ভাইরাসের আক্রমণ থেকে পেনড্রাইভের সুরক্ষার জন্য পেনড্রাইভ কখনো সরাসরি Open অথবা Explore করে না খুলে My computer-এ গিয়ে Address Bar থেকে Drive Letter লিখে ( যেমন L হলে L ) পেনড্রাইভ খুলুন। এ ছাড়া Tools/Folder Options-এ গিয়ে View অপশন থেকে Show Hidden Files and Folders, Hide Extensions for known File Types, Hide Protected Operating System Files চেকবক্সে টিক চিহ্ন দিয়ে হিডেন সিস্টেম ফাইল শো করুন এবং কোনো সন্দেহজনক হিডেন (*.exe) ফাইল পেলে মুছে ফেলুন। পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার (ফাইল নয়) তৈরি করে রাখুন। ফলে এর জায়গায় autorun.inf ভাইরাস নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না।
09:54 Unknown
ভাইরাসের আক্রমণ থেকে পেনড্রাইভের সুরক্ষার জন্য পেনড্রাইভ কখনো সরাসরি Open অথবা Explore করে না খুলে My computer-এ গিয়ে Address Bar থেকে Drive Letter লিখে ( যেমন L হলে L ) পেনড্রাইভ খুলুন। এ ছাড়া Tools/Folder Options-এ গিয়ে View অপশন থেকে Show Hidden Files and Folders, Hide Extensions for known File Types, Hide Protected Operating System Files চেকবক্সে টিক চিহ্ন দিয়ে হিডেন সিস্টেম ফাইল শো করুন এবং কোনো সন্দেহজনক হিডেন (*.exe) ফাইল পেলে মুছে ফেলুন। পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার (ফাইল নয়) তৈরি করে রাখুন। ফলে এর জায়গায় autorun.inf ভাইরাস নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না।
আপনাদের সুবিধার জন্য সফটওয়্যারটির তিনটি ডাওনলোড লিংক দেয়া হলো।নিচের যেকোন একটি লিংকে ক্লীক করে সফটওয়্যারটি নামিয়ে নিন-

DOWNLOAD LINK 1
DOWNLOAD LINK 2
DOWNLOAD LINK 3

OS: Windows XP, 2000, 98
Requirements: No special requirements




ধন্যবাদ আপনাকে।
কম্পিউটার বিষয়ক আপনার যেকোন সমস্যার কথা জানাতে পারেন ফেসবুকের PC HELPLINEগ্রুপে,কম্পিউটার বিষয়ক হেলপ করার জন্যই এই গ্রুপটি তৈরী করা হয়েছে।

এছাড়া কম্পিউটার বিষয়ক নানা রকম টিপস জানতে যোগ দিন ফেসবুকে PC TIPS AND TRICKS গ্রুপে।
09:28 Unknown
আপনাদের সুবিধার জন্য সফটওয়্যারটির তিনটি ডাওনলোড লিংক দেয়া হলো।নিচের যেকোন একটি লিংকে ক্লীক করে সফটওয়্যারটি নামিয়ে নিন-

DOWNLOAD LINK 1
DOWNLOAD LINK 2
DOWNLOAD LINK 3

OS: Windows XP, 2000, 98
Requirements: No special requirements




ধন্যবাদ আপনাকে।
কম্পিউটার বিষয়ক আপনার যেকোন সমস্যার কথা জানাতে পারেন ফেসবুকের PC HELPLINEগ্রুপে,কম্পিউটার বিষয়ক হেলপ করার জন্যই এই গ্রুপটি তৈরী করা হয়েছে।

এছাড়া কম্পিউটার বিষয়ক নানা রকম টিপস জানতে যোগ দিন ফেসবুকে PC TIPS AND TRICKS গ্রুপে।
মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম Love এবং এটি
রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\love
ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন এবং লিখুন-
ren love love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন।
এবার আরেকটি নোটপ্যাড খুলুন এবং লিখুন-

ren love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} love

নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন।
তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে কীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে কীক করুন।
11:42 Unknown
মনে করুন আপনি যে ফোল্ডার লক করবেন তার নাম Love এবং এটি
রয়েছে E ড্রাইভে,তার মানে এর path E:\love
ফোল্ডারটি লক করার জন্য ডেস্কটপে নোটপ্যাড ওপেন করুন এবং লিখুন-
ren love love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
নোটপ্যাডটি lock.bat নামে সেভ করুন।
এবার আরেকটি নোটপ্যাড খুলুন এবং লিখুন-

ren love.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} love

নোটপ্যাডটি key.bat নামে সেভ করুন।
তৈরীকৃত lock.bat ও key.bat ব্যাচ ফাইল দুটি E ড্রাইভে নিয়ে আসুন।আপনার কাজ হয়ে গেছে। এখন lock.bat ফাইলে কীক করলেই ফোল্ডারটি লক হয়ে যাবে।আর ফোল্ডারটি আনলক করতে key.bat ফাইলে কীক করুন।
ইতিপূর্বে আমি এই টিপসটি আমার ব্লগে দিয়েছি।কিস্তু এই টিপসটি অনেকেই খুজে পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন।তাই আপনাদের অনুরোধে পুনরায় পোস্টটি প্রকাশ করলাম।যেটি দিয়ে আমি হাই স্পীডে নেট ইউজ করছি ।কিন্তু অনেক বন্ধুই সে টিপসটি যথাযথভাবে কাজে লাগাতে পারছে না বলে আমাকে জানিয়েছে।নে ব্যবহারের ফলে পিসিতে প্রচুর অপ্রয়োজনীয় ফাইল জমা হয় যা না মুছলে ধীরে ধীরে নেট স্লো হবেই।সেজন্য হয়তো আমার টিপসটি অনেকে কাজে লাগাতে পারছে না।সেজন্যই আজকে আবার মজিলার স্পীড বাড়ানোর টিপস দিচ্ছি,এই ফলো করলে নিশ্চিত ভাবে নেটের গতি বাড়বে।জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নতুন নতুন বিভিন্ন বৈশিষ্ট যোগ করার ব্যবস্থা। মুক্ত এবং ফ্রি এই ব্রাউজারের গতি বাড়িয়ে নিতে ম্যানুয়ালী কিছু কনফিগার করে নিতে পারেন। এজন্য এড্রেসবারে about:config লিখে এন্টার করুন, তাহলে ফায়ারফক্স কনফিগারেশন আসবে।
এখন network.http.pipelining এর মান true দিন (Preference এর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলেই false থেকে true হবে)। একই ভাবে network.http.proxy.pipelining, network.dns.disableIPv6 এবং plugin.expose_full_path এর মান true নির্ধারণ করুন। এছাড়াও network.http.pipelining.maxrequests এর মান ৪ এর পরিবর্তে ৮ দিন।
এবার nglayout.initialpaint.delay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০। Preference তৈরী করতে মাউসের ডান বাটন ক্লিক করে New এ ক্লিক করুন এবং ডান থেকে String/integer/boolean নির্বাচন করুন, এরপরে Preference এর নাম লিখে Ok করুন এবং পরবর্তি উইন্ডোতে ভ্যালু লিখে বা নির্বাচন করে Ok করুন।
একই ভাবে content.notify.backoffcount নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ৫, ui.submenuDelay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০, content.max.tokenizing.time নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 2250000, content.notify.interval নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 750000, browser.cache.memory.capacity নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 65536|
এবার content.interrupt.parsing এবং content.notify.ontimer নামে নতুন বুলিয়েন Preference তৈরী করুন এবং মান true দিন। ব্যাস এবার দেখুন ফায়ারফক্সের গতি আগের তুলনায় বেড়েছে।
11:41 Unknown
ইতিপূর্বে আমি এই টিপসটি আমার ব্লগে দিয়েছি।কিস্তু এই টিপসটি অনেকেই খুজে পাচ্ছেন না বলে আমাকে জানিয়েছেন।তাই আপনাদের অনুরোধে পুনরায় পোস্টটি প্রকাশ করলাম।যেটি দিয়ে আমি হাই স্পীডে নেট ইউজ করছি ।কিন্তু অনেক বন্ধুই সে টিপসটি যথাযথভাবে কাজে লাগাতে পারছে না বলে আমাকে জানিয়েছে।নে ব্যবহারের ফলে পিসিতে প্রচুর অপ্রয়োজনীয় ফাইল জমা হয় যা না মুছলে ধীরে ধীরে নেট স্লো হবেই।সেজন্য হয়তো আমার টিপসটি অনেকে কাজে লাগাতে পারছে না।সেজন্যই আজকে আবার মজিলার স্পীড বাড়ানোর টিপস দিচ্ছি,এই ফলো করলে নিশ্চিত ভাবে নেটের গতি বাড়বে।জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নতুন নতুন বিভিন্ন বৈশিষ্ট যোগ করার ব্যবস্থা। মুক্ত এবং ফ্রি এই ব্রাউজারের গতি বাড়িয়ে নিতে ম্যানুয়ালী কিছু কনফিগার করে নিতে পারেন। এজন্য এড্রেসবারে about:config লিখে এন্টার করুন, তাহলে ফায়ারফক্স কনফিগারেশন আসবে।
এখন network.http.pipelining এর মান true দিন (Preference এর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলেই false থেকে true হবে)। একই ভাবে network.http.proxy.pipelining, network.dns.disableIPv6 এবং plugin.expose_full_path এর মান true নির্ধারণ করুন। এছাড়াও network.http.pipelining.maxrequests এর মান ৪ এর পরিবর্তে ৮ দিন।
এবার nglayout.initialpaint.delay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০। Preference তৈরী করতে মাউসের ডান বাটন ক্লিক করে New এ ক্লিক করুন এবং ডান থেকে String/integer/boolean নির্বাচন করুন, এরপরে Preference এর নাম লিখে Ok করুন এবং পরবর্তি উইন্ডোতে ভ্যালু লিখে বা নির্বাচন করে Ok করুন।
একই ভাবে content.notify.backoffcount নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ৫, ui.submenuDelay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০, content.max.tokenizing.time নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 2250000, content.notify.interval নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 750000, browser.cache.memory.capacity নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 65536|
এবার content.interrupt.parsing এবং content.notify.ontimer নামে নতুন বুলিয়েন Preference তৈরী করুন এবং মান true দিন। ব্যাস এবার দেখুন ফায়ারফক্সের গতি আগের তুলনায় বেড়েছে।
আপনাদের সুবিধার জন্য সফটওয়্যারটির তিনটি ডাওনলোড লিংক দেয়া হলো।নিচের যেকোন একটি লিংকে ক্লীক করে সফটওয়্যারটি নামিয়ে নিন-
DOWNLOAD LINK 1
DOWNLOAD LINK 2
DOWNLOAD LINK 3

System Requirements
Minimal System Requirements

* Graphics mode 800x600 with 16-bit colors
* 20 MB free hard disk space at least
* Intel Pentium or AMD K5 processor with 133 MHz
* 32 MB RAM

Recommended System Requirements

* Graphics mode 1024x768 with 32-bit color
* 30 MB or more free hard disk space
* Intel Pentium 3/4 or AMD Athlon processor with 500 or above MHz
* 128 MB RAM or more
* Internet access




ধন্যবাদ।
কম্পিউটার বিষয়ক নানা রকম টিপস জানতে যোগ দিন ফেসবুকে PC TIPS AND TRICKS গ্রুপে। এছাড়া কম্পিউটার বিষয়ক নানা সমস্যার কথা জানাতে পারেন ফেসবুকের PC HELPLINEগ্রুপে।
18:47 Unknown
আপনাদের সুবিধার জন্য সফটওয়্যারটির তিনটি ডাওনলোড লিংক দেয়া হলো।নিচের যেকোন একটি লিংকে ক্লীক করে সফটওয়্যারটি নামিয়ে নিন-
DOWNLOAD LINK 1
DOWNLOAD LINK 2
DOWNLOAD LINK 3

System Requirements
Minimal System Requirements

* Graphics mode 800x600 with 16-bit colors
* 20 MB free hard disk space at least
* Intel Pentium or AMD K5 processor with 133 MHz
* 32 MB RAM

Recommended System Requirements

* Graphics mode 1024x768 with 32-bit color
* 30 MB or more free hard disk space
* Intel Pentium 3/4 or AMD Athlon processor with 500 or above MHz
* 128 MB RAM or more
* Internet access




ধন্যবাদ।
কম্পিউটার বিষয়ক নানা রকম টিপস জানতে যোগ দিন ফেসবুকে PC TIPS AND TRICKS গ্রুপে। এছাড়া কম্পিউটার বিষয়ক নানা সমস্যার কথা জানাতে পারেন ফেসবুকের PC HELPLINEগ্রুপে।
পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে।এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d


আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory
10:36 Unknown
পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে।এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। এছাড়াও এই ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়, এগুলোকে ডিলিট করে দিতে হবে।আজকে আপনদের এই সমস্যার একটি কার্যকর সমাধান দেবো।
এরকম সমস্যা হলে প্রথমে run এ গিয়ে cmd লিখেenter চাপুন। এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর(যেমন I: , J:, K: ) টাইপ করুন।এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-
attrib -s -r -h -a /s /d


আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এতেই।
ঐ কমান্ডগুলোর অর্থটাও বুঝে নিন-
এখানে attrib মানে attribute এর সংক্ষিপ্ত রুপ।
s = system file or super hidden
r = read only
h = hidden
a = archive
/d = directory
/s = sub directory
আপনার টাইপিংয়ের কাজ আরো সহজ করে দেবে letmetype সফটওয়্যারটি । আপনাদের সুবিধার জন্য দুইটি ডাওনলোড লিংক দেয়া হলো। নিচের যেকোন একটি লিংকে ক্লীক করে সফটওয়্যারটি নামিয়ে নিন-
DOWNLOAD LINK 1
DONLOAD LINK 2







ধন্যবাদ।
কম্পিউটার/মোবাইল বিষয়ক নতুন টিপস জানতে ফেসবুকের PC TIPS AND TRICKS পেজে লাইক দিতে পারেন ।
এতে আপনি উপকৃত হবেন আশাকরি।
09:50 Unknown
আপনার টাইপিংয়ের কাজ আরো সহজ করে দেবে letmetype সফটওয়্যারটি । আপনাদের সুবিধার জন্য দুইটি ডাওনলোড লিংক দেয়া হলো। নিচের যেকোন একটি লিংকে ক্লীক করে সফটওয়্যারটি নামিয়ে নিন-
DOWNLOAD LINK 1
DONLOAD LINK 2







ধন্যবাদ।
কম্পিউটার/মোবাইল বিষয়ক নতুন টিপস জানতে ফেসবুকের PC TIPS AND TRICKS পেজে লাইক দিতে পারেন ।
এতে আপনি উপকৃত হবেন আশাকরি।
09:49 Unknown
আপনাদের সুবিধার জন্য তিনটি ডাওনলোড লিংক দেয়া হলো। নিচের যেকোন একটি লিংকে ক্লীক করে সফটওয়্যারিট নামিয়ে নিন-
DOWNLOAD LINK 1
DOWNLOAD LINK 2
DOWNLOAD LINK 3

Requires: Win 2K/03/XP/Vista
Size: 1.74 MB
আপনার কম্পিউটার বিষয়ক যেকোন সমস্যার কথা জানাতে পারেন আমাদের PC HELPLINE ফেসবুক গ্রুপে।এছাড়া কম্পিউটার বিষয়ক নানা রকম টিপস জানতে পারবেন PC TIPS AND TRICKS ফেসবুক গ্রুপে।এই সাইটটি আপনার কেমন লাগলো ? আপনার মতামত,পরামর্শ সবই জানান আমাদের ফেসবুক গ্রুপে।
10:59 Unknown
আপনাদের সুবিধার জন্য তিনটি ডাওনলোড লিংক দেয়া হলো। নিচের যেকোন একটি লিংকে ক্লীক করে সফটওয়্যারিট নামিয়ে নিন-
DOWNLOAD LINK 1
DOWNLOAD LINK 2
DOWNLOAD LINK 3

Requires: Win 2K/03/XP/Vista
Size: 1.74 MB
আপনার কম্পিউটার বিষয়ক যেকোন সমস্যার কথা জানাতে পারেন আমাদের PC HELPLINE ফেসবুক গ্রুপে।এছাড়া কম্পিউটার বিষয়ক নানা রকম টিপস জানতে পারবেন PC TIPS AND TRICKS ফেসবুক গ্রুপে।এই সাইটটি আপনার কেমন লাগলো ? আপনার মতামত,পরামর্শ সবই জানান আমাদের ফেসবুক গ্রুপে।
কম্পিউটারে সিডি বা পেনড্রাইভ ঢোকালে সাধারণত মাই কম্পিউটারে ঢুকে তা খুলতে হয়। তবে ডেস্কটপ মিডিয়া নামের একটি সফটওয়্যার দিয়ে ডেস্কটপ থেকেই সিডি/পেনড্রাইভ খোলা যায়। ৩৭৬ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://mediafire.com/?n1y2ynjdggw ঠিকানা থেকে নামিয়ে নিন।
এখন জিপ ফাইলটি খুলে সফটওয়্যারটি ইনস্টল করুন। এর পর থেকে সিডি বা পেনড্রাইভ কম্পিউটারে ঢোকালে ডেস্কটপে স্বয়ংক্রিয়ভাবে তার শর্টকার্ট আইকন চলে আসবে। তবে ইচ্ছে করলে অন্যান্য ড্রাইভের আইকনও ডেস্কটপে আনা যাবে। নিচে ডানপাশে ডেস্কটপ মিডিয়া নামের একটি আইকন আসবে। আইকনে ক্লিক করে Option-এ যান। কোনো কোনো ড্রাইভ পিসিতে সংযুক্ত হলে তার শর্টকার্ট আইকন স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপে আসবে; তা এখান থেকে নির্বাচন করা যাবে।
10:21 Unknown
কম্পিউটারে সিডি বা পেনড্রাইভ ঢোকালে সাধারণত মাই কম্পিউটারে ঢুকে তা খুলতে হয়। তবে ডেস্কটপ মিডিয়া নামের একটি সফটওয়্যার দিয়ে ডেস্কটপ থেকেই সিডি/পেনড্রাইভ খোলা যায়। ৩৭৬ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://mediafire.com/?n1y2ynjdggw ঠিকানা থেকে নামিয়ে নিন।
এখন জিপ ফাইলটি খুলে সফটওয়্যারটি ইনস্টল করুন। এর পর থেকে সিডি বা পেনড্রাইভ কম্পিউটারে ঢোকালে ডেস্কটপে স্বয়ংক্রিয়ভাবে তার শর্টকার্ট আইকন চলে আসবে। তবে ইচ্ছে করলে অন্যান্য ড্রাইভের আইকনও ডেস্কটপে আনা যাবে। নিচে ডানপাশে ডেস্কটপ মিডিয়া নামের একটি আইকন আসবে। আইকনে ক্লিক করে Option-এ যান। কোনো কোনো ড্রাইভ পিসিতে সংযুক্ত হলে তার শর্টকার্ট আইকন স্বয়ংক্রিয়ভাবে ডেস্কটপে আসবে; তা এখান থেকে নির্বাচন করা যাবে।
ভাইরাস এবং ওয়ার্মের কারণে অনেক সময় কম্পিউটারে সংরক্ষিত বিভিন্ন ফাইল অদৃশ্য (সুপার হাইড) হয়ে যায়। কিছুতেই ওই সব ফাইল খুঁজে পাওয়া যায় না। তবে হিডেন ফাইল টুল নামের একটি সফটওয়্যারের সাহায্যে সুপার হাইড ফাইল খুঁজে বের করতে পারেন। মাত্র ২৬ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি মিডিয়াফারের ডাওনলোড লিংক থেকে নামিয়ে নিন। এখন জিপ ফাইলটি খুলুন এবং দুবার ক্লিক করে সফটওয়্যারটি চালু করুন। যে ড্রাইভে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি লুকিয়ে আছে Browse করে সেটি দেখিয়ে দিন এবং Search অপশনে ক্লিক করুন। এখন ওই ড্রাইভে থাকা সব লুকানো ফাইলের তালিকা দেখা যাবে। আপনার কাঙ্ক্ষিত ফাইলের নামের ওপর ক্লিক করে চিহ্নিত করুন এবং ডান পাশে Change অপশনে ক্লিক করুন। তাহলেই লুকানো ফাইলটি প্রদর্শিত হয়ে যাবে। একইভাবে আপনি যেকোনো ফাইল লুকিয়েও রাখতে পারবেন। এ জন্য Change অপশনে ক্লিক করার আগে Hidden অপশনে টিক চিহ্ন দিয়ে নেবেন। —খালেদ মাহমুদ খান, টাঙ্গাইল
08:53 Unknown
ভাইরাস এবং ওয়ার্মের কারণে অনেক সময় কম্পিউটারে সংরক্ষিত বিভিন্ন ফাইল অদৃশ্য (সুপার হাইড) হয়ে যায়। কিছুতেই ওই সব ফাইল খুঁজে পাওয়া যায় না। তবে হিডেন ফাইল টুল নামের একটি সফটওয়্যারের সাহায্যে সুপার হাইড ফাইল খুঁজে বের করতে পারেন। মাত্র ২৬ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি মিডিয়াফারের ডাওনলোড লিংক থেকে নামিয়ে নিন। এখন জিপ ফাইলটি খুলুন এবং দুবার ক্লিক করে সফটওয়্যারটি চালু করুন। যে ড্রাইভে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি লুকিয়ে আছে Browse করে সেটি দেখিয়ে দিন এবং Search অপশনে ক্লিক করুন। এখন ওই ড্রাইভে থাকা সব লুকানো ফাইলের তালিকা দেখা যাবে। আপনার কাঙ্ক্ষিত ফাইলের নামের ওপর ক্লিক করে চিহ্নিত করুন এবং ডান পাশে Change অপশনে ক্লিক করুন। তাহলেই লুকানো ফাইলটি প্রদর্শিত হয়ে যাবে। একইভাবে আপনি যেকোনো ফাইল লুকিয়েও রাখতে পারবেন। এ জন্য Change অপশনে ক্লিক করার আগে Hidden অপশনে টিক চিহ্ন দিয়ে নেবেন। —খালেদ মাহমুদ খান, টাঙ্গাইল
কম্পিউটারে কাজ করতে গিয়ে অনেক সময় চোখে সমস্যা দেখা দেয়। সাধারণত মনিটরের আলো দিনে যতটুকু উজ্জ্বল দেখা যায় রাতেও ততটুকু উজ্জ্বল দেখা যায়। যার ফলে রাতে দীর্ঘ সময় কাজ করলে মনিটরে লেখা বা ছবি ঝাপসা লাগে। দিন-রাতের আলোর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মনিটরের আলো পরিবর্তন হয় না বলেই এ সমস্যা দেখা দেয়।
‘ফ্লাক্স’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করে মনিটরের আলো নিয়ন্ত্রণ করতে পারেন। মাত্র ৫৪৬ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://ziddu.com/download/ 9813854/Fluxbywww.techinfo.tk.zip.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। জিপ ফাইলটি আনজিপ করুন।
এরপর সফটওয়্যারটি ইনস্টল করুন। সফটওয়্যারটি চালু করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। দিন-রাতের আলোর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি মনিটরের আলো পরিবর্তন করবে। খেয়াল করুন, সবার নিচে ডানে টাস্কবারে সফটওয়্যারটির আইকন রয়েছে, এখান থেকে আপনি মনিটরের আলোর সেটিংস নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন।
10:15 Unknown
কম্পিউটারে কাজ করতে গিয়ে অনেক সময় চোখে সমস্যা দেখা দেয়। সাধারণত মনিটরের আলো দিনে যতটুকু উজ্জ্বল দেখা যায় রাতেও ততটুকু উজ্জ্বল দেখা যায়। যার ফলে রাতে দীর্ঘ সময় কাজ করলে মনিটরে লেখা বা ছবি ঝাপসা লাগে। দিন-রাতের আলোর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মনিটরের আলো পরিবর্তন হয় না বলেই এ সমস্যা দেখা দেয়।
‘ফ্লাক্স’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করে মনিটরের আলো নিয়ন্ত্রণ করতে পারেন। মাত্র ৫৪৬ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://ziddu.com/download/ 9813854/Fluxbywww.techinfo.tk.zip.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। জিপ ফাইলটি আনজিপ করুন।
এরপর সফটওয়্যারটি ইনস্টল করুন। সফটওয়্যারটি চালু করার পর এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। দিন-রাতের আলোর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এটি মনিটরের আলো পরিবর্তন করবে। খেয়াল করুন, সবার নিচে ডানে টাস্কবারে সফটওয়্যারটির আইকন রয়েছে, এখান থেকে আপনি মনিটরের আলোর সেটিংস নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারেন।
অনেক সময় পিডিএফ ফাইলে কপিরাইটের জন্য বা অন্য কোন প্রয়োজনে জলছাপ দিতে হয়। ’পিডিএফ ওয়াটারমার্ক ক্রিয়েটর’ নামক একটি সফটওয়্যার দিয়ে আপনি পিডিএফ ফাইলে জলছাপ দিতে পারেন।সফটওয়্যারটি এখানে ক্লীক করে ডাওনলোড করে নিন।এখন সফটওয়্যারটি চালু করে Open অপশনে গিয়ে পিডিএফ ফাইল খুলুন।এবার Text to stamp as watermark অপশনে গিয়ে জলছাপ হিসাবে যা লিখতে লিখুন।জলছাপের রং,ধরন,বর্ণ ইত্যাদি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন ইচ্ছে করলে।সবশেষে Stamp Watermark & Save PDF-G গিয়ে পিডিএফ ফাইলটি সেভ করুন।এখন পিডিএফ ফাইলটি খুললেই জলছাপ দেখা যাবে।
15:59 Unknown
অনেক সময় পিডিএফ ফাইলে কপিরাইটের জন্য বা অন্য কোন প্রয়োজনে জলছাপ দিতে হয়। ’পিডিএফ ওয়াটারমার্ক ক্রিয়েটর’ নামক একটি সফটওয়্যার দিয়ে আপনি পিডিএফ ফাইলে জলছাপ দিতে পারেন।সফটওয়্যারটি এখানে ক্লীক করে ডাওনলোড করে নিন।এখন সফটওয়্যারটি চালু করে Open অপশনে গিয়ে পিডিএফ ফাইল খুলুন।এবার Text to stamp as watermark অপশনে গিয়ে জলছাপ হিসাবে যা লিখতে লিখুন।জলছাপের রং,ধরন,বর্ণ ইত্যাদি আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন ইচ্ছে করলে।সবশেষে Stamp Watermark & Save PDF-G গিয়ে পিডিএফ ফাইলটি সেভ করুন।এখন পিডিএফ ফাইলটি খুললেই জলছাপ দেখা যাবে।
কম্পিউটারের বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা শেয়ার করার জন্য সমপ্রতি ফেসবুকে ’পিসি হেলপলাইন’ নামক একটি গ্রুপ খোলা হয়েছে।এই গ্রুপে যোগ দিয়ে কম্পিউটার বিষয়ক বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন,অন্যদের সমস্যার সমাধান দিয়ে দিতে পারবেন।গ্রুপটিতে যোগ দেয়ার ঠিকানা- http://facebook.com/group.php?gid=142948365718783
15:50 Unknown
কম্পিউটারের বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা শেয়ার করার জন্য সমপ্রতি ফেসবুকে ’পিসি হেলপলাইন’ নামক একটি গ্রুপ খোলা হয়েছে।এই গ্রুপে যোগ দিয়ে কম্পিউটার বিষয়ক বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন,অন্যদের সমস্যার সমাধান দিয়ে দিতে পারবেন।গ্রুপটিতে যোগ দেয়ার ঠিকানা- http://facebook.com/group.php?gid=142948365718783
23:12 Unknown
আশা করি আল্লাহপাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আজকে ছো্ট একটি নোটপ্যাডের টিপস দেখাবো।যাদের জানা নেই এটি তাদের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।

জমে থাকা Prefetch ফাইল কম্পিউটারকে স্লো করে দেয়। আমরা সাধারনত Start/Run-G গিয়ে prefetch লিখে এই ফাইলগুলো ডিলিট করি।কিন্তু আপনি ইচ্ছে করলে এই ফাইলগুলো অটোমেটিক ডিলিট করতে পারেন।এজন্য প্রথমে My computer এ যান,এবার আপনার হার্ড ড্রাইভে যান।এখানে কোন ফাঁকা জায়গায় Right click করে New অপশন থেকে Text document এ যান এবং এটি deleteprefetch নামে সেভ করুন। এবার Double click দিয়ে এই ফাইলে প্রবেশ করুন এবং লিখুন-

del C:\Windows\Prefetch\*.* /Q

এখন File/Save as থেকে All files নির্বাচিত করুন Save as type হিসেবে।সবশেষে deleteprefetch.bat নামে এটি সেভ করুন।লক্ষ্য করে দেখুন একটি Batch file তৈরী হয়েছে। এবার থেকে এই Batch file-G Double click দিলেই Prefetch ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে।
10:31 Unknown
আশা করি আল্লাহপাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আজকে ছো্ট একটি নোটপ্যাডের টিপস দেখাবো।যাদের জানা নেই এটি তাদের কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।

জমে থাকা Prefetch ফাইল কম্পিউটারকে স্লো করে দেয়। আমরা সাধারনত Start/Run-G গিয়ে prefetch লিখে এই ফাইলগুলো ডিলিট করি।কিন্তু আপনি ইচ্ছে করলে এই ফাইলগুলো অটোমেটিক ডিলিট করতে পারেন।এজন্য প্রথমে My computer এ যান,এবার আপনার হার্ড ড্রাইভে যান।এখানে কোন ফাঁকা জায়গায় Right click করে New অপশন থেকে Text document এ যান এবং এটি deleteprefetch নামে সেভ করুন। এবার Double click দিয়ে এই ফাইলে প্রবেশ করুন এবং লিখুন-

del C:\Windows\Prefetch\*.* /Q

এখন File/Save as থেকে All files নির্বাচিত করুন Save as type হিসেবে।সবশেষে deleteprefetch.bat নামে এটি সেভ করুন।লক্ষ্য করে দেখুন একটি Batch file তৈরী হয়েছে। এবার থেকে এই Batch file-G Double click দিলেই Prefetch ফাইলগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে নতুন একটি ভাইরাসের শিকার হচ্ছেন এর লাখ লাখ ব্যবহারকারী। জানা গেছে, সমুদ্র সৈকতে বিকিনি পরা নারীর ছবি দিয়ে বানানো একটি স্লাইড শো’র মাধ্যমেই ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ফেসবুকে নতুন এই ভাইরাস সংক্রমণের তথ্য জানিয়েছে সফটওয়্যার সিকিউরিটি ফার্ম ‘সোফোস’। খবর ফক্স নিউজের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ভাইরাসটি ছড়াচ্ছে ব্যবহারকারীর ওয়াল পেজের একটি ভিডিওচিত্রের বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপনটিতে দেখানো হচ্ছে সমুদ্র সৈকতে বিকিনি পরা এক নারীর ছবি। এ ছবিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি অ্যাপ্লিকেশন পেজ খুলে যায়, যা ব্যবহারকারীকে একটি প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে বলে। আর এই ‘প্রয়োজনীয়’ ফাইলটির আদলের আসলে ডাউনলোড হয় ভাইরাস। পাশাপাশি, ভাইরাস এই বিজ্ঞাপনটিকে ব্যাবহারকারীর নামে তার সব ফেসবুক বন্ধুর ওয়াল পেজে পাঠিয়ে দেয়।
সোফোস-এর সিনিয়র টেকনোলজি কনসালটেন্ট গ্রাহাম ক্লুয়ি বলেছেন, ’প্রথমে খুব হাস্যকর মনে হলেও পুরো ব্যাপারটি কিন্তু মোটেও হাসির ব্যাপার নয়। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের বন্ধুর কাছ থেকে এ ধরনের চটকদার ও হাস্যরসাত্মক লিংক পেয়ে অভ্যস্ত, তারা হয়ত একবারো চিন্তা না করেই লিংকটিতে ক্লিক করবেন। কিন্তু এই ছোট্ট একটি ভূল সিদ্ধান্তই পুরো সাইটটি ও এর ব্যাবহারকারীর জন্য বড় ধরনের ক্ষতি করতে পারে।
সাইবার ক্রিমিনালদের এ আক্রমণ বেছে বেছে সপ্তাহ শেষে ছুটির দিনেই ঘটে। সাইবার ক্রিমিনালদের উদ্দেশ্যে ক্লুয়ি বলেছেন, ’ওরা কি মনে করে ছুটির দিনে এ্যান্টি ভাইরাস গবেষক ও ফেসবুকের নিরাপত্তা বাহিনীর মানুষজন নাকে তেল দিয়ে ঘুমিয়ে কাটায়?’
উল্লেখ্য, এই ভাইরাস আক্রমণের শিকার ব্যবহারকারীদের তাদের ফেসবুক অ্যাকাউন্টের ওয়াল পেজ থেকে বিজ্ঞাপনটি মুছে ফেলে পাসওয়ার্ড বদলে ফেলার এবং পুরো কম্পিউটারটি একটি আপডেটেট এ্যান্টি ভাইরাস দিয়ে স্ক্যান করার পরামর্শ দিয়েছেন ক্লুয়ি।
ধারণা করা হচ্ছে, এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়া ‘সেক্সিয়েস্ট ভিডিও এভার’ প্রতারণারই একটি অংশ।ঐ ভিডিওর বিষয়ে আগেই জানতাম।কিন্তু ছবির স্লাইড শোর বিষয়ে জানতাম না।তাই খবরটি শেয়ার করলাম আপনাদের সাথে।প্রতিক্রিয়া জানাবেন।ধন্যবাদ।
তথ্যসূত্র:বিডিনিউজ24
11:13 Unknown
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে নতুন একটি ভাইরাসের শিকার হচ্ছেন এর লাখ লাখ ব্যবহারকারী। জানা গেছে, সমুদ্র সৈকতে বিকিনি পরা নারীর ছবি দিয়ে বানানো একটি স্লাইড শো’র মাধ্যমেই ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। ফেসবুকে নতুন এই ভাইরাস সংক্রমণের তথ্য জানিয়েছে সফটওয়্যার সিকিউরিটি ফার্ম ‘সোফোস’। খবর ফক্স নিউজের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ভাইরাসটি ছড়াচ্ছে ব্যবহারকারীর ওয়াল পেজের একটি ভিডিওচিত্রের বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপনটিতে দেখানো হচ্ছে সমুদ্র সৈকতে বিকিনি পরা এক নারীর ছবি। এ ছবিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই একটি অ্যাপ্লিকেশন পেজ খুলে যায়, যা ব্যবহারকারীকে একটি প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে বলে। আর এই ‘প্রয়োজনীয়’ ফাইলটির আদলের আসলে ডাউনলোড হয় ভাইরাস। পাশাপাশি, ভাইরাস এই বিজ্ঞাপনটিকে ব্যাবহারকারীর নামে তার সব ফেসবুক বন্ধুর ওয়াল পেজে পাঠিয়ে দেয়।
সোফোস-এর সিনিয়র টেকনোলজি কনসালটেন্ট গ্রাহাম ক্লুয়ি বলেছেন, ’প্রথমে খুব হাস্যকর মনে হলেও পুরো ব্যাপারটি কিন্তু মোটেও হাসির ব্যাপার নয়। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের বন্ধুর কাছ থেকে এ ধরনের চটকদার ও হাস্যরসাত্মক লিংক পেয়ে অভ্যস্ত, তারা হয়ত একবারো চিন্তা না করেই লিংকটিতে ক্লিক করবেন। কিন্তু এই ছোট্ট একটি ভূল সিদ্ধান্তই পুরো সাইটটি ও এর ব্যাবহারকারীর জন্য বড় ধরনের ক্ষতি করতে পারে।
সাইবার ক্রিমিনালদের এ আক্রমণ বেছে বেছে সপ্তাহ শেষে ছুটির দিনেই ঘটে। সাইবার ক্রিমিনালদের উদ্দেশ্যে ক্লুয়ি বলেছেন, ’ওরা কি মনে করে ছুটির দিনে এ্যান্টি ভাইরাস গবেষক ও ফেসবুকের নিরাপত্তা বাহিনীর মানুষজন নাকে তেল দিয়ে ঘুমিয়ে কাটায়?’
উল্লেখ্য, এই ভাইরাস আক্রমণের শিকার ব্যবহারকারীদের তাদের ফেসবুক অ্যাকাউন্টের ওয়াল পেজ থেকে বিজ্ঞাপনটি মুছে ফেলে পাসওয়ার্ড বদলে ফেলার এবং পুরো কম্পিউটারটি একটি আপডেটেট এ্যান্টি ভাইরাস দিয়ে স্ক্যান করার পরামর্শ দিয়েছেন ক্লুয়ি।
ধারণা করা হচ্ছে, এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়া ‘সেক্সিয়েস্ট ভিডিও এভার’ প্রতারণারই একটি অংশ।ঐ ভিডিওর বিষয়ে আগেই জানতাম।কিন্তু ছবির স্লাইড শোর বিষয়ে জানতাম না।তাই খবরটি শেয়ার করলাম আপনাদের সাথে।প্রতিক্রিয়া জানাবেন।ধন্যবাদ।
তথ্যসূত্র:বিডিনিউজ24