Posted by jinson on 10:57
কম্পিউটারের গতি বৃদ্ধি করতে হলে বেশি RAMর বিকল্প নেই। কিন্তু যাদের অল্প RAM আছে কিংবা কম্পিউটার বেশ পুরনো হয়েছে, তাদের কী হবে? আবার শুধু বেশি RAM থাকলে হবে না, কম্পিউটার ঠিকমত পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে, খুব বেশি প্রোগ্রাম ইনস্টল করলে যে কোনো কম্পিউটার ক্রমে ধীরগতিসম্পন্ন হয়ে যাবে। সাধারণত নিচের পদ্ধতি অনুসরণ করে আপনার কম্পিউটারটির গতি বৃদ্ধি করতে পারেন।
—স্টার্ট মেন্যু রানে গিয়ে tree লিখে এন্টার দিন।
—স্টার্ট মেন্যু রানে গিয়ে prefetch লিখে এন্টার দিন। একটি নতুন উইন্ডোতে যে ফাইলগুলো আসবে তার সবক’টা ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু রানে গিয়ে temp লিখে এন্টার দিন এবং টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু রানে গিয়ে %temp% লিখে এন্টার দিন। যে টেম্পোরারি ফাইলগুলো আসবে সেগুলো ডিলিট করুন। যে টেম্পোরারি ফাইলটি ডিলিট হচ্ছে না সেটি বাদ দিয়ে অন্যগুলো ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু সার্চে গিয়ে .hak লিখে এন্টার দিন। এবার ব্যাকআপ ফাইলগুলো ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু সার্চে গিয়ে .tmp লিখে এন্টার দিন এবং টেম্প ফাইলগুলো ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু সার্চে গিয়ে recent লিখে এন্টার দিন। রিসেন্ট ফাইলগুলো ডিলিট করুন।
—হার্ডডিস্কের ওপর ডান মাউস ক্লিক করে প্রোপার্টিজে ক্লিক করুন এবং ‘ডিস্ক ক্লিনআপ’ অপশনটি ব্যবহার করুন। এভাবে প্রতিটি হার্ডড্রাইভে তা করুন।
—মাই কম্পিউটার ‘টুল্স অপশন’ ফোল্ডার অপশন ভিউ ট্যাবশো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স সি ড্রাইভ ডকুমেন্ট অ্যান্ড সেটিংস যে নামে কম্পিউটারটি আছে সেই ফোল্ডার লোকাল সেটিংস (অস্পষ্টটি) ‘টেম্প’ এবং ‘টেম্পোরারি ইন্টারনেট ফাইলস’—এবার এই দুটি ফোল্ডার থেকে ইন্টারনেটের টেম্প ফাইলগুলো ডিলিট করুন।
—প্রতি মাসে অন্তত একবার ডিস্ক ডিফ্রাগমেন্টেশন করুন।
—অপ্রয়োজনীয় প্রোগ্রাম ইনস্টল করবেন না। করে থাকলে তা আনইনস্টল করুন।
—বিনামূল্যের CCleaner সফটওয়্যারটি http://www.filehippo.com থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
—উল্লিখিত কৌশলগুলো আপনার কাজের ধরন অনুযায়ী দু-এক সপ্তাহ পরপর নিয়মিত করুন।
Categories: