কম্পিউটারের গতি বৃদ্ধি করতে হলে বেশি RAMর বিকল্প নেই। কিন্তু যাদের অল্প RAM আছে কিংবা কম্পিউটার বেশ পুরনো হয়েছে, তাদের কী হবে? আবার শুধু বেশি RAM থাকলে হবে না, কম্পিউটার ঠিকমত পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে, খুব বেশি প্রোগ্রাম ইনস্টল করলে যে কোনো কম্পিউটার ক্রমে ধীরগতিসম্পন্ন হয়ে যাবে। সাধারণত নিচের পদ্ধতি অনুসরণ করে আপনার কম্পিউটারটির গতি বৃদ্ধি করতে পারেন।
—স্টার্ট মেন্যু রানে গিয়ে tree লিখে এন্টার দিন।
—স্টার্ট মেন্যু রানে গিয়ে prefetch লিখে এন্টার দিন। একটি নতুন উইন্ডোতে যে ফাইলগুলো আসবে তার সবক’টা ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু রানে গিয়ে temp লিখে এন্টার দিন এবং টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু রানে গিয়ে %temp% লিখে এন্টার দিন। যে টেম্পোরারি ফাইলগুলো আসবে সেগুলো ডিলিট করুন। যে টেম্পোরারি ফাইলটি ডিলিট হচ্ছে না সেটি বাদ দিয়ে অন্যগুলো ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু সার্চে গিয়ে .hak লিখে এন্টার দিন। এবার ব্যাকআপ ফাইলগুলো ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু সার্চে গিয়ে .tmp লিখে এন্টার দিন এবং টেম্প ফাইলগুলো ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু সার্চে গিয়ে recent লিখে এন্টার দিন। রিসেন্ট ফাইলগুলো ডিলিট করুন।
—হার্ডডিস্কের ওপর ডান মাউস ক্লিক করে প্রোপার্টিজে ক্লিক করুন এবং ‘ডিস্ক ক্লিনআপ’ অপশনটি ব্যবহার করুন। এভাবে প্রতিটি হার্ডড্রাইভে তা করুন।
—মাই কম্পিউটার ‘টুল্স অপশন’ ফোল্ডার অপশন ভিউ ট্যাবশো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স সি ড্রাইভ ডকুমেন্ট অ্যান্ড সেটিংস যে নামে কম্পিউটারটি আছে সেই ফোল্ডার লোকাল সেটিংস (অস্পষ্টটি) ‘টেম্প’ এবং ‘টেম্পোরারি ইন্টারনেট ফাইলস’—এবার এই দুটি ফোল্ডার থেকে ইন্টারনেটের টেম্প ফাইলগুলো ডিলিট করুন।
—প্রতি মাসে অন্তত একবার ডিস্ক ডিফ্রাগমেন্টেশন করুন।
—অপ্রয়োজনীয় প্রোগ্রাম ইনস্টল করবেন না। করে থাকলে তা আনইনস্টল করুন।
—বিনামূল্যের CCleaner সফটওয়্যারটি http://www.filehippo.com থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
—উল্লিখিত কৌশলগুলো আপনার কাজের ধরন অনুযায়ী দু-এক সপ্তাহ পরপর নিয়মিত করুন।
10:57 Unknown
কম্পিউটারের গতি বৃদ্ধি করতে হলে বেশি RAMর বিকল্প নেই। কিন্তু যাদের অল্প RAM আছে কিংবা কম্পিউটার বেশ পুরনো হয়েছে, তাদের কী হবে? আবার শুধু বেশি RAM থাকলে হবে না, কম্পিউটার ঠিকমত পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে, খুব বেশি প্রোগ্রাম ইনস্টল করলে যে কোনো কম্পিউটার ক্রমে ধীরগতিসম্পন্ন হয়ে যাবে। সাধারণত নিচের পদ্ধতি অনুসরণ করে আপনার কম্পিউটারটির গতি বৃদ্ধি করতে পারেন।
—স্টার্ট মেন্যু রানে গিয়ে tree লিখে এন্টার দিন।
—স্টার্ট মেন্যু রানে গিয়ে prefetch লিখে এন্টার দিন। একটি নতুন উইন্ডোতে যে ফাইলগুলো আসবে তার সবক’টা ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু রানে গিয়ে temp লিখে এন্টার দিন এবং টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু রানে গিয়ে %temp% লিখে এন্টার দিন। যে টেম্পোরারি ফাইলগুলো আসবে সেগুলো ডিলিট করুন। যে টেম্পোরারি ফাইলটি ডিলিট হচ্ছে না সেটি বাদ দিয়ে অন্যগুলো ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু সার্চে গিয়ে .hak লিখে এন্টার দিন। এবার ব্যাকআপ ফাইলগুলো ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু সার্চে গিয়ে .tmp লিখে এন্টার দিন এবং টেম্প ফাইলগুলো ডিলিট করুন।
—স্টার্ট মেন্যু সার্চে গিয়ে recent লিখে এন্টার দিন। রিসেন্ট ফাইলগুলো ডিলিট করুন।
—হার্ডডিস্কের ওপর ডান মাউস ক্লিক করে প্রোপার্টিজে ক্লিক করুন এবং ‘ডিস্ক ক্লিনআপ’ অপশনটি ব্যবহার করুন। এভাবে প্রতিটি হার্ডড্রাইভে তা করুন।
—মাই কম্পিউটার ‘টুল্স অপশন’ ফোল্ডার অপশন ভিউ ট্যাবশো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স সি ড্রাইভ ডকুমেন্ট অ্যান্ড সেটিংস যে নামে কম্পিউটারটি আছে সেই ফোল্ডার লোকাল সেটিংস (অস্পষ্টটি) ‘টেম্প’ এবং ‘টেম্পোরারি ইন্টারনেট ফাইলস’—এবার এই দুটি ফোল্ডার থেকে ইন্টারনেটের টেম্প ফাইলগুলো ডিলিট করুন।
—প্রতি মাসে অন্তত একবার ডিস্ক ডিফ্রাগমেন্টেশন করুন।
—অপ্রয়োজনীয় প্রোগ্রাম ইনস্টল করবেন না। করে থাকলে তা আনইনস্টল করুন।
—বিনামূল্যের CCleaner সফটওয়্যারটি http://www.filehippo.com থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
—উল্লিখিত কৌশলগুলো আপনার কাজের ধরন অনুযায়ী দু-এক সপ্তাহ পরপর নিয়মিত করুন।

২০১১ সালের HSC পরীক্ষা আগামী ৫ এপ্রিল শুরু হবে।পরীক্ষার রুটিন নিচের লিংক থেকে ডাওনলোড করে নিন- http://www.dhakaeducationboard.gov.bd/?p=1753

08:56 Unknown

২০১১ সালের HSC পরীক্ষা আগামী ৫ এপ্রিল শুরু হবে।পরীক্ষার রুটিন নিচের লিংক থেকে ডাওনলোড করে নিন- http://www.dhakaeducationboard.gov.bd/?p=1753

সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজে প্রায় সময় NTLDR Missing দেখায়। এর বিভিন্ন ধরনের কারণ থাকে এগুলো হল হার্ডডিস্কে ক্যাবল ভালোভাবে লাগানো না থাকলে, হঠাত্ করে কম্পিউটার অফ হলে সঠিকভাবে বায়োজ সেটআপ না থাকলে ভাইরাসের কারণেও এ সমস্যা হতে পারে। ফলে আমরা আবার অপারেটিং সিস্টেম ইনস্টল করি। এতে অনেক সময় নষ্ট হয়। আমরা উইন্ডোজ ইনস্টল ছাড়া এ সমস্যা সমাধান করতে পারি।
কাজটা করার আগে প্রাথমিক কিছু কাজ করে দেখতে হবে সমাধান হয় কি না। যেমন : হার্ডডিস্কের ক্যাবলগুলো ভালোভাবে লাগানো আছে কি না আবার অনেক সময় কম্পিউটার রিসেট দিলেও ঠিক হয়। তাহলে আসুন আমরা মূল কাজটা করে ফেলি।
এর জন্য প্রথমে উইন্ডোজের সিডিটি সিডি ড্রাইভে প্রবেশ করাতে হবে। তারপর বায়োস এ প্রবেশ করে First boot device cd/dvd drive করে সেভ করলে কম্পিউটার রিসেট হবে। আবার ওপেন হওয়ার সময় press any key to continue... এলে কি-বোর্ড থেকে যে কোনো একটা কি press করতে হবে। কম্পিউটার কিছুক্ষণ কাজ করার পর নিচের সাদা বারের মধ্যে কিছু কমান্ড আসবে Enter=Continue, R=Reapir, F3=Quit। আমরা R press করব। কম্পিউটার ডস মুডে আসবে, এবার উইন্ডোজ নির্বাচন করব। নির্বাচনের জন্য ১ চাপতে হবে এবং Administrator password দিয়ে এন্টার করতে হবে। পাসওয়ার্ড না থাকলে শুধু এন্টার করলে উইন্ডোজ যে ড্রাইভে আছে সে ড্রাইভে প্রবেশ করতে হবে। এখন copy G:\i386\ntldr C:\ লিখে এন্টার করে আবার copy G:\i386\ntdetect.com C:\ লিখে এন্টার করতে হবে। তাহলে সিডি থেকে ফাইল দুটি কপি হবে। এবার সিডি থেকে উইন্ডোজের সিডিটা বের করে কম্পিউটার রিসেট করলে কম্পিউটার ওপেন হয়ে যাবে।
(বি:দ্র: এখানে এ:\ বলতে সিডি বা ডিভিডি ড্রাইভ যে ড্রাইভ লেটার শো করে সেটা টাইপ করতে হবে)
11:01 Unknown
সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজে প্রায় সময় NTLDR Missing দেখায়। এর বিভিন্ন ধরনের কারণ থাকে এগুলো হল হার্ডডিস্কে ক্যাবল ভালোভাবে লাগানো না থাকলে, হঠাত্ করে কম্পিউটার অফ হলে সঠিকভাবে বায়োজ সেটআপ না থাকলে ভাইরাসের কারণেও এ সমস্যা হতে পারে। ফলে আমরা আবার অপারেটিং সিস্টেম ইনস্টল করি। এতে অনেক সময় নষ্ট হয়। আমরা উইন্ডোজ ইনস্টল ছাড়া এ সমস্যা সমাধান করতে পারি।
কাজটা করার আগে প্রাথমিক কিছু কাজ করে দেখতে হবে সমাধান হয় কি না। যেমন : হার্ডডিস্কের ক্যাবলগুলো ভালোভাবে লাগানো আছে কি না আবার অনেক সময় কম্পিউটার রিসেট দিলেও ঠিক হয়। তাহলে আসুন আমরা মূল কাজটা করে ফেলি।
এর জন্য প্রথমে উইন্ডোজের সিডিটি সিডি ড্রাইভে প্রবেশ করাতে হবে। তারপর বায়োস এ প্রবেশ করে First boot device cd/dvd drive করে সেভ করলে কম্পিউটার রিসেট হবে। আবার ওপেন হওয়ার সময় press any key to continue... এলে কি-বোর্ড থেকে যে কোনো একটা কি press করতে হবে। কম্পিউটার কিছুক্ষণ কাজ করার পর নিচের সাদা বারের মধ্যে কিছু কমান্ড আসবে Enter=Continue, R=Reapir, F3=Quit। আমরা R press করব। কম্পিউটার ডস মুডে আসবে, এবার উইন্ডোজ নির্বাচন করব। নির্বাচনের জন্য ১ চাপতে হবে এবং Administrator password দিয়ে এন্টার করতে হবে। পাসওয়ার্ড না থাকলে শুধু এন্টার করলে উইন্ডোজ যে ড্রাইভে আছে সে ড্রাইভে প্রবেশ করতে হবে। এখন copy G:\i386\ntldr C:\ লিখে এন্টার করে আবার copy G:\i386\ntdetect.com C:\ লিখে এন্টার করতে হবে। তাহলে সিডি থেকে ফাইল দুটি কপি হবে। এবার সিডি থেকে উইন্ডোজের সিডিটা বের করে কম্পিউটার রিসেট করলে কম্পিউটার ওপেন হয়ে যাবে।
(বি:দ্র: এখানে এ:\ বলতে সিডি বা ডিভিডি ড্রাইভ যে ড্রাইভ লেটার শো করে সেটা টাইপ করতে হবে)
ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্স ব্যবহারকারীরা চাইলেই ব্রাউজার থেকে স্বয়ংক্রিয়ভাবে সর্বশেষ ক্রিকেট ফলাফল জেনে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ‘স্কোর ওয়াচ’ নামের একটি প্রোগ্রাম। এটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/scorewatch ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করুন। খেয়াল করুন, ব্রাউজারের নিচে ডান দিকে নতুন একটি ক্রিকেট আইকন এসেছে। এখানে ক্লিক করে আপনি চলতি খেলার সর্বশেষ আপডেট স্কোর দেখতে পাবেন। Preference অপশন থেকে Wicket alert অপশনটি চালু রাখলে উইকেট পতনের সঙ্গে সঙ্গে ব্রাউজারে অ্যালার্ট আসবে।
10:57 Unknown
ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্স ব্যবহারকারীরা চাইলেই ব্রাউজার থেকে স্বয়ংক্রিয়ভাবে সর্বশেষ ক্রিকেট ফলাফল জেনে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ‘স্কোর ওয়াচ’ নামের একটি প্রোগ্রাম। এটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/scorewatch ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স বন্ধ করে আবার চালু করুন। খেয়াল করুন, ব্রাউজারের নিচে ডান দিকে নতুন একটি ক্রিকেট আইকন এসেছে। এখানে ক্লিক করে আপনি চলতি খেলার সর্বশেষ আপডেট স্কোর দেখতে পাবেন। Preference অপশন থেকে Wicket alert অপশনটি চালু রাখলে উইকেট পতনের সঙ্গে সঙ্গে ব্রাউজারে অ্যালার্ট আসবে।
কম্পিউটারে কাজ করতে গিয়ে অনেক সময় চোখে সমস্যা দেখা দেয়। সাধারণত মনিটরের আলো দিনে যতটুকু উজ্জ্বল দেখা যায় রাতেও ততটুকু উজ্জ্বল দেখা যায়। যার ফলে রাতে দীর্ঘ সময় কাজ করলে মনিটরে লেখা বা ছবি ঝাপসা লাগে। দিন-রাতের আলোর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মনিটরের আলো পরিবর্তন হয় না বলেই এ সমস্যা দেখা দেয়।
‘ফ্লাক্স’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করে মনিটরের আলো নিয়ন্ত্রণ করতে পারেন। মাত্র ৫৪৬ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://ziddu.com/download/ 9813854/Fluxbywww.techinfo.tk.zip.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। জিপ ফাইলটি আনজিপ করুন।
এরপর সফটওয়্যারটি ইনস্টল করুন। সফটওয়্যারটি চালু করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। দিন-রাতের আলোর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি মনিটরের আলো পরিবর্তন করবে। খেয়াল করুন, সবার নিচে ডানে টাস্কবারে সফটওয়্যারটির আইকন রয়েছে, এখান থেকে আপনি মনিটরের আলোর সেটিংস নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন।
08:31 Unknown
কম্পিউটারে কাজ করতে গিয়ে অনেক সময় চোখে সমস্যা দেখা দেয়। সাধারণত মনিটরের আলো দিনে যতটুকু উজ্জ্বল দেখা যায় রাতেও ততটুকু উজ্জ্বল দেখা যায়। যার ফলে রাতে দীর্ঘ সময় কাজ করলে মনিটরে লেখা বা ছবি ঝাপসা লাগে। দিন-রাতের আলোর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মনিটরের আলো পরিবর্তন হয় না বলেই এ সমস্যা দেখা দেয়।
‘ফ্লাক্স’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করে মনিটরের আলো নিয়ন্ত্রণ করতে পারেন। মাত্র ৫৪৬ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://ziddu.com/download/ 9813854/Fluxbywww.techinfo.tk.zip.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। জিপ ফাইলটি আনজিপ করুন।
এরপর সফটওয়্যারটি ইনস্টল করুন। সফটওয়্যারটি চালু করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। দিন-রাতের আলোর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি মনিটরের আলো পরিবর্তন করবে। খেয়াল করুন, সবার নিচে ডানে টাস্কবারে সফটওয়্যারটির আইকন রয়েছে, এখান থেকে আপনি মনিটরের আলোর সেটিংস নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন।
বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেকেরই ফটোশপের ওপর কাজ করা হয়ে উঠে না। কারণগুলো অনেক রকম হতে পারে, যেমন কেউবা অন্য অপারেটিং সিস্টেম ইউজ করছেন যাতে ফটোশপের এক্সিকিউটিভ ফাইল সাপোর্ট করে না, আবার কেউবা সঠিক জ্ঞানের অভাবে এতে কাজ থেকে বঞ্চিত হয়। কিন্তু তাই বলে কারও ছবি এডিট বা একটু ডিজাইন করতে মন চায় না, তা ভুল কথা। তবে কোনোরকম কাজের জ্ঞান ছাড়াই ছবিকে করে তুলতে পারবেন চমত্কার সব ডিজাইন দিয়ে, তাও একটি নয়, দুটি নয় মোট ১৯৫টি ডিজাইনে!
ঢ়যড়ঃড়ভঁহরধ.পড়স নামের ওয়েবসাইটটিতে গেলে প্রথমেই দেখতে পাবেন মোট ১৯৫টি ডিজাইন পরিবেশন করা হয়েছে, যাতে বিভিন্ন ডিজাইনের আউটপুট দেয়া আছে। এর মধ্যে বিভিন্ন ধরনের ফটো এক্সটেনশন সাপোর্ট করে এবং আউটপুট দেয়, যেগুলো হলো JPG/JPEG (Joint Photographic Experts Group), GIF, PNG (Portable Network Graphics). তবে ছবিটা বা ভিডিওটা ১০ মেগাবাইটের মধ্যে হতে হবে।
এর জন্য প্রথমে ফটোফানিয়া সাইটে যান, তারপর ১৯৫টা ডিজাইন থেকে যেকোন একটা ডিজাইন সিলেক্ট করুন। এ ক্ষেত্রে আপনি হয়তো Newspaper ডিজাইনটা সিলেক্ট করেছেন। ডিজাইনটির ডানে Choose File বা ছবি নির্বাচন আছে, ছবি বা স্টিল পিকচার হলে Browse চাপুন আর ভিডিওকে ডিজাইন করতে ডানের ভিডিওর চিহ্ন ক্লিক করুন।
এখন আপলোড হতে থাকবে এবং আপনার নেট স্পিড ও ফাইল সাইজ অনুযায়ী সময়ক্ষেপণ হবে। আপলোড শেষে স্কয়ার সাইজে ক্রপ করার অপশন দেবে। তবে মনে রাখবেন রেশিও ১:১।
ক্রপ শেষে আপনাকে ক্রপকৃত অংশ দেখাবে, ভালো লাগলে এঙ চেপে এগিয়ে যান আর অন্য অংশ ক্রপ করতে চাইলে ঊউওঞ করে নিন
ব্যস! আপনার আউটপুট চলে এসেছে। দেখুন কি চমত্কার একটা ডিজাইন হয়ে গেল খুব সহজে।
এখন আপনি ইচ্ছে করলে আপনার পিসিতে সে ফাইলটা সেভ করে রাখতে পারেন বা পোস্টকার্ড হিসেবেও কাউকে পাঠাতে পারেন। আবার ইচ্ছে হলে এখান থেকে সরাসরি বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে শেয়ার করতেও পারেন। সাইটগুলো হলো : ফেসবুক, মাই-স্পেস, হায়৫, টুইটার, অরকুট, ফ্রেন্ডস্টারসহ যেকোন ব্লগ বা ওয়েব সাইট বা যে কোন ফোরামে। আবার পেতে পারেন সরাসরি লিঙ্কও।
এরকম আরও কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা হলো—
http://www.befunky.com
http://www.dumpr.net
http://www.fotocrib.com
http://www.fototrix.com
http://funny.pho.to
http://funphotobox.com
http://jpgfun.com
http://www.hairmixer.com
http://www.loonapix.com
http://www.magmypic.com
http://www.picartia.com
http://www.photo505.com
http://www.photovisi.com
http://www.pizap.com/application.php
http://www.writeonit.org
08:41 Unknown
বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেকেরই ফটোশপের ওপর কাজ করা হয়ে উঠে না। কারণগুলো অনেক রকম হতে পারে, যেমন কেউবা অন্য অপারেটিং সিস্টেম ইউজ করছেন যাতে ফটোশপের এক্সিকিউটিভ ফাইল সাপোর্ট করে না, আবার কেউবা সঠিক জ্ঞানের অভাবে এতে কাজ থেকে বঞ্চিত হয়। কিন্তু তাই বলে কারও ছবি এডিট বা একটু ডিজাইন করতে মন চায় না, তা ভুল কথা। তবে কোনোরকম কাজের জ্ঞান ছাড়াই ছবিকে করে তুলতে পারবেন চমত্কার সব ডিজাইন দিয়ে, তাও একটি নয়, দুটি নয় মোট ১৯৫টি ডিজাইনে!
ঢ়যড়ঃড়ভঁহরধ.পড়স নামের ওয়েবসাইটটিতে গেলে প্রথমেই দেখতে পাবেন মোট ১৯৫টি ডিজাইন পরিবেশন করা হয়েছে, যাতে বিভিন্ন ডিজাইনের আউটপুট দেয়া আছে। এর মধ্যে বিভিন্ন ধরনের ফটো এক্সটেনশন সাপোর্ট করে এবং আউটপুট দেয়, যেগুলো হলো JPG/JPEG (Joint Photographic Experts Group), GIF, PNG (Portable Network Graphics). তবে ছবিটা বা ভিডিওটা ১০ মেগাবাইটের মধ্যে হতে হবে।
এর জন্য প্রথমে ফটোফানিয়া সাইটে যান, তারপর ১৯৫টা ডিজাইন থেকে যেকোন একটা ডিজাইন সিলেক্ট করুন। এ ক্ষেত্রে আপনি হয়তো Newspaper ডিজাইনটা সিলেক্ট করেছেন। ডিজাইনটির ডানে Choose File বা ছবি নির্বাচন আছে, ছবি বা স্টিল পিকচার হলে Browse চাপুন আর ভিডিওকে ডিজাইন করতে ডানের ভিডিওর চিহ্ন ক্লিক করুন।
এখন আপলোড হতে থাকবে এবং আপনার নেট স্পিড ও ফাইল সাইজ অনুযায়ী সময়ক্ষেপণ হবে। আপলোড শেষে স্কয়ার সাইজে ক্রপ করার অপশন দেবে। তবে মনে রাখবেন রেশিও ১:১।
ক্রপ শেষে আপনাকে ক্রপকৃত অংশ দেখাবে, ভালো লাগলে এঙ চেপে এগিয়ে যান আর অন্য অংশ ক্রপ করতে চাইলে ঊউওঞ করে নিন
ব্যস! আপনার আউটপুট চলে এসেছে। দেখুন কি চমত্কার একটা ডিজাইন হয়ে গেল খুব সহজে।
এখন আপনি ইচ্ছে করলে আপনার পিসিতে সে ফাইলটা সেভ করে রাখতে পারেন বা পোস্টকার্ড হিসেবেও কাউকে পাঠাতে পারেন। আবার ইচ্ছে হলে এখান থেকে সরাসরি বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে শেয়ার করতেও পারেন। সাইটগুলো হলো : ফেসবুক, মাই-স্পেস, হায়৫, টুইটার, অরকুট, ফ্রেন্ডস্টারসহ যেকোন ব্লগ বা ওয়েব সাইট বা যে কোন ফোরামে। আবার পেতে পারেন সরাসরি লিঙ্কও।
এরকম আরও কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা হলো—
http://www.befunky.com
http://www.dumpr.net
http://www.fotocrib.com
http://www.fototrix.com
http://funny.pho.to
http://funphotobox.com
http://jpgfun.com
http://www.hairmixer.com
http://www.loonapix.com
http://www.magmypic.com
http://www.picartia.com
http://www.photo505.com
http://www.photovisi.com
http://www.pizap.com/application.php
http://www.writeonit.org
ইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভাইরাসের কারণে, অসাবধানে বা অন্য কোন কারণে ফাইল মুছে যেতে পারে। কিন্ত্ম এই মুছে যাওয়া ফাইল যদি দরকার পরে তাহলে তা আবার ফিরিয়ে আনতে হয়। মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনা যায় সিস্টেম রিস্টোর করে বা কোন ফাইল রিকভারি সফটওয়্যারের সাহায্যে। ফাইল রিকভারি সফটওয়্যারগুলোর মধ্যে দারুন একটি ফ্রি সফটওয়্যার হচ্ছে রিকুভা। ৪ মেগাবাইটের মত ফ্রি এই সফটওয়্যারটি দ্বারা সহজেই মুছে যাওয়া ফাইল পুনরুদ্ধার করা যায়। সফটওয়্যারটি www.piriform.com/recuva থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করার পরে চালু করুম্নন। এবার নির্দিষ্ট ড্রাইভ (প্রয়োজনে নির্দিষ্ট ফাইল ক্যাটাগরি) নির্বাচন করে ঝপধহ বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে মুছে যাওয়া ফাইলগুলো দেখাবে। এবার যে যে ফাইলগুলো উদ্ধার করতে চান সেগুলো নির্বাচন করে ডানে recover বাটনে ক্লিক করে কোথায় সেভ করবেন তা browse সিলেক্ট করুন।
19:00 Unknown
ইন্ডোজ অপারেটিং সিস্টেমে ভাইরাসের কারণে, অসাবধানে বা অন্য কোন কারণে ফাইল মুছে যেতে পারে। কিন্ত্ম এই মুছে যাওয়া ফাইল যদি দরকার পরে তাহলে তা আবার ফিরিয়ে আনতে হয়। মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনা যায় সিস্টেম রিস্টোর করে বা কোন ফাইল রিকভারি সফটওয়্যারের সাহায্যে। ফাইল রিকভারি সফটওয়্যারগুলোর মধ্যে দারুন একটি ফ্রি সফটওয়্যার হচ্ছে রিকুভা। ৪ মেগাবাইটের মত ফ্রি এই সফটওয়্যারটি দ্বারা সহজেই মুছে যাওয়া ফাইল পুনরুদ্ধার করা যায়। সফটওয়্যারটি www.piriform.com/recuva থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করার পরে চালু করুম্নন। এবার নির্দিষ্ট ড্রাইভ (প্রয়োজনে নির্দিষ্ট ফাইল ক্যাটাগরি) নির্বাচন করে ঝপধহ বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে মুছে যাওয়া ফাইলগুলো দেখাবে। এবার যে যে ফাইলগুলো উদ্ধার করতে চান সেগুলো নির্বাচন করে ডানে recover বাটনে ক্লিক করে কোথায় সেভ করবেন তা browse সিলেক্ট করুন।
নানা কারনে মজিলা ফায়ারফক্স ব্রাউজারের গতি কমে যায়অনেক সময় ব্রাউজার ওপেন করতে বেশ সময় লাগেস্পীডি ফক্স নামের একটি সফটওয়্যারের সাহায্যে এসব সমস্যার সমাধান করতে পারেনমাত্র ৪৫৮ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি  Speedy Fox ঠিকানা থেকে নামিয়ে নিনএরপর জিপ ফাইলটি ওপেন করুনসফটওয়্যারটি বহনযোগ্য (পোর্টেবল) বলে ইনস্টলের ঝামেলা নেইসফটওয়্যারটি ওপেন করে Speed up my firefox বাটনে ক্লীক করুন,তাহলেই ফায়ারফক্সের পারফরম্যান্স আগের চেয়ে অনেক ভালো হবেস্পীডি ফক্স ব্যবহারের সময় ফায়ারফক্স চালু থাকলে তা বন্ধ করে নিতে হবে
08:26 Unknown
নানা কারনে মজিলা ফায়ারফক্স ব্রাউজারের গতি কমে যায়অনেক সময় ব্রাউজার ওপেন করতে বেশ সময় লাগেস্পীডি ফক্স নামের একটি সফটওয়্যারের সাহায্যে এসব সমস্যার সমাধান করতে পারেনমাত্র ৪৫৮ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি  Speedy Fox ঠিকানা থেকে নামিয়ে নিনএরপর জিপ ফাইলটি ওপেন করুনসফটওয়্যারটি বহনযোগ্য (পোর্টেবল) বলে ইনস্টলের ঝামেলা নেইসফটওয়্যারটি ওপেন করে Speed up my firefox বাটনে ক্লীক করুন,তাহলেই ফায়ারফক্সের পারফরম্যান্স আগের চেয়ে অনেক ভালো হবেস্পীডি ফক্স ব্যবহারের সময় ফায়ারফক্স চালু থাকলে তা বন্ধ করে নিতে হবে
১. কোরআন শরীফ
http://quraanshareef.org/
২. হাদিস শরীফ
http://www.hadithshareef.org/
৩. বাংলা কিতাব
http://www.banglakitab.com/index.htm
৪. বিভিন্ন ইসলামিক আর্টিকেল পড়তে
http://islamibd.com/home
৫. কোরআন শরীফের এমপিথ্রি ডাউনলোড করতে চাইলে
http://freequranmp3.com
৬. ইসলাম পিডিয়া
http://islampedia.info/index.php
৭. জাকাত গাইড
http://www.zakatguide.org
৮. ইসলাম হাউস
http://www.islamhouse.com/s/9739
৯. ইসলাম নামাজ ও তাসাউফ শিক্ষা
http://www.intsbanglabook.com
১০. বিডি ইসলাম
http://www.bdislam.com
১১. ইসলাম নেটডটকম
http://www.islam.net.bd
১২. মাসিক-আত-তাহরীক
http://www.at-tahreek.com
১৩. কোরআন শরীফ (আরবি-বাংলা ও ইংরেজি অর্থসহ)
http://islamdharma.com/
১৪. কোরআন শরীফ এমপি থ্রি (আরবি-বাংলা-ইংরেজি)
http://quranbangla.weebly.com/index.html
১৫. কোরআনের আলো
http://www.quraneralo.com
08:00 Unknown
১. কোরআন শরীফ
http://quraanshareef.org/
২. হাদিস শরীফ
http://www.hadithshareef.org/
৩. বাংলা কিতাব
http://www.banglakitab.com/index.htm
৪. বিভিন্ন ইসলামিক আর্টিকেল পড়তে
http://islamibd.com/home
৫. কোরআন শরীফের এমপিথ্রি ডাউনলোড করতে চাইলে
http://freequranmp3.com
৬. ইসলাম পিডিয়া
http://islampedia.info/index.php
৭. জাকাত গাইড
http://www.zakatguide.org
৮. ইসলাম হাউস
http://www.islamhouse.com/s/9739
৯. ইসলাম নামাজ ও তাসাউফ শিক্ষা
http://www.intsbanglabook.com
১০. বিডি ইসলাম
http://www.bdislam.com
১১. ইসলাম নেটডটকম
http://www.islam.net.bd
১২. মাসিক-আত-তাহরীক
http://www.at-tahreek.com
১৩. কোরআন শরীফ (আরবি-বাংলা ও ইংরেজি অর্থসহ)
http://islamdharma.com/
১৪. কোরআন শরীফ এমপি থ্রি (আরবি-বাংলা-ইংরেজি)
http://quranbangla.weebly.com/index.html
১৫. কোরআনের আলো
http://www.quraneralo.com

বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় ফেসবুক হ্যাকিং। তিল তিল করে গড়ে ওঠা ফেসবুক পরিবার নিমিষেই ভেঙে যাচ্ছে হ্যাকিংয়ের কবলে পড়ে। কিন্তু অনেকেরই জানা নেই, সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলেই এসব হ্যাকিং থামানো সম্ভব।
—ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার প্রথম উপায় হলো ফেসবুক সংশ্লিষ্ট মেইল এবং মূল ফেসবুকের পাসওয়ার্ড ভিন্ন রাখা। হ্যাকাররা হ্যাকের পরই প্রথম লক্ষ থাকে ই-মেইল এড্রেসটা বদলে ফেলা। আর কোনোক্রমে ই-মেইল এড্রেসটি বদলে ফেলতে পারলে আর হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে যায়। কারণ হ্যাকিং হওয়ার পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার একমাত্র উপায় হলো ই-মেইল এড্রেস।
—ফেসবুকের কোথাও পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হলে প্রথমেই দেখে নিতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের এড্রেস কিনা। অনেক সময় কাছাকছি এড্রেসের এবং দেখতে সম্পূর্ণ ফেসবুকের ওয়েবসাইটের মতো সাইটগুলোতে পাসওয়ার্ড দিলেই সাইটটি হ্যাক হয়ে যায়। facebook.com-এর পরিবর্তে যদি facebookie.com, facabook.com ইত্যাদি রকম দেখা যায় তবে কখনোই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া যাবে না।
—পাবলিক কম্পিউটারে বসলে কাজের শেষে অবশ্যই লগআউট করতে হবে। এবং পাবলিক কম্পিউটারে কখনোই পাসওয়ার্ড রিমেম্বার দেয়া যাবে না।
—যে কোনো ই-মেইল পাসওয়ার্ড দেয়ার আগে দেখে নিতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের কিনা।
—কম্পিউটারকে সব সময় ম্যালওয়ার ভাইরাস থেকে মুক্ত রাখতে হবে। এগুলো অনেক সময় পাসওয়ার্ড চুরি করে নিয়ে যায়।
—কখনও কোথাও থেকে আসা Facebook Password Reset Confirmation এরকম মেইলে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করা যাবে না।
—পাবলিক কম্পিউটারে বসলে কাজ শেষে অবশ্যই cache এবং cookies ডিলেট করতে হবে।
—ফেসবুক প্রোফাইলে কোনোরকম অস্বাভাবিক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে হবে।
—মেইলে আসা সফটওয়্যার না বুঝে সেটআপ দেয়া যাবে না। অনেক সময় দেখা যায়, ফাইলটি দেখতে ভিডিও বা অডিও ফাইল মনে হচ্ছে কিন্তু আসলে এটি একটি সেটআপ ফাইল, যেটি সেটআপ দিলেই কম্পিউটারের পাসওয়ার্ড চলে যাবে দুর্বৃত্তদের কাছে।
—এছাড়া মাঝে মাঝেই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত।
—হ্যাক হওয়ার পরও একাউন্টটি ডিলেট করা যাবে না। কারণ হ্যাকিং হওয়ার পরও অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার কোনো না কোনো উপায় থাকে।
ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার পর এটি পুনরুদ্ধার করতে যা যা করণীয় তা হলো—
—যদি ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয় এবং মেইল একাউন্টটি ঠিক থাকে তবে এই লিঙ্ক থেকে রিকয়েস্ট পাঠালে পাসওয়ার্ড সমাধান পাওয়া যাবে।
https://ssl.facebook.com/reset.php
—যদি ওপরের লিঙ্কে কাজ না হয় তবে পাসওয়ার্ডটি পাওয়ার জন্য নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।
http://www.facebook.com/help/identify.php?show_form=hack_login_changed
—যদি ই-মেইল এড্রেসটি পরিবর্তন হয়ে যায় তবে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে। ফর্মটি পূরণ করে পাঠালে ফেসবুকের কর্মকর্তারা যোগাযোগ করবে।
https://ssl.facebook.com/help/contact.php?show_form=hacked_self_recovery

08:00 Unknown

বর্তমান সময়ের একটি আলোচিত বিষয় ফেসবুক হ্যাকিং। তিল তিল করে গড়ে ওঠা ফেসবুক পরিবার নিমিষেই ভেঙে যাচ্ছে হ্যাকিংয়ের কবলে পড়ে। কিন্তু অনেকেরই জানা নেই, সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলেই এসব হ্যাকিং থামানো সম্ভব।
—ফেসবুক হ্যাকিং থেকে বাঁচার প্রথম উপায় হলো ফেসবুক সংশ্লিষ্ট মেইল এবং মূল ফেসবুকের পাসওয়ার্ড ভিন্ন রাখা। হ্যাকাররা হ্যাকের পরই প্রথম লক্ষ থাকে ই-মেইল এড্রেসটা বদলে ফেলা। আর কোনোক্রমে ই-মেইল এড্রেসটি বদলে ফেলতে পারলে আর হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে যায়। কারণ হ্যাকিং হওয়ার পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার একমাত্র উপায় হলো ই-মেইল এড্রেস।
—ফেসবুকের কোথাও পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হলে প্রথমেই দেখে নিতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের এড্রেস কিনা। অনেক সময় কাছাকছি এড্রেসের এবং দেখতে সম্পূর্ণ ফেসবুকের ওয়েবসাইটের মতো সাইটগুলোতে পাসওয়ার্ড দিলেই সাইটটি হ্যাক হয়ে যায়। facebook.com-এর পরিবর্তে যদি facebookie.com, facabook.com ইত্যাদি রকম দেখা যায় তবে কখনোই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া যাবে না।
—পাবলিক কম্পিউটারে বসলে কাজের শেষে অবশ্যই লগআউট করতে হবে। এবং পাবলিক কম্পিউটারে কখনোই পাসওয়ার্ড রিমেম্বার দেয়া যাবে না।
—যে কোনো ই-মেইল পাসওয়ার্ড দেয়ার আগে দেখে নিতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের কিনা।
—কম্পিউটারকে সব সময় ম্যালওয়ার ভাইরাস থেকে মুক্ত রাখতে হবে। এগুলো অনেক সময় পাসওয়ার্ড চুরি করে নিয়ে যায়।
—কখনও কোথাও থেকে আসা Facebook Password Reset Confirmation এরকম মেইলে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করা যাবে না।
—পাবলিক কম্পিউটারে বসলে কাজ শেষে অবশ্যই cache এবং cookies ডিলেট করতে হবে।
—ফেসবুক প্রোফাইলে কোনোরকম অস্বাভাবিক কিছু দেখলেই সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে হবে।
—মেইলে আসা সফটওয়্যার না বুঝে সেটআপ দেয়া যাবে না। অনেক সময় দেখা যায়, ফাইলটি দেখতে ভিডিও বা অডিও ফাইল মনে হচ্ছে কিন্তু আসলে এটি একটি সেটআপ ফাইল, যেটি সেটআপ দিলেই কম্পিউটারের পাসওয়ার্ড চলে যাবে দুর্বৃত্তদের কাছে।
—এছাড়া মাঝে মাঝেই ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত।
—হ্যাক হওয়ার পরও একাউন্টটি ডিলেট করা যাবে না। কারণ হ্যাকিং হওয়ার পরও অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার কোনো না কোনো উপায় থাকে।
ফেসবুক একাউন্ট হ্যাক হওয়ার পর এটি পুনরুদ্ধার করতে যা যা করণীয় তা হলো—
—যদি ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয় এবং মেইল একাউন্টটি ঠিক থাকে তবে এই লিঙ্ক থেকে রিকয়েস্ট পাঠালে পাসওয়ার্ড সমাধান পাওয়া যাবে।
https://ssl.facebook.com/reset.php
—যদি ওপরের লিঙ্কে কাজ না হয় তবে পাসওয়ার্ডটি পাওয়ার জন্য নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।
http://www.facebook.com/help/identify.php?show_form=hack_login_changed
—যদি ই-মেইল এড্রেসটি পরিবর্তন হয়ে যায় তবে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে। ফর্মটি পূরণ করে পাঠালে ফেসবুকের কর্মকর্তারা যোগাযোগ করবে।
https://ssl.facebook.com/help/contact.php?show_form=hacked_self_recovery

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে বিভিন্ন ধরনের সার্চ করা যায়। সার্চে এসব সুবিধা পেতে হয় এ্যাডভান্স সার্চে গিয়ে। কিন্তু ফায়ারফক্স ব্যবহারকারীরা গুগল ফিচার সার্চ এ্যাডঅন্স দ্বারা। এজন্য
https://addons.mozilla.org/en-US/firefox/addon/14394 থেকে এ্যাডঅন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন দেখবেন নতুন একটি টুলবার এসেছে।
এখানে Search ড্রপডাউনে ক্লিক করে যে বিষয়ে সার্চ করতে চান নির্বাচন করে ডানের টেক্সট বক্সে যা সার্চ করবেন তা লিখে এড় বাটনে ক্লিক করলেই হবে। ফলে গুগল সার্চের সর্বোচ্চ সুবিধা পেতে পারবেন সহজেই।
08:38 Unknown
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে বিভিন্ন ধরনের সার্চ করা যায়। সার্চে এসব সুবিধা পেতে হয় এ্যাডভান্স সার্চে গিয়ে। কিন্তু ফায়ারফক্স ব্যবহারকারীরা গুগল ফিচার সার্চ এ্যাডঅন্স দ্বারা। এজন্য
https://addons.mozilla.org/en-US/firefox/addon/14394 থেকে এ্যাডঅন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এখন দেখবেন নতুন একটি টুলবার এসেছে।
এখানে Search ড্রপডাউনে ক্লিক করে যে বিষয়ে সার্চ করতে চান নির্বাচন করে ডানের টেক্সট বক্সে যা সার্চ করবেন তা লিখে এড় বাটনে ক্লিক করলেই হবে। ফলে গুগল সার্চের সর্বোচ্চ সুবিধা পেতে পারবেন সহজেই।
আবহাওয়া
গুগলের মাধ্যমে যেকোনো শহরের আবহাওয়া জানতে ‘weather’ লিখে স্পেস দিয়ে শহরের নাম এবং অতঃপর দেশের কোড নেম লিখতে পারেন। যেমন বাংলাদেশের ক্ষেত্রে weatherdhaka,bd লিখে সার্চ দিন। পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত আবহাওয়ার সংবাদ।

সময়
বিশ্বের বিভিন্ন স্থানের এখন সময় জানতে আপনি দেখতে পারেন গুগলের টাইম সার্চ ফিচারটি। এক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে ‘time’ এবং শহরের নাম বা দেশের নাম। যেমন : ime uae লিখে সার্চ দিলে আপনি বাংলাদেশের সময় থেকে ২ ঘণ্টা সময় পেছনে পাবেন এবং সময় অবশ্যই ২৪ ঘণ্টা ফরমেটে পাবেন।

সূর্যোদয় বা সূর্যাস্ত

বিভিন্ন দেশের বা শহরের সূর্যাস্ত বা সূর্যোদয় জানতে টাইপ করুন ‘sunrise’ অথবা ‘sunset’, তারপর শহরের নাম লিখুন। সার্চ দিন আপনার সামনে হাজির হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এর সঙ্গে আরও জানবেন সেই সময় থেকে আপনার আর কত সময় হাতে আছে।

পরিমাপের পরিবর্তন

আপনি চাইলে গুগলের কনভার্টারকে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আপনাকে ইঞ্চি থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হলে আপনাকে লিখতে হবে ১ রহপয রহ পস, যেখানে আপনি ১ ইঞ্চিকে সেন্টিতে পরিণত করার জন্য বুঝিয়েছেন। তাহলে গুগলই আপনাকে মুহূর্তের মধ্যে জানিয়ে দেবে যে, ২.৫৪ সেন্টিতে ১ ইঞ্চি। এছাড়াও আপনি যেকোন পরিমাপের কনভার্ট করতে গুগলকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন।

জনসাধারণের তথ্য
জনসংখ্যা থেকে শুরু করে যেকোন হালনাগাদকৃত তথ্য পেতে গুগল আরও এক ধাপ এগিয়ে। যেমন আপনি এখন বাংলাদেশের সর্বশেষ গণনাকৃত জনসংখ্যা জানতে চাইছেন, শুধু ‘population’ লিখে দেশের নাম বাংলাদেশ লিখুন সার্চ বক্সে এবং এন্টার চাপুন সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন প্রায় ১৬ কোটি ২২ লাখ ২০ হাজার ৭৬২ জন, যা ২০০৯ সালে গণনা করা হয়েছিল। এছাড়াও জানতে পারেন বেকার জনসংখ্যা ও তা জানতে পারেন ‘nemployment rate’ তারপর দেশের নাম লিখে।
একই বিভাগের অন্যান্য সাইট
‘related:’ লিখে আপনি যেই সাইটের মতো আরও সাইট খুঁজছেন, তা লিখে সার্চবক্সে গিয়ে এন্টার দিন। যেমন related:amardeshonline.com লিখে সার্চ দিলে টিটির মতো আরও একই টাইপের সাইটগুলোকে পেয়ে যাবেন।
এছাড়াও যেকোন তথ্য খুঁজে পেতে পারেন আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে।
05:00 Unknown
আবহাওয়া
গুগলের মাধ্যমে যেকোনো শহরের আবহাওয়া জানতে ‘weather’ লিখে স্পেস দিয়ে শহরের নাম এবং অতঃপর দেশের কোড নেম লিখতে পারেন। যেমন বাংলাদেশের ক্ষেত্রে weatherdhaka,bd লিখে সার্চ দিন। পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত আবহাওয়ার সংবাদ।

সময়
বিশ্বের বিভিন্ন স্থানের এখন সময় জানতে আপনি দেখতে পারেন গুগলের টাইম সার্চ ফিচারটি। এক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে ‘time’ এবং শহরের নাম বা দেশের নাম। যেমন : ime uae লিখে সার্চ দিলে আপনি বাংলাদেশের সময় থেকে ২ ঘণ্টা সময় পেছনে পাবেন এবং সময় অবশ্যই ২৪ ঘণ্টা ফরমেটে পাবেন।

সূর্যোদয় বা সূর্যাস্ত

বিভিন্ন দেশের বা শহরের সূর্যাস্ত বা সূর্যোদয় জানতে টাইপ করুন ‘sunrise’ অথবা ‘sunset’, তারপর শহরের নাম লিখুন। সার্চ দিন আপনার সামনে হাজির হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এর সঙ্গে আরও জানবেন সেই সময় থেকে আপনার আর কত সময় হাতে আছে।

পরিমাপের পরিবর্তন

আপনি চাইলে গুগলের কনভার্টারকে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আপনাকে ইঞ্চি থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে হলে আপনাকে লিখতে হবে ১ রহপয রহ পস, যেখানে আপনি ১ ইঞ্চিকে সেন্টিতে পরিণত করার জন্য বুঝিয়েছেন। তাহলে গুগলই আপনাকে মুহূর্তের মধ্যে জানিয়ে দেবে যে, ২.৫৪ সেন্টিতে ১ ইঞ্চি। এছাড়াও আপনি যেকোন পরিমাপের কনভার্ট করতে গুগলকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন।

জনসাধারণের তথ্য
জনসংখ্যা থেকে শুরু করে যেকোন হালনাগাদকৃত তথ্য পেতে গুগল আরও এক ধাপ এগিয়ে। যেমন আপনি এখন বাংলাদেশের সর্বশেষ গণনাকৃত জনসংখ্যা জানতে চাইছেন, শুধু ‘population’ লিখে দেশের নাম বাংলাদেশ লিখুন সার্চ বক্সে এবং এন্টার চাপুন সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন প্রায় ১৬ কোটি ২২ লাখ ২০ হাজার ৭৬২ জন, যা ২০০৯ সালে গণনা করা হয়েছিল। এছাড়াও জানতে পারেন বেকার জনসংখ্যা ও তা জানতে পারেন ‘nemployment rate’ তারপর দেশের নাম লিখে।
একই বিভাগের অন্যান্য সাইট
‘related:’ লিখে আপনি যেই সাইটের মতো আরও সাইট খুঁজছেন, তা লিখে সার্চবক্সে গিয়ে এন্টার দিন। যেমন related:amardeshonline.com লিখে সার্চ দিলে টিটির মতো আরও একই টাইপের সাইটগুলোকে পেয়ে যাবেন।
এছাড়াও যেকোন তথ্য খুঁজে পেতে পারেন আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে।
আজকে আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করবো।মাত্র ৭৩৪ কিলোবাইটের এই ষফটওয়্যারটি দিয়ে আপনি এক ক্লীকেই বিভিন্ন মোবাইল হ্যান্ডসেটের গোপন কোড জানতে।নানা কারনে আমাদের মোবাইলের এইসব কোড জানার দরকার পড়ে।সফটওয়্যারটি পেয়েছি আমি একটি পরিত্যক্ত সিডি থেকে।মনে হলো এটি বেশ কাজের।তাই আপনাদের সাথে শেয়ার করলাম।আর বেশী কিছু বলতে চাই না ।সফটওয়্যারটি থেকে কোন কোন মোবাইলের কোড জানা যাবে তা আপনি স্ক্রীনশট দেখলেই বুঝতে পারবেন

Download Mobile Codes Software
20:16 Unknown
আজকে আপনাদের সাথে একটি সফটওয়্যার শেয়ার করবো।মাত্র ৭৩৪ কিলোবাইটের এই ষফটওয়্যারটি দিয়ে আপনি এক ক্লীকেই বিভিন্ন মোবাইল হ্যান্ডসেটের গোপন কোড জানতে।নানা কারনে আমাদের মোবাইলের এইসব কোড জানার দরকার পড়ে।সফটওয়্যারটি পেয়েছি আমি একটি পরিত্যক্ত সিডি থেকে।মনে হলো এটি বেশ কাজের।তাই আপনাদের সাথে শেয়ার করলাম।আর বেশী কিছু বলতে চাই না ।সফটওয়্যারটি থেকে কোন কোন মোবাইলের কোড জানা যাবে তা আপনি স্ক্রীনশট দেখলেই বুঝতে পারবেন

Download Mobile Codes Software
আমরা অনেকেই উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম সর্ম্পকে জানি।কিন্তু অনেকেরই উইন্ডোজ সেভেন সেটআপ দেয়ার নিয়ম জানা নেই।চিত্রসহ উইন্ডোজ সেভেন সেটআপের নিয়ম লেখা একটি পিডিএফ ফাইল ইচ্ছে করলে আপনি সংগ্রহে রেখে দিতে পারেন।সম্পূর্ন বাংলায় লিখিত এই পিডিএফ ফাইলটি Windows 7 PDF Guide ঠিকানার সাইট থেকে নামিয়ে নিন।
09:37 Unknown
আমরা অনেকেই উইন্ডোজ সেভেন অপারেটিং সিস্টেম সর্ম্পকে জানি।কিন্তু অনেকেরই উইন্ডোজ সেভেন সেটআপ দেয়ার নিয়ম জানা নেই।চিত্রসহ উইন্ডোজ সেভেন সেটআপের নিয়ম লেখা একটি পিডিএফ ফাইল ইচ্ছে করলে আপনি সংগ্রহে রেখে দিতে পারেন।সম্পূর্ন বাংলায় লিখিত এই পিডিএফ ফাইলটি Windows 7 PDF Guide ঠিকানার সাইট থেকে নামিয়ে নিন।
খুব সহজেই অন্যদের চোখের আড়ালে রাখতে পারেন আপনার হার্ড ডিস্কের ড্রাইভগুলো। এ জন্য Start Menu>Run-এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন। group Policy নামে একটি Windo আসবে, সেখানে টংবৎ configuration>Administrative Templates>Windows Components>Windows Explorer Commend নির্দিষ্ট করুন।
ডান পাশের Options-এর মধ্য থেকে Hide these specified drives in ¸ Computer-এ ডাবল ক্লিক করুন। এবার নতুন একটি Windo আসবে, সেখানে ঊহধনষব নির্বাচন করুন। এর পর নিচের দিকে ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করে যেকোনো একটি অথবা সব ড্রাইভ ঐরফব করার জন্য Restrict all drives নির্বাচন করে Apply>ok করুন।
07:00 Unknown
খুব সহজেই অন্যদের চোখের আড়ালে রাখতে পারেন আপনার হার্ড ডিস্কের ড্রাইভগুলো। এ জন্য Start Menu>Run-এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন। group Policy নামে একটি Windo আসবে, সেখানে টংবৎ configuration>Administrative Templates>Windows Components>Windows Explorer Commend নির্দিষ্ট করুন।
ডান পাশের Options-এর মধ্য থেকে Hide these specified drives in ¸ Computer-এ ডাবল ক্লিক করুন। এবার নতুন একটি Windo আসবে, সেখানে ঊহধনষব নির্বাচন করুন। এর পর নিচের দিকে ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করে যেকোনো একটি অথবা সব ড্রাইভ ঐরফব করার জন্য Restrict all drives নির্বাচন করে Apply>ok করুন।
সবাই জানি এখনকার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল ফেসবুক। সময় পেলে একবারের জন্য হলেও ঘুরে আসি প্রতিদিন। কিন্তু প্রতিদিন একই রকমের থিম দেখতে দেখতে আর ভালো লাগে না। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অতি সহজে থিম পালটে ফেলতে পারেন। ফলে অনেক মজার মজার থিম ইচ্ছে করলেই পাল্টানো যায়। আমরা সবাই জানি ফেসবুকে তা করা যায় না। কি ভাবে ফেসবুকে এই কাজটা করা যায়?
এরজন্য প্রথমে http://www.chameleontom.com লিংকে যান। দেখবেন হাতের বাম পাশে লিখা আছে install plugin ডাউনলোড করুন। ডাউনলোড শেষে সেটাপ করুন। আবার আগের জায়গায় ফিরে আসুন। দেখতে পাবেন অনেক গুলো মজার মজার থিম দেয়া আছে। ঠরব িতে ক্লিক করে আপনি থিমটার বড় ছবি দেখতে পাবেন। যে থিমটি আপনার ভালো লাগবে সেটিকে install করুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন ফেসবুকে লগইন করে দেখে আসুন কেমন লাগে। মনে রাখবেন Chameleon Tom toolbar টি বন্ধ করা যাবে না।
13:00 Unknown
সবাই জানি এখনকার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল ফেসবুক। সময় পেলে একবারের জন্য হলেও ঘুরে আসি প্রতিদিন। কিন্তু প্রতিদিন একই রকমের থিম দেখতে দেখতে আর ভালো লাগে না। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অতি সহজে থিম পালটে ফেলতে পারেন। ফলে অনেক মজার মজার থিম ইচ্ছে করলেই পাল্টানো যায়। আমরা সবাই জানি ফেসবুকে তা করা যায় না। কি ভাবে ফেসবুকে এই কাজটা করা যায়?
এরজন্য প্রথমে http://www.chameleontom.com লিংকে যান। দেখবেন হাতের বাম পাশে লিখা আছে install plugin ডাউনলোড করুন। ডাউনলোড শেষে সেটাপ করুন। আবার আগের জায়গায় ফিরে আসুন। দেখতে পাবেন অনেক গুলো মজার মজার থিম দেয়া আছে। ঠরব িতে ক্লিক করে আপনি থিমটার বড় ছবি দেখতে পাবেন। যে থিমটি আপনার ভালো লাগবে সেটিকে install করুন। ব্যাস আপনার কাজ শেষ। এখন ফেসবুকে লগইন করে দেখে আসুন কেমন লাগে। মনে রাখবেন Chameleon Tom toolbar টি বন্ধ করা যাবে না।
আমরা অনেকে ই চাই আমাদের ফ্রেন্ডলিস্ট লুকানো থাকুক সবার কাছ থেকে। তাই আজ আমরা ফেইসবুক এর ফ্রেন্ডলিস্ট লুকানোর সহজ পদ্ধতি শিখব। প্রথমে ফেইসবুক এ প্রবেশ করুন। তারপর প্রোফাইল -এ ক্লিক করুন। তারপর ফ্রেন্ডলিস্ট এর পাশে পেন্সিল -এর আইকন এর উপর ক্লিক করুন এবং Show Friend List to everyone এর পাশের টিক মার্ক তুলে আনচেক করুন। ব্যাস, হয়ে গেল আপনার ফ্রেন্ডলিস্ট লুকানো।
15:44 Unknown
আমরা অনেকে ই চাই আমাদের ফ্রেন্ডলিস্ট লুকানো থাকুক সবার কাছ থেকে। তাই আজ আমরা ফেইসবুক এর ফ্রেন্ডলিস্ট লুকানোর সহজ পদ্ধতি শিখব। প্রথমে ফেইসবুক এ প্রবেশ করুন। তারপর প্রোফাইল -এ ক্লিক করুন। তারপর ফ্রেন্ডলিস্ট এর পাশে পেন্সিল -এর আইকন এর উপর ক্লিক করুন এবং Show Friend List to everyone এর পাশের টিক মার্ক তুলে আনচেক করুন। ব্যাস, হয়ে গেল আপনার ফ্রেন্ডলিস্ট লুকানো।
আমাদের অনেকেরই কোন না কোন পেইজ আছে বা কোন গ্রুপ। তো আমরা যদি সেই গ্রুপে কাউকে ইনভাইট করতে যাই বা যাব তখন কি করি বলুনতো? নিশ্চয়ই ভাবছেন এ আর নতুন কি? সাজেস্ট বাটনে গিয়ে একটা একটা করে সিলেক্ট করলেইতো হল, কিন্তু একবার চিন্তা করুনতো আপনার যদি ফ্রেন্ড সংখ্যা ১০০+ হয়? (অনেকেরতো আরো বেশি থাকে) সেক্ষেত্রে কি একটা একটা করে সিলেক্ট করবেন? কিন্তু কিভাবে মাত্র ৩-৪টা সহজ স্টেপে সবাইকে কোন ভাল লাগা বা নিজস্ব পেজে আমন্ত্রন করবেন, মানে আপনার ফ্রেন্ড লিষ্টকে একসাথে সিলেক্ট করবেন? তাহলে চলুন বাস্তবেব এর প্রয়োগ দেখা যাক।
ধরুন আমার ফেইসবুকে অন-সলুশান পেইজ। আপনাদের যদি এই পেইজটি ভাল লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের জানান খুব সহজে মাত্র তিন ক্লিকে। প্রথমে পেজ বা গ্রুপের মেইন ওয়ালের বামে ক্লিক করুন ‘Suggest to your friends’।
তারপর একটা পপ-আপ মেনু আসবে আপনার বন্ধুদের তালিকা নিয়ে। পপ আপ মেনু আসার পর ব্রাউজারের এড্রেস ev‡i…javascript:fs.select_all কোডটা পেস্ট করুন। এবার Enter চাপুন। এরপর Send Invitation এ ক্লিক করুন। ব্যাস আপনার সকল ফেন্ডকে একবারেই ইনভাইটেশন পাঠানো হয়ে গেল।
08:00 Unknown
আমাদের অনেকেরই কোন না কোন পেইজ আছে বা কোন গ্রুপ। তো আমরা যদি সেই গ্রুপে কাউকে ইনভাইট করতে যাই বা যাব তখন কি করি বলুনতো? নিশ্চয়ই ভাবছেন এ আর নতুন কি? সাজেস্ট বাটনে গিয়ে একটা একটা করে সিলেক্ট করলেইতো হল, কিন্তু একবার চিন্তা করুনতো আপনার যদি ফ্রেন্ড সংখ্যা ১০০+ হয়? (অনেকেরতো আরো বেশি থাকে) সেক্ষেত্রে কি একটা একটা করে সিলেক্ট করবেন? কিন্তু কিভাবে মাত্র ৩-৪টা সহজ স্টেপে সবাইকে কোন ভাল লাগা বা নিজস্ব পেজে আমন্ত্রন করবেন, মানে আপনার ফ্রেন্ড লিষ্টকে একসাথে সিলেক্ট করবেন? তাহলে চলুন বাস্তবেব এর প্রয়োগ দেখা যাক।
ধরুন আমার ফেইসবুকে অন-সলুশান পেইজ। আপনাদের যদি এই পেইজটি ভাল লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের জানান খুব সহজে মাত্র তিন ক্লিকে। প্রথমে পেজ বা গ্রুপের মেইন ওয়ালের বামে ক্লিক করুন ‘Suggest to your friends’।
তারপর একটা পপ-আপ মেনু আসবে আপনার বন্ধুদের তালিকা নিয়ে। পপ আপ মেনু আসার পর ব্রাউজারের এড্রেস ev‡i…javascript:fs.select_all কোডটা পেস্ট করুন। এবার Enter চাপুন। এরপর Send Invitation এ ক্লিক করুন। ব্যাস আপনার সকল ফেন্ডকে একবারেই ইনভাইটেশন পাঠানো হয়ে গেল।
একই জিনিস দিনের পর দিন দেখার চেয়ে একটু নতুনত্বই বরং ভালো লাগে। আপনি চাইলে আপনার কম্পিউটারের ফোল্ডারগুলোয় আনতে পারেন নতুনত্ব। এ জন্য দরকার হবে ছোট্ট একটি সফটওয়্যার।মাত্র ১.৫ মেগাবাইটের সফটওয়্যারের মাধ্যমে ইচ্ছেমতো আকর্ষণীয় রূপ দিতে পারেন আপনার কম্পিউটারের ফোল্ডারগুলোয়। সফটওয়্যারটির সাহায্যে নানা ধরনের স্ক্রিন যেমন—উইন্ডোজ এক্সপি, ভিস্তা, ম্যাক ওএস ইত্যাদি পছন্দ করতে পারবেন। এছাড়া নিজস্ব আইকন ও রঙ নির্বাচন করতে পারবেন। এর মাধ্যমে আপনি কালার অনুসারে ক্যাটাগরি নির্বাচন করতে পারবেন। যেমন প্রয়োজনীয় ফোল্ডারের জন্য এক ধরনের কালার আবার ব্যক্তিগত ফোল্ডারের জন্য অন্য কালার ।
ডাউনলোড ঠিকানা :
http://sourceforge.net/projects/icolorfolder/files/iColorFolder/iColorFolder%201.4.2/iCF_142.exe/download
06:38 Unknown
একই জিনিস দিনের পর দিন দেখার চেয়ে একটু নতুনত্বই বরং ভালো লাগে। আপনি চাইলে আপনার কম্পিউটারের ফোল্ডারগুলোয় আনতে পারেন নতুনত্ব। এ জন্য দরকার হবে ছোট্ট একটি সফটওয়্যার।মাত্র ১.৫ মেগাবাইটের সফটওয়্যারের মাধ্যমে ইচ্ছেমতো আকর্ষণীয় রূপ দিতে পারেন আপনার কম্পিউটারের ফোল্ডারগুলোয়। সফটওয়্যারটির সাহায্যে নানা ধরনের স্ক্রিন যেমন—উইন্ডোজ এক্সপি, ভিস্তা, ম্যাক ওএস ইত্যাদি পছন্দ করতে পারবেন। এছাড়া নিজস্ব আইকন ও রঙ নির্বাচন করতে পারবেন। এর মাধ্যমে আপনি কালার অনুসারে ক্যাটাগরি নির্বাচন করতে পারবেন। যেমন প্রয়োজনীয় ফোল্ডারের জন্য এক ধরনের কালার আবার ব্যক্তিগত ফোল্ডারের জন্য অন্য কালার ।
ডাউনলোড ঠিকানা :
http://sourceforge.net/projects/icolorfolder/files/iColorFolder/iColorFolder%201.4.2/iCF_142.exe/download
অনলাইনে ফাইল হোস্টিংয়ের অনেক জনপ্রিয় সাইট আছে। এর মধ্যে রেপিড শেয়ার, মেগা আপলোড, ডিপোজিট ফাইল, ২ শেয়ারড, মেগা শেয়ারস, ফাইল ফ্যাক্টরি, হট ফাইল, আপলোডেট ইত্যাদি। এসব সাইটে রেজিস্ট্রেশন করে বা না করেও ফাইল আপলোড করা যায়। বিভিন্ন কারণে একাধিক সাইটে একই ফাইল আপলোড করার দরকার হয়। কিন্তু একটি ফাইল যদি একই সঙ্গে এসব সাইটে আপলোড করা যেত, তাহলে বেশ ভালোই হতো। এমনই সুযোগ করে দিয়েছে লোড২অল ফাইল হোস্টিং সাইট। এজন্য ওই ফাইলটি www.load2all.com সাইটে আপলোড করতে হবে। এখানে ১৯টি হোস্টিং সাইটের মধ্যে সর্বোচ্চ ৮টি হোস্টিং সাইট নির্বাচন করে ফাইল আপলোড করলে ওই নির্বাচিত সাইটগুলোতে আপলোড হবে এবং লোড২অল এর একটি লিংক দেবে। ওই লিংকে হোস্টিং হওয়া সাইটগুলোর লিংক পাওয়া যাবে। এখানে যে কোনো সাইজের ফাইল আপলোড করা যাবে। যদি ফাইলের সাইজ কোনো হোস্টিং সাইটের নির্ধারিত সাইজের বেশি হয় তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে ভাগ হবে। যদি র্যাপিড শেয়ারের নিজস্ব অ্যাকাউন্টে আপলোড করতে চান, তাহলে আপলোড করার আগে নিচে ইউজার-পাসওয়ার্ড দিলেই হবে।
10:00 Unknown
অনলাইনে ফাইল হোস্টিংয়ের অনেক জনপ্রিয় সাইট আছে। এর মধ্যে রেপিড শেয়ার, মেগা আপলোড, ডিপোজিট ফাইল, ২ শেয়ারড, মেগা শেয়ারস, ফাইল ফ্যাক্টরি, হট ফাইল, আপলোডেট ইত্যাদি। এসব সাইটে রেজিস্ট্রেশন করে বা না করেও ফাইল আপলোড করা যায়। বিভিন্ন কারণে একাধিক সাইটে একই ফাইল আপলোড করার দরকার হয়। কিন্তু একটি ফাইল যদি একই সঙ্গে এসব সাইটে আপলোড করা যেত, তাহলে বেশ ভালোই হতো। এমনই সুযোগ করে দিয়েছে লোড২অল ফাইল হোস্টিং সাইট। এজন্য ওই ফাইলটি www.load2all.com সাইটে আপলোড করতে হবে। এখানে ১৯টি হোস্টিং সাইটের মধ্যে সর্বোচ্চ ৮টি হোস্টিং সাইট নির্বাচন করে ফাইল আপলোড করলে ওই নির্বাচিত সাইটগুলোতে আপলোড হবে এবং লোড২অল এর একটি লিংক দেবে। ওই লিংকে হোস্টিং হওয়া সাইটগুলোর লিংক পাওয়া যাবে। এখানে যে কোনো সাইজের ফাইল আপলোড করা যাবে। যদি ফাইলের সাইজ কোনো হোস্টিং সাইটের নির্ধারিত সাইজের বেশি হয় তাহলে তা স্বয়ংক্রিয়ভাবে ভাগ হবে। যদি র্যাপিড শেয়ারের নিজস্ব অ্যাকাউন্টে আপলোড করতে চান, তাহলে আপলোড করার আগে নিচে ইউজার-পাসওয়ার্ড দিলেই হবে।