Posted by jinson on 09:56
নেটওয়ার্ক মনিটরিং এর বিয়য়ে অনেকেই জানতে চেয়ে আমার কাছে মেইল করেছেন।আপনাদের অনুরোধে এই পোস্টটি দেয়া হলো।

কম্পিউটার ল্যাব, সাইবার ক্যাফে বা অফিসের কম্পিউটার ব্যবহারকারীরা কে কি করছে তা মনিটর করা,নিয়ন্ত্রণ করা বা এক পিসি থেকে অন্য পিসিতে ফাইল শেয়ার করার জন্য classroom spy সফটওয়্যারের তুলনা নেই। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চালিত পিসিতে সফটওয়্যারটি network administratorদের দারুন কাজে লাগবে।
লোকাল নেটওয়ার্কের মাধ্যমে connect রয়েছে এমন অফিস, সাইবার ক্যাফে, কম্পিউটার ল্যাবে ইত্যাদি প্রতিষ্ঠানের পিসিতে বসে কে কি করছে তা মনিটর করা যাবে এটি দিয়ে। মাইক্রোসফটের রিমোট ডেক্সটপ দিয়ে লোকাল নেটওয়ার্কের থাকা রিমোট কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায় তবে classroom spy এর মতো ভালো সুবিধা পাওয়া যায় না। মাত্র ১১ মেগাবাইটের এই সফটওয়্যারটি www.eduiq.com বা www.classroomspy.com এর সাইট থেকে ডাউনলোড করা নিন।
Categories: