Posted by jinson on 11:38
আশা করি আল্লাহর অশেষ দয়ায় সকলে ভালো আছেন

জিপ ফাইল খুলতে সফটওয়্যার লাগে এটা আমরা সবাই জানি। কিন্তু আপনি যখন অন্যের কম্পিউটারে কাজ করবেন তখন সেখানে জিপ ফাইল খোলার সফটওয়্যার না-ও থাকতে পারে।তখন যদি দরকারী কোন জিপ ফাইল খোলার দরকার পড়ে তাহলে কি করবেন ? এরকম বিপদে আপনার সহায় হতে পারে http://www.openrarfile.com/ ওয়েবসাইটটি।এই সাইট থেকে ZIP, RAR ফরম্যাটের ফাইল আনজিপ,কম্প্রেস করতে পারবেন।

মনে করুন,আপনি অনলাইন থেকে একটি জিপ ফাইল ডাওনলোড করবেন যার ভেতরের একটি ফাইলই শুধু আপনার দরকার,বাকী ফাইলগুলো দরকার নেই।আপনি ইচ্ছে করলে বেছে বেছে শুধু ঐ একটি ফাইলই আলাদাভাবে ডাওনলোড করে নিতে পারবেন।আশা করি এর গুরুত্ব বোঝাতে পেরেছি।
Categories: