Posted by jinson on 22:33
পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।undefined
নানা প্রয়োজনে আমরা গুগলে সার্চ ( খোজঁ ) করে থাকি।ইচ্ছে করলে আপনি গুগল সার্চের ফলাফল ফেসবুক থেকে লাইক করতে পারেন ।

এজন্য আপনার ব্রাউজারে একটি প্লাগইন ইনস্টল করতে হবে ।প্লাগইনটি  http://crossrider.com/install/124-google-like ঠিকানা থেকে নামিয়ে নিন ।এই প্লাগইনটি ইন্টারনেট এক্সপ্লোরার,গুগল ক্রোম ও ফায়ারফক্স ব্রাউজারে কাজ করবে ।প্লাগইনটি নামানোর পর ব্রাউজার রিস্টার্ট করুন ।এরপর থেকে গুগল সার্চ করার পর ফলাফলের ডান পাশে ফেসবুক লাইক বাটন পাবেন ।যদি ফেসবুকে লগইন অবস্থায় গুগলে সার্চ করেন তাহলে কতবার লাইক হয়েছে সেটিও দেখতে পাবেন
ভাল্র থাকুন ,সুস্থ থাকুন।নিজে জানুন,অন্যকে জানান।
আল্লাহ হাফেজ
Categories: ,