ঢোকার যখন লগ-ইন করতে পারবেন না, তখন লগ-ইনের নিচে Can’t access your account?-এ ক্লিক করুন। নতুন পেজ এলে E-mail address-এ আপনার ই-মেইল ঠিকানা লিখে Submit করুন। এখন কোড বক্সে ওপরের সংকেত লিখে Continue করুন। নতুন পেজ এলে আপনার বিকল্প ই-মেইল ঠিকানার অপশনটি নির্বাচন করা থাকবে, না থাকলে নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। আপনার alternate ই-মেইল আইডিতে একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল আইডিতে যদি alternate ই-মেইল না দেওয়া থাকে তাহলে Answer your security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে একটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নটি ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নটির সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পাবেন।প্রশ্নটির উত্তরও যদি ভুলে যান বা কেউ পরিবর্তন করে ফেলে তাহলে I can’t answer my security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন বা সরাসরি https://www.google.com/ support/ accounts/bin/request.py?hl= en&contact_type= acc_reco&ara=2&ctx=acc_reco&source=no_ts&rd=1 ঠিকানায় যান। এখানে একটি ফরম পাবেন, সেটি পূরণ করে Submit-এ ক্লিক করুন। ফরম পূরণ করার সময় সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকলে ২৪ ঘণ্টা পর আপনার অন্য ই-মেইল ঠিকানায় (যেটি ফরম পূরণ করার সময় দিয়েছেন) একটি মেইল যাবে। সেটির লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পেতে পারবেন।
তথ্যসূত্র: প্রথম আলো
22:16 Unknown
আজকাল ই-মেইল ঠিকানা ও পাসওয়ার্ড চুরি বা হ্যাকড হওয়ার কথা প্রায়ই শোনা যায়। যাঁরা হ্যাকিংয়ের শিকার হয়েছেন তাঁদের ভালোই জানা আছে তখন কী দুর্ভোগ পোহাতে হয়। তবে স্বস্তির কথা হলো ই-মেইল ঠিকানা চুরি হয়ে গেলে সেটা উদ্ধার করা যায়।
ইয়াহুর ক্ষেত্রে: ইয়াহুতে ঢোকার সময় যখন ‘লগ-ইন’ করতে পারবেন না, তখন লগইনের নিচে I can’t access my account-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My password doesn’t work নির্বাচন করে Next-এ ক্লিক করুন। এরপর My Yahoo! ID-এ আপনার ই-মেইল ঠিকানা (আইডি) লিখে Enter the code shown বক্সে নিচের সংকেতগুলো লিখে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে My alternate email-এ আপনার বিকল্প ই-মেইল ঠিকানাটি লিখে Next-এ ক্লিক করুন। আপনার বিকল্প ঠিকানায় একটি ই-মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল অ্যাকাউন্টে যদি বিকল্প ই-মেইল না দেওয়া থাকে বা আপনার alternate ই-মেইল আইডিও যদি হ্যাকিং হয়ে যায়, তাহলে My alternate email-এর নিচের অপশনটি I can’t access any of the above নির্বাচন করে Next-এ ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে দুটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নগুলো ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নগুলোর সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা পুনরুদ্ধার করতে পারবেন।
জিমেইলের ক্ষেত্রে: জিমেইলে ঢোকার যখন লগ-ইন করতে পারবেন না, তখন লগ-ইনের নিচে Can’t access your account?-এ ক্লিক করুন। নতুন পেজ এলে E-mail address-এ আপনার ই-মেইল ঠিকানা লিখে Submit করুন। এখন কোড বক্সে ওপরের সংকেত লিখে Continue করুন। নতুন পেজ এলে আপনার বিকল্প ই-মেইল ঠিকানার অপশনটি নির্বাচন করা থাকবে, না থাকলে নির্বাচন করে Continue-এ ক্লিক করুন। আপনার alternate ই-মেইল আইডিতে একটি মেইল যাবে এবং সেই মেইলে একটি লিংক থাকবে। ওই লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল ঠিকানা উদ্ধার করতে পারবেন। আপনার ই-মেইল আইডিতে যদি alternate ই-মেইল না দেওয়া থাকে তাহলে Answer your security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন। নতুন পেজ এলে আপনাকে একটি প্রশ্ন করা হবে (যে প্রশ্নটি ই-মেইল ঠিকানা তৈরি করার সময় নির্বাচন করে দিয়েছিলেন)। প্রশ্নটির সঠিক উত্তর দিলেই নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পাবেন।প্রশ্নটির উত্তরও যদি ভুলে যান বা কেউ পরিবর্তন করে ফেলে তাহলে I can’t answer my security question নির্বাচন করে Continue-তে ক্লিক করুন বা সরাসরি https://www.google.com/ support/ accounts/bin/request.py?hl= en&contact_type= acc_reco&ara=2&ctx=acc_reco&source=no_ts&rd=1 ঠিকানায় যান। এখানে একটি ফরম পাবেন, সেটি পূরণ করে Submit-এ ক্লিক করুন। ফরম পূরণ করার সময় সবগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়ে থাকলে ২৪ ঘণ্টা পর আপনার অন্য ই-মেইল ঠিকানায় (যেটি ফরম পূরণ করার সময় দিয়েছেন) একটি মেইল যাবে। সেটির লিংকে ক্লিক করলে নতুন পাসওয়ার্ড চাইবে। তখন নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার ই-মেইল আইডি ফিরে পেতে পারবেন।
তথ্যসূত্র: প্রথম আলো
লক্ষ্য করুন: আগামীকাল ১২ই মে SSC পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।এই ঠিকানায় গিয়ে কালকে রেজাল্ট চেক করতে পারবেন http://educationboardresults.gov.bd/ssc.php
17:21 Unknown
লক্ষ্য করুন: আগামীকাল ১২ই মে SSC পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।এই ঠিকানায় গিয়ে কালকে রেজাল্ট চেক করতে পারবেন http://educationboardresults.gov.bd/ssc.php
অনেক সময় কাজ করতে করতে পার্সোনাল কম্পিউটার (পিসি) আচমকা রিস্টার্ট (বন্ধ হয়ে পুনরায় চালু হওয়া) হয়ে যায়। এতে অনেকেই ঘাবড়ে যান। কিছু বিষয় খেয়াল করলেই রিস্টার্টের কারণ বুঝতে পারবেন। যেমন—
 যদি উইন্ডোজ চালুর পর বারবার রিস্টার্ট হতে থাকে তবে প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি না দেখুন। কুলিং ফ্যান ঘুরতে সমস্যা হলে সিপিইউ পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না, ফলে অনেক সময় পিসি রিস্টার্ট হয়। ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করুন।
 র্যামের সমস্যার কারণে এটি হতে পারে।
 ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়। এই আশঙ্কা এড়াতে কম্পিউটার নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা (স্ক্যান) করুন।
 উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারে। এ রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে।
 পিসিতে নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেও এ সমস্যা হতে হতে পারে। এ রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে।
 বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে টা হতে পারে।
 সিপিইউর যন্ত্রাংশে প্রচুর ধুলাবালি জমার কারণেও অনেক সময় এ সমস্যা হতে পারে।
13:49 Unknown
অনেক সময় কাজ করতে করতে পার্সোনাল কম্পিউটার (পিসি) আচমকা রিস্টার্ট (বন্ধ হয়ে পুনরায় চালু হওয়া) হয়ে যায়। এতে অনেকেই ঘাবড়ে যান। কিছু বিষয় খেয়াল করলেই রিস্টার্টের কারণ বুঝতে পারবেন। যেমন—
 যদি উইন্ডোজ চালুর পর বারবার রিস্টার্ট হতে থাকে তবে প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো ঘুরছে কি না দেখুন। কুলিং ফ্যান ঘুরতে সমস্যা হলে সিপিইউ পর্যাপ্ত তাপ বের করে দিতে পারে না, ফলে অনেক সময় পিসি রিস্টার্ট হয়। ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করুন।
 র্যামের সমস্যার কারণে এটি হতে পারে।
 ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়। এই আশঙ্কা এড়াতে কম্পিউটার নিয়মিত হালনাগাদ অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা (স্ক্যান) করুন।
 উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারে। এ রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে।
 পিসিতে নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেও এ সমস্যা হতে হতে পারে। এ রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে।
 বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার কারণে টা হতে পারে।
 সিপিইউর যন্ত্রাংশে প্রচুর ধুলাবালি জমার কারণেও অনেক সময় এ সমস্যা হতে পারে।
২০১২ সালের যুক্তরাষ্ট্রে ডাইভারসিটি ভিসা (ডিভি) আবেদনকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে প্রাথমিক বাছাকৃতদের ফল ১ মে প্রকাশ হয়েছিলো।সেই ফলাফল অনিবার্য কারনে বাতিল ঘোষনা করা হয়েছে।নতুন করে ফলাফল প্রকাশিত হবে ১৫ জুলাই।পরবর্তী সংবাদের জন্য আমাদের সাইটে চোখ রাখুন ।

14:33 Unknown
২০১২ সালের যুক্তরাষ্ট্রে ডাইভারসিটি ভিসা (ডিভি) আবেদনকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে প্রাথমিক বাছাকৃতদের ফল ১ মে প্রকাশ হয়েছিলো।সেই ফলাফল অনিবার্য কারনে বাতিল ঘোষনা করা হয়েছে।নতুন করে ফলাফল প্রকাশিত হবে ১৫ জুলাই।পরবর্তী সংবাদের জন্য আমাদের সাইটে চোখ রাখুন ।

/কম্পিউটারে অনেক সময় আমরা সফটওয়ারের সাহায্যে ছবি সম্পাদনা করে থাকি। আপনি ইচ্ছা করলে ছবি সম্পাদনা করে বিশ্বখ্যাত পত্রিকার প্রচ্ছদে আপনার ছবি যুক্ত করতে পারেন। এ রকম কিছু মজার সাইট রয়েছে, যেখানে নিজের ছবি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে জনপ্রিয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের ছবি যুক্ত করা যায়। এ রকম কিছু সাইটের ঠিকানা দেওয়া হলো:
www.mycoverpics.com
www.mypictureonmagazine.com
www.yourcover.com
www.paparazzied.com
www.covervision.com
www.magofun.com
www.oncoverpage.com
www.fakemagazines.com
www.magmypic.com
12:27 Unknown
/কম্পিউটারে অনেক সময় আমরা সফটওয়ারের সাহায্যে ছবি সম্পাদনা করে থাকি। আপনি ইচ্ছা করলে ছবি সম্পাদনা করে বিশ্বখ্যাত পত্রিকার প্রচ্ছদে আপনার ছবি যুক্ত করতে পারেন। এ রকম কিছু মজার সাইট রয়েছে, যেখানে নিজের ছবি দিয়ে স্বয়ংক্রিয়ভাবে জনপ্রিয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজের ছবি যুক্ত করা যায়। এ রকম কিছু সাইটের ঠিকানা দেওয়া হলো:
www.mycoverpics.com
www.mypictureonmagazine.com
www.yourcover.com
www.paparazzied.com
www.covervision.com
www.magofun.com
www.oncoverpage.com
www.fakemagazines.com
www.magmypic.com